নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয়ে বাংলাদেশ

ঢাবিয়ান

ঢাবিয়ান › বিস্তারিত পোস্টঃ

সৈয়দ আব্দুল হাদীর কালজয়ী কিছু গান

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৭



এ বছরের মেরিল প্রথম আলো পুরষ্কার অনুষ্ঠানের ইউটিউব ভিডিও ফেসবুকে কিছুটা টেনে দেখতে গিয়ে আটকে গেলাম এই প্রজন্মের চার তরুনের কন্ঠে সৈয়দ আব্দুল হাদীর কিছু গান শুনে। এ বছর মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পেয়েছেন সৈয়দ আব্দুল হাদী। উনার সম্মানে বাংলা চলচিত্রে আব্দুল হাদীর গাওয়া কিছু কালজয়ী গান দারুনভাবে উপস্থাপন করেছে নবীন এই গায়কেরা।

সবগুলো গানই আমাদের অতি চেনা। ছেলেবেলায় এসব গান শুনতে শুনতেই বড় হয়েছি। তবে নবীন গায়কদের কন্ঠে সবচেয়ে ভাল লেগেছে যে গান সেটার লিরিক নীচে দিলাম -

চোক্ষের নজর এমনি কইরা

একদিন ক্ষইয়া যাবে

জোয়ার ভাটায় পইড়া দুই চোখ

নদী হইয়া যাবে

পোড়া চোখে যা দেখিলাম

তাই রইয়া যাবে।

ও ও ও

পোড়া চোখে যা দেখিলাম

তাই রইয়া যাবে।

সকল কথার মরণ হইলে

হৃদয় কথা কয়,

সেই কথাও চোখের কাছে

নয়রে গোপন নয়,

চোখেরই নাম আরশী নগর

একে একে মনের খবর। ।

সেতো কইয়া যাবে।

পোড়া চোখে যা দেখিলাম

তাই রইয়া যাবে।

চাইলে গান শুনতে শুনতে একটু গুনগুনিয়ে গাইতেও পারেন । ফিরে যেতে পারবেন ফেলে আসা সেই সুদুর অতীতে । গানের পোস্ট যেহেতু তাই পোস্টটা উৎসর্গ করছি মিরর ডডল আপুকে :)

তথ্যসুত্র ঃ ইউটিউব


মন্তব্য ৩১ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০৩

মিরোরডডল বলেছেন:




আব্দুল হাদীর অসংখ্য ভালো গান আছে কিন্তু আমারও সবচেয়ে প্রিয় এই গানটি।

চোক্ষে যদি কেউ না তাকায়
দুঃখ দিয়া যায় চইলা যায়

সেও সইয়া যাবে

পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে


কি অসাধারণ ভোকাল, লিরিক, সুর, গায়কী!!!



২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১৩

ঢাবিয়ান বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু, আবদুল হাদির কন্ঠে অরিজিনাল গানটা আপ্লোড করার জন্য। গানটা আমারো অসম্ভব প্রিয়। কি যে পাওয়াফুল লিরিক গানটার।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১৬

মিরোরডডল বলেছেন:




পোষ্ট উৎসর্গ করলে আমি লজ্জা পাই :)
তারপরও ঢাবিকে অনেক থ্যাংকস।

এই গান মনে করিয়ে দেয় একটি প্রিয় মুখ, এক টুকরো দুঃখ আর এক মুঠো ভালোবাসা।

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:২১

ঢাবিয়ান বলেছেন: পোস্ট স্বার্থক যে আপুকে মনে করিয়ে দিতে পেরেছি একটি প্রিয় মুখ, এক টুকরো দুঃখ আর এক মুঠো ভালোবাসা

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:২১

জুন বলেছেন: প্রিয় শিল্পীর প্রিয় গান সব। যেটার লিরিক দিয়েছেন সেতো অসাধারণ ঢাবিয়ান।
+

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:২৭

ঢাবিয়ান বলেছেন: আসলেই অসাধারন আপু। পুরানো দিনের গানগুলোর লিরিক খুব পাওয়াফুল । গীতিকার আলাউদ্দিন আলো কালজয়ী সব গান লিখে গেছেন।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সৈয়দ আব্দুল হাদীর একটা গান আছে " তোমার ঐ চোখের হাসি " । এই গান সেই কবে শুনেছি আর শোনা হলো না । বাংলাদেশের প্লেব্যাক সিংগারদের মধ্য আমার খুব প্রিয় হলো সৈয়দ আলী সিদ্দীকি , আজাদ রহমান আর নূর আলম সিদ্দিক !!

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৪

ঢাবিয়ান বলেছেন: ' তোমার ঐ চোখের হাসি বিষেরও বাশি ' আব্দূল হাদির দারুন আরেক গান।

অত্যন্ত দুঃখজনক যে সৈয়দ আলী সিদ্দীকি , আজাদ রহমান আর নূর আলম সিদ্দিক এদের নামই কোনদিন শুনি নাই, গান শোনাতো দূরে থাক। দুই একটা গান এখানে আপ্লোড দেন ।

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৫৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এই গানটা চেনা না ? এটা আজাদ রহমানের



২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১০

ঢাবিয়ান বলেছেন: ওহ এটাতো খুব প্রিয় গান। কিন্ত শিল্পীর নাম জানতাম না

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৫৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এটা আলী সিদ্দিকীর গান । আপনি কী মাসুদ রানার স্রষ্টা কাজী আনোয়ার হোসেনের গান শুনেছেন ? সেটাও দিচ্ছি ।

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১১

ঢাবিয়ান বলেছেন: নায়ক রাজ্জাকের মুখে এই গানও শুনেছি।

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০০

শেরজা তপন বলেছেন:
বাংলাদেশের অন্যতম সেরা শিল্পী। এত হিট গান খুব কম শিল্পী দিয়েছেন।
আমার ভাল লাগে
'একবার যদি কেউ ভাল বাসত'

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১৪

ঢাবিয়ান বলেছেন: গুনী শিল্পী। কালজয়ী সব গান গেয়েছেন। এদের শূন্যস্থান আসলে পুরন হবার নয়।

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এটা নূর এ আলম সিদ্দিকীর গান ।

https://www.youtube.com/watch?v=WCb99j3rJI8

৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: গানটা আসেনি , দুঃখিত

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:২৮

ঢাবিয়ান বলেছেন: এই গানটা আগে শুনিনি। ধন্যবাদ নির্বহন

১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আর শেষ মেশ কাজী আনোয়ার হোসেনের এই গান ।



ভালো থাকবেন । আজ আমার এখানে চাঁদটা দারুণ রূপসী হয়ে উঠেছে । আপনার ওখানে খবর কী ?

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:২৭

ঢাবিয়ান বলেছেন: কাজী আনোয়ার হোসেনের স্ত্রী ফরিদা ইয়াসমিন প্রখ্যাত গায়িকা কিন্ত আনোয়ার হোসেনও যে গান গাইতো তা জানা ছিল না। শেয়ারের জন্য ধন্যবাদ নির্বহন।

১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০৪

কামাল১৮ বলেছেন: আমার ছোট বেলা কেটেছে ভারতিয় শিল্পীদের গান শুনে।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫২

ঢাবিয়ান বলেছেন: আমরাও খুব শুনতাম মান্না দে, চিত্রা সিং , কিশোর কুমারের গান। তবে কিশোর কুমার অল্টাইম ফেভারিট

১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আধুনিক বাংলা গানে সৈয়দ আবদুল হাদী আর সুবীর নন্দী কিংবদন্তি। এঁদের গান আলাদা উন্মাদনা সৃষ্টি করে।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৪

ঢাবিয়ান বলেছেন: আগে বাংলা চলচিত্রের গানগুলো সবার মুখে মুখে ফিরতো। যেমন কথা তেমনই ছিল সুর।সৈয়দ আবদুল হাদী ,সুবীর নন্দী রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন , এন্ড্রু কিশোর গেয়েছে কালজয়ী সব গান ।

১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:০৫

ভুয়া মফিজ বলেছেন: মিরোরডডল বলেছেন: পোষ্ট উৎসর্গ করলে আমি লজ্জা পাই :)

...............মিডের লজ্জারাংগা মুখ আর অমাবস্যার চাদ আমার কাছে একই বস্তু মনে হয়। কেন আমার মনে এমন ভাব আসে? হুয়াই? :-B

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮

ঢাবিয়ান বলেছেন: হা হা আমাবস্যার চাঁঁদ কেন ?অমাবস্যার চাঁদ বাগধারাটির অর্থ হচ্ছে দুর্লভ ব্যক্তি । তা ঠিকই বলসেন , ডল আপুতো ভারচুয়াল ক্যরেক্টার । দেখা দেবে না কখনও :)

১৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৮

করুণাধারা বলেছেন: শুরু করলেন আপনি, তারপর বাকিরা চমৎকারভাবে গানের আসর চলমান রেখেছেন।

ভালো লাগলো।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯

ঢাবিয়ান বলেছেন: অনেক ধন্যবাদ আপু

১৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৪

ভুয়া মফিজ বলেছেন: লেখক বলেছেন: হা হা আমাবস্যার চাঁঁদ কেন ?অমাবস্যার চাঁদ বাগধারাটির অর্থ হচ্ছে দুর্লভ ব্যক্তি । তা ঠিকই বলসেন , ডল আপুতো ভারচুয়াল ক্যরেক্টার । দেখা দেবে না কখনও :)

.........আপ্নে আমার মন্তব্য বুঝতে পারেন নাই। মিডকে না, মিডের লজ্জারাংগা মুখকে অমাবস্যার চাদ কইছি। =p~

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৮

ঢাবিয়ান বলেছেন: @ ডল আপু , কাউন্টারে কিছু বলেন ? আপনার লজ্জারাঙ্গা মুখ নাকি অমাবস্যার চাদ :)

১৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:২৮

মিরোরডডল বলেছেন:




সহজ বাংলায়, মিডের লাজুকতা নিয়ে ভুমের মনে সন্দেহ #:-S

আমারওতো একই প্রশ্ন, কেনো ভুমের মনে এমন ভাব আসে? হুয়াই ভুম, হুয়াই ? :-B

জাদিদ যদি লাজুক হতে পারে, মিড কেনো নাহ!
আমিতো আমার দল ভারি দেখে খুশি হলাম, যাক আরেকজন মানুষ পেলাম :)


১৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: ১৯৯৩ সালে সৈয়দ আব্দুল হাদির গান সরাসরি শুনেছিলাম বিশ্ব সাহিত্য কেন্দ্রে। আমার খুব প্রিয় একজন শিল্পী। ওনার প্রতিটি গান ভালো লাগে আমার কাছে। আরেকজন প্রিয় শিল্পী হল এন্দ্রু কিশোর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.