নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগে আমি কাউকে কমেন্টে ব্লক করিনি। এর কারন হচ্ছে আমি যে কোন সমালোচনা , ব্যক্তিগত আক্রমন ট্যকল করতে পারি বলেই আমার বিশ্বাস। অন্যের কথাকে আমি তেমন গুরুত্ব দেই না। আমি নিজে কি বিশ্বাস করি , কি করি সেটাই আমার কাছে বেশি গুরুত্বপুর্ন। যাই হোক আজকে কমেন্ট করতে গিয়ে দেখি আমি একজনের ব্লগে কমেন্টে ব্লক আছি!! আপনারা কে কাকে কমেন্টে ব্লক রেখেছেন এই পোস্টে জানিয়ে রাখতে পারেন। তাহলে কষ্ট করে টাইপ করে কমেন্ট লিখে '' দুঃথিত আপনার কমেন্ট গ্রহন করা সম্ভব হচ্ছে না'' বাক্যটির মুখোমুখি হতে হয় না ।
দিন শেষে ব্লগ আমার কাছে স্রেফ অবসর কাটানোর একটি জায়গা। এখানে কাউকেই আমি ব্যক্তিগতভাবে চিনি না। তাই কারো প্রতি বিদ্বেশ পোষন করা বা কাউকে অপছন্দ করা আমার পক্ষে একেবারেই অস্মভব একটি ব্যপার। সব ব্লগারদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই যে '' এঞ্জয় ব্লগিং
১৩ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩১
ঢাবিয়ান বলেছেন: ব্লক অপশন যেহেতু আছেই তাহলে প্রয়োগে অবস্যই বাধা নেই । তবে জানিয়ে রাখতে পারেন কাদের ব্লক করেছেন আমি নিজের ক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে বিরক্তিকর কমেন্টের প্রতিউত্তর করি না।
২| ১৩ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৫১
লেখার খাতা বলেছেন: পোস্টে কমেন্টই নাই তার উপ্রে কমেন্ট ব্লক। সেলুকাস!
১৩ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩৫
ঢাবিয়ান বলেছেন: হা হা হা ভাল বলেছেন ।
৩| ১৩ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৪
মিরোরডডল বলেছেন:
অপশন যখন আছে, কেউ সেটা ব্যবহার করতেই পারে ।
একজনের ব্লকে কি বা যায় আসবে !
বাকি সবাইতো আছে, তাদের নিয়ে থাকবে ঢাবি ।
১৩ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩৮
ঢাবিয়ান বলেছেন: কে কাকে কমেন্টে ব্লক করবে তা একান্তই যার যার ব্যক্তিগত স্বাধীনতা। তবে জানিয়ে রাখলে ব্লগাররা উপকৃত হত। অনেক আগে ব্লগার অনল চৌধুরির একটি পোস্টে দী্র্ঘ একটা কমেন্ট করে দেখি আমি সেখানে ব্লক আছি!! আমার এমনিতেই সময়ের খুব অভাব। তাই কমেন্ট করে , সেই কমেন্ট গ্রহন না করলে সময়টার অপচয় হয়েছে বলে মনে হয়
৪| ১৩ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৫০
সোনাগাজী বলেছেন:
আমার আগের নিককে যারা ব্যান করেছিলেন, তাদের মাঝে অর্ক এখনো ব্লগে আছেন, অনেকেই নেই। জুল ভার্ন, অপু তানভীর, জ্যাকেল এখন ধুঁকছে।
১৩ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৫৯
ঢাবিয়ান বলেছেন: আপনি কয়জনের ব্লগে কমেন্টে ব্লক আছেন?
৫| ১৩ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:০০
মিরোরডডল বলেছেন:
সোনাগাজী বলেছেন:
আমার আগের নিককে যারা ব্যান করেছিলেন, তাদের মাঝে অর্ক এখনো ব্লগে আছেন, অনেকেই নেই।
ব্লগাররা কাউকে ব্যান করে না ।
ইভেন যদি কেউ কোনও ব্লগারের ব্যান চায়, তাও সেটা কখনোই হয়না যতক্ষণ না
ব্লগ নীতিমালা ভাঙ্গার কারনে ব্লগ এডমিন ব্যান না করে ।
১৩ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:১৬
ঢাবিয়ান বলেছেন: আপনার সাথে একমত ডল আপু ।
৬| ১৩ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:০৫
সোনাগাজী বলেছেন:
আমি ২ জনকে কমেন্ট ব্লকে রেখেছি, এরা দীর্ঘ সময় ব্লগে আছে, কোন পোষ্ট নেই।
১) জিকোব্লগ:
পোস্ট করেছি: ০টি
মন্তব্য করেছি: ৫০০টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ১ বছর ৮ মাস
২) আর, ইউ
পোস্ট করেছি: ৩টি
মন্তব্য করেছি: ১৪৩৮টি
মন্তব্য পেয়েছি: ১২৩টি
ব্লগ লিখেছি: ৬ বছর ১১ মাস
১৩ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:১৯
ঢাবিয়ান বলেছেন: হা হা হা হা।এইটাতো এপিক কমেন্ট । আপনিও কোন কোন ব্লগারকে কমেন্ট ব্লক রেখেছেন !!!! তারমানে আপনিও সমালোচনা নিতে পারেন না
৭| ১৩ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:০৮
শূন্য সারমর্ম বলেছেন:
কমেন্ট ব্লকের ঝামেলায় সম্ভবত কখনো পড়বো না আমি।
১৩ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২২
ঢাবিয়ান বলেছেন: কমেন্ট ব্লককে নেতিবাচক দেখার কিছু নাই। তবে জানিয়ে রাখলে মনে হয় ভাল হয়।
৮| ১৩ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:১০
সোনাগাজী বলেছেন:
আপনি কি মুখস্হ বললেন, আমি ব্যক্তি আক্রমণ করি?
আপনি কতবার আক্রান্ত হয়েছেন?
১৩ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২৩
ঢাবিয়ান বলেছেন: আগে বলেন যে ব্লগার জিকোব্লগ এবং আর ইউ কে কেন ব্লক করে রেখেছেন?
৯| ১৩ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫১
ইফতেখার ভূইয়া বলেছেন: কমেন্ট ব্লক কিভাবে করে সেটাইতো জানি না!
১৪ ই জুলাই, ২০২২ দুপুর ১২:৪৯
ঢাবিয়ান বলেছেন: প্রোফাইলে গিয়ে করতে হয়।
১০| ১৩ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫২
পদাতিক চৌধুরি বলেছেন: এই মুহূর্তে আমার পোস্টে আমি কাউকে ব্লক করে রাখিনি তবে একসময় এই অপশনের ব্যবহার নিতে হয়েছিল। যাইহোক ব্লক করা নিয়ে দেখা যাক আলোচনা কতদূর যেতে পারে।
১৪ ই জুলাই, ২০২২ দুপুর ১২:৫৪
ঢাবিয়ান বলেছেন: আলোচনাতো দেখছি ঝগড়াঝাটিতে পরিনত হয়েছে
১১| ১৩ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৩
মেহরাব হাসান খান বলেছেন: কমেন্টই তো পাই না!
১৪ ই জুলাই, ২০২২ দুপুর ১২:৫৫
ঢাবিয়ান বলেছেন:
১২| ১৩ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৬
সোনাগাজী বলেছেন:
লেখক বলেছেন: আগে বলেন যে ব্লগার জিকোব্লগ এবং আর ইউ কে কেন ব্লক করে রেখেছেন?
-ওরা ২ জন গড়ে ৫ বছর ব্লগে আছেন, কিন্তু কোন পোষ্ট নেই; ওরা আবার কিসের কমেন্ট করবেন?
১৪ ই জুলাই, ২০২২ দুপুর ১২:৫৭
ঢাবিয়ান বলেছেন: আপনি ব্লগারদের যে মেসেজ দিচ্ছেন তা হল আপনি ইচ্ছেমত ব্যক্তি আক্রমন করে বেড়াবেন, পায়ে পা বাধিয়ে ঝগড়া করবেন কিন্ত সেই আপনাকে যারা উল্টো ব্যক্তি আক্রমন করবে তাদের আপনি কমেন্টে ব্যান করবেন
১৩| ১৩ ই জুলাই, ২০২২ রাত ৮:২৬
কামাল৮০ বলেছেন: @গাজী সাহেব,আমিও তিন বছর ব্লগে আছি।কোন পোষ্ট করি নাই।পোষ্ট না করেই তিনটা নিক শেষ।পোষ্ট করলে কয়টা শেষ হতো।
১৪| ১৩ ই জুলাই, ২০২২ রাত ৮:২৮
জুল ভার্ন বলেছেন: @ঢাবিয়ান, আমি মানুষকে ভয় পাই না। কিন্তু দ্বিপদী অসভ্য জানোয়ারদের ভয় পাই যতটা তার থেকেও বেশী ঘৃণা করি।
১৪ ই জুলাই, ২০২২ দুপুর ১:০০
ঢাবিয়ান বলেছেন: পুরোপুরি ইগনোর করেন। আপনাতেই আগ্রহ হারিয়ে যাবে।
১৫| ১৩ ই জুলাই, ২০২২ রাত ৯:০১
রাজীব নুর বলেছেন: আমি কাউকে কমেন্ট ব্যান করি নাই।
মজার বিষয় হলো- কমেন্ট ব্যান কি করে করে সেটাই জানি না। তবে আমাকে ৪/৫ জন কমেন্ট ব্যান করে রেখেছে। ইহা দুঃখজনক।
১৪ ই জুলাই, ২০২২ দুপুর ১:০৪
ঢাবিয়ান বলেছেন: আপনার কমেন্ট বেশিরভাগ সময়েই অপ্রাসঙ্গিক হয়ে থাকে। পোস্টের সাথে সম্পর্ক থাকে না। যাই হোক কে কাকে ব্যান করবে এটা ব্যক্তি বিশেষের ইচ্ছার উপড় নির্ভরশীল। তবে জানা থাকলে ভাল হয় যাতে সেই ব্লগারের পোস্টে ঢুকে সময়ের অপচয় না হয়।
১৬| ১৩ ই জুলাই, ২০২২ রাত ৯:১৭
ভুয়া মফিজ বলেছেন: আমি কাউকে কমেন্ট ব্লক করি না, তবে করাটাকেও দোষের মনে করি না। ব্লগে কিছু বিরক্তিকর চরিত্র আছে। এরা বেহায়া টাইপের। এখন সবার সহ্যশক্তি তো এক রকমের না। কাজেই যার ইচ্ছা, সে করে।
আমার লাঠি তৈরী থাকে। কেউ ডিস্টার্ব করলে সপাটে লাঠির বাড়ি। কথা কম, কাজ বেশী!!!
তাছাড়া, হোরাসের তাবিজের উপর ভরসা রাখলে এসব কোন সমস্যা না। শয়তান তাড়ানোর জন্য এটা প্রায়শঃই ভালো কাজ করে। ভাবছি, ব্লগে হোরাসের তাবিজ বিক্রি করা শুরু করলে কেমন হয়? চলেন, দুইজনে একসাথে ব্যবসাটা শুরু করি।
১৪ ই জুলাই, ২০২২ দুপুর ১:১৫
ঢাবিয়ান বলেছেন: তাবিজ, কবচ, সাময়িক ব্যান, পার্মানেন্ট ব্যান সব কিছুই ফেইল জনৈক ব্লগারের ক্ষেত্রে
১৭| ১৩ ই জুলাই, ২০২২ রাত ১০:২৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমাকে বেশ কয়েকজন কমেন্টস ব্যান
করে রেখেছেন তারা অধিকাংশই এখন
ব্লগ ছাড়া!
আই ডোন্ট মাইন্ড!
১৪ ই জুলাই, ২০২২ দুপুর ১:১৮
ঢাবিয়ান বলেছেন: ব্লগার শায়মা আপুকে দেখছি না বহুদিন ধরে। উমি কি কারনে ব্লগ থেকে দূরে আছেন , বুঝতে পারছি না।
১৮| ১৩ ই জুলাই, ২০২২ রাত ১০:২৫
স্বাধীন বাংলা ৭১ বলেছেন: সোনাগাজিরে ভুয়া মফিজ এতো গালাগালি করে ব্লগের মত ওপেন প্লাটফর্মে হেই লোকের দেহি গায়েই লাগে ন। হেতে তাও খোচাখুচি কইরতিই আছে।
১৪ ই জুলাই, ২০২২ দুপুর ১:১৯
ঢাবিয়ান বলেছেন:
১৯| ১৩ ই জুলাই, ২০২২ রাত ১১:০১
মরুভূমির জলদস্যু বলেছেন:
নির্দিষ্ট কাউকে কমেন্টে ব্লক কেমনে করে?
১৪ ই জুলাই, ২০২২ দুপুর ১:১৯
ঢাবিয়ান বলেছেন: এ বিষয়ে পোস্ট এসেছে দেখলাম ।
২০| ১৩ ই জুলাই, ২০২২ রাত ১১:১৪
হাসান কালবৈশাখী বলেছেন:
জুল ভার্ন আমাকেও কমেন্ট ব্যান করেছে।
জুল ভার্নকে এলাকার বড়ভাই হিসেবে শ্রদ্ধা করি,
সামান্য ভিন্নমত সহ্য করতে পারেনা কেন বুঝে আসে না।
যদিও আমি কখনো কাউকে গালি দিয়েছি বলে মনে পরে না। লাঠিও রাখি না। লাঠিপেটার ভয়ও দেখাইনি।
আর আপনার মতই এজাবৎ কাউকে কমেন্ট ব্যান করি নি।
১৪ ই জুলাই, ২০২২ দুপুর ১:২১
ঢাবিয়ান বলেছেন: আপনাকে ব্লক করা মোটেই ঠিক হয়নি। আপনার কমেন্ট এই ব্লগের অন্যতম বিনোদন। এমন বিনোদন থেকে ব্লগারদের বঞ্চিত করা একেবারেই ঠিক নয়।
২১| ১৩ ই জুলাই, ২০২২ রাত ১১:৫৩
সোনালি কাবিন বলেছেন: গাধা এখন ছাগল খেতাব পেয়ে গেল।
১৪ ই জুলাই, ২০২২ দুপুর ১:২২
ঢাবিয়ান বলেছেন:
২২| ১৪ ই জুলাই, ২০২২ রাত ১২:৪৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমি তো কমেন্টই পাইনা। যা লিখি তাতে ব্যক্তি আক্রমণ এবং মতের বিরোধ নিয়ে ঝামেলা বাঁধার সম্ভবনা কম।
আমি মানসিকভাবে অনেক কিছুই নিতে পারিনা। কমেন্টে তেমন কিছু দেখলে আমিও নির্দিষ্ট ব্লগারদের কমেন্ট ব্লক করে রাখবো।
১৪ ই জুলাই, ২০২২ দুপুর ১:২৮
ঢাবিয়ান বলেছেন: বাঙ্গালীদের সহনশীলতা খুব কম । দেশে থাকতে আমিও তেমন একটা সহনশীল ছিলাম না। বিদেশে এসে শিখেছি। নেগেটিভ ফিডব্যাক , রুড বিহেভিয়ার কিভাবে পজিটিভলি হ্যন্ডেল করতে হয় এটা সভ্য দেশে শিক্ষার একটা অংশ।
২৩| ১৪ ই জুলাই, ২০২২ রাত ১:০৭
সোনাগাজী বলেছেন:
@ভুয়া মফিজ ,
আসলে আপনি শক্ত লোক; হাজার হলেও লন্ডনে থাকছেন তো!
২৪| ১৪ ই জুলাই, ২০২২ রাত ১:৪৩
সোনাগাজী বলেছেন:
কামাল৮০ বলেছেন: @গাজী সাহেব,আমিও তিন বছর ব্লগে আছি।কোন পোষ্ট করি নাই।পোষ্ট না করেই তিনটা নিক শেষ।পোষ্ট করলে কয়টা শেষ হতো।
আপনি পোষ্ট না'লেখাতে আপনার ধারণা ও ভাবনাগুলো পরিশোধনের সুযোগ পাচ্ছে না।
২৫| ১৪ ই জুলাই, ২০২২ সকাল ৮:৪৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কাউকে কমেন্টস ব্লক করা ঠিকনা।
১৪ ই জুলাই, ২০২২ দুপুর ২:৫০
ঢাবিয়ান বলেছেন: ব্লক করাটা যার যার ইচ্ছার ব্যপার।
২৬| ১৪ ই জুলাই, ২০২২ সকাল ১০:৪৬
নতুন নকিব বলেছেন:
ব্লগে এবং ব্লগের বাইরে বাস্তব জীবনে কিছু মানুষকে এমন পেয়েছি যারা নিজেদেরকে অন্যদের থেকে আলাদা কিছু একটা ভাবেন, অভিজাত মনে করেন এবং অন্যান্য শ্রেণি পেশার অনেক মানুষকে এরা ঘৃণা করেন। এই চরিত্রের গায়ে মানে না আপনি মোড়ল টাইপের কূপমন্ডুকসহ গায়ে পড়ে কিংবা বলতে পারেন পায়ে পারা দিয়ে ঝগড়া করতে ইচ্ছুক দু'চার জনকে কমেন্ট ব্যান করতে বাধ্য হয়েছি। এ ছাড়া, আপনি তো ভালোভাবেই জানেন, অসুস্থ মস্তিষ্কের কিছু লোক আমাদের আশেপাশে সবসময়ই থাকেন। ক্ষেত্রবিশেষে একান্ত বাধ্য হয়ে এদেরকেও কমেন্ট ব্যানে নিতে হয়েছে ইতোপূর্বে কোন কোন সময়ে।
তবে যাদের কমেন্ট ব্যান করেছি আমি তাদের নাম কখনোই বলতে চাই না। আমি মনে করি, তাদের সম্মানে আঘাত লাগতে পারে, এমন তথ্য সম্বলিত বিষয় সকলের সামনে প্রকাশ্যে আনা আমার উচিত নয়।
ধন্যবাদ।
১৪ ই জুলাই, ২০২২ দুপুর ১:৩৭
ঢাবিয়ান বলেছেন: এই ব্লগে কমেন্ট ব্লক অপশন ব্যবহার করার প্রয়োজন সবচেয়ে বেশি আপনার। কারন আপনার পোস্টে যেসব কমেন্ট আসে সেগুলো বেশিরভাগই ধর্ম অবমাননামুলক। এগুলো ব্লক না করে উপায় নাই। আপনি যাদের ব্যান করেছেন তাদের নাম না বললেও ব্লগারদের বুঝতে অসুবিধা হয় না তারা কারা।
২৭| ১৪ ই জুলাই, ২০২২ দুপুর ১:৫২
রাজীব নুর বলেছেন: নিজের কাছে পরিস্কার থাকলে কাউকে কমেন্ট ব্যান করার প্রয়োজন হয় না।
১৪ ই জুলাই, ২০২২ দুপুর ২:৫২
ঢাবিয়ান বলেছেন: এই কথাটা আমি নিজে বিশ্বাস করি। দিনশেষে আমাদের কর্মই আমাদের আসল পরিচয়।
২৮| ১৪ ই জুলাই, ২০২২ দুপুর ২:২০
জুল ভার্ন বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন:
জুল ভার্ন আমাকেও কমেন্ট ব্যান করেছে।
জুল ভার্নকে এলাকার বড়ভাই হিসেবে শ্রদ্ধা করি,
সামান্য ভিন্নমত সহ্য করতে পারেনা কেন বুঝে আসে না।
যদিও আমি কখনো কাউকে গালি দিয়েছি বলে মনে পরে না। লাঠিও রাখি না। লাঠিপেটার ভয়ও দেখাইনি।
আর আপনার মতই এজাবৎ কাউকে কমেন্ট ব্যান করি নি।
[/সব
ভাই, আমি সহসাই কাউকে ব্লক করিনা। কিন্তু কিছুদিন আগে আপনি সরাসরি আমাকে ব্যক্তিগত আক্রমণ করে বাজে একটা সম্বোধন করে মন্তব্য করায় দ্বিতীয় বারের মতো কমেন্ট ব্লক করি। প্রথম বার ব্লক করে ছিলাম ২০১০ সনে আমার পাকিস্তান ভ্রমণ নিয়ে পোস্টে আপনার একটা বাজে মন্তব্যের জন্য.....
আমাদের সামান্য কিছু মতপার্থক্য থাকলেও আপনার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা সম্মান কমতি নাই। আমরা একই পাড়ার সন্তান। আপনি দেশে থাকলে সকাল বিকাল আমাদের দেখা সাক্ষাৎ হতো....আপনার জন্য শুভ কামনা।
২৯| ১৪ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৩০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি একবার ব্লগার হাসান কালবৈশাখীকে কমেন্ট ব্লগ করেছিলাম কিছু দিনের জন্যে।
ঐ একবারই। গত ৫ বছরে আর কাউকে করিনি!
১৪ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৩
ঢাবিয়ান বলেছেন: কমেন্ট ব্লক বিষয়টা যার যার নিজস্ব চয়েস। তবে এটা ঠিক যে পোস্ট পড়ে , কমেন্ট লিখে যদি দেখি ব্লক হয়ে আছি , তখন খুব বিরক্ত লাগে। লেখাটা এই কারনেই লেখা। জানা থাকলে সেই পোস্টের লেখকের পোস্টে আর কষ্ট করে যাবার দরকার পড়ে না।
৩০| ১৪ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৪৩
অর্ক বলেছেন: সেখান থেকে শিখে, নিজের জীবনে কাজে লাগান। নিশ্চয়ই অনিবার্য পরিস্থিতি তৈরি হয়েছিলো, আপনাকে ব্লক করার। বিভিন্ন সময় আপনার মন্তব্য দেখেছিলাম আক্রমণাত্মক, লেখককে তুচ্ছতাচ্ছিল্য করে বলা।
অন্য দুয়েক সাইটে আমি ব্লক হয়েছিলাম। আজ ভাবলে দেখি যে, সেখানে সম্পূর্ণ দোষ আমারই। যথার্থই ব্লক হয়েছিলাম। এই সিদ্ধান্তে আসতে আমার সময় লেগেছে। নিজেকে শুদ্ধ করেছি।
অনেক অনেক শুভেচ্ছা থাকলো।
১৪ ই জুলাই, ২০২২ রাত ৮:০০
ঢাবিয়ান বলেছেন: আমি মুলত কমেন্ট করি রাজনৈ্তিক এবং চলমান ইস্যূূ নিয়ে লেখা পোস্টে। সে কারনে আমার কমেন্ট মাঝামাঝেই সমালোচনা মুলক বা কখনও কখনও আক্রমনাত্মকও হয়। এই কারনে কেউ যদি আমাকে ব্লক করে থাকেন, সেটা ব্যক্তির নিজস্ব চয়েস।এখানে আমার নিজেকে শুদ্ধ করার কিছু নাই। ভিন্নমত পোষন করলে সেটা আমি প্রকাশ করবই। এই পোস্ট লিখেছি যে আমি কিভাবে ব্লক না করে সমালোচনামুলক বা আক্রমনাত্মক কমেন্ট ট্যকল করি।
৩১| ১৮ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০৬
শায়মা বলেছেন: ১৪ ই জুলাই, ২০২২ দুপুর ১:১৮০
লেখক বলেছেন: ব্লগার শায়মা আপুকে দেখছি না বহুদিন ধরে। উমি কি কারনে ব্লগ থেকে দূরে আছেন , বুঝতে পারছি না।
এই যে ভাইয়ু আমি এসে গেছি!
অনেক অনেক অনেক ঝামেলায় ছিলাম কিছুদিন।
তাই আসতে পারিনি। আসলে বাসাতেই ছিলাম না। ল্যাপটপ থেকে অনেক দূরে ছিলাম।
কিন্তু আমাকে মনে করেছো তাই অনেক অনেক ভালোবাসা!!!!!!!!!!!!
©somewhere in net ltd.
১| ১৩ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৫১
জুল ভার্ন বলেছেন: আমি সমালোচনা বিব্রত হইনা বরং গঠনমূলক সমালোচনায় নিজেকে শুদ্ধ করতে প্রেরণা পাই। কিন্তু সমালোচনার নামে নোংরামি, ব্যক্তিগত আক্রমণ সহ্য করতে পারি না। আমি ৪ জনকে কমেন্টস ব্যন করেছি নিতান্তই নিরুপায় হয়ে।