নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঙ্গালীর প্রানের উৎসব পহেলা বৈশাখ ।দেশেতো বটেই প্রবাসেও এখন পহেলা বৈশাখ পালন করা হয় দারুন আরম্বরে। বাঙ্গালী জাতি যত দূর দুরান্তেই ছড়িয়ে পড়ুক না কেন, পহেলা বৈশাখ কেউ ভুলে যায় না। দিনে দিনে আরো বেশী জনপ্রিয় হচ্ছে এই উৎসব। লাল সাদা পাঞ্জাবী / শারী পড়ে, খাটি বাঙ্গালী খাবার খেয়ে নাহয় একদিনের জন্য সবাই বাঙ্গালী সাজবে। কিন্ত ক্ষতি কি তাতে? বছরের পর বছর এই উৎসব পালনের কারনেই হয়ত কোনদিন মুছে যাবে না আমাদের সংস্কৃতি , আমাদের কৃষ্টি ও আমাদের ঐতিহ্য।
আজকের এই দিনে একটাই বড় কষ্ট যে এই ব্লগকে এখন পর্যন্ত ব্লক করে রাখা হয়েছে। এখনও দেশ থেকে মানুষকে লুকিয়ে বিকল্প পথে ব্লগে প্রবেশ করতে হয়। এই ব্লগ বাঙ্গালীর ব্লগ। বাঙ্গালীর মিলনমেলা এই ব্লগ শীগ্রই মুক্তি পাক সরকারি নিষেধাজ্ঞা থেকে এই প্রত্যশাই করি।
ব্লগার রাজীব নুরতো আগামীকাল জমকালো প্রোগ্রামের ছবিসহ পোস্ট দেবেনই। সেই সাথে অন্য ব্লগারদেরও নববর্ষ পালনের পোস্ট দেয়ার আবদার রইল। ব্লগ কতৃপক্ষের কাছে অনুরোধ ছবি পোস্ট করার অপশন খুলে দেয়া হোক আগামীকাল। পহেলা বৈশাখের জমকালো রঙে রাঙ্গিয়ে যাক ব্লগের পাতা।
রাত পোহালেই বাংলা নববর্ষ ১৪২৬ এর শুভেচ্ছা সকল ব্লগারকে।
২| ১৩ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:০৮
চাঁদগাজী বলেছেন:
শুভ নববর্ষ, সুখী হোন।
৩| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:০৯
মাহমুদুর রহমান বলেছেন: ভালো থাকুন।
৪| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ২:২৫
আকতার আর হোসাইন বলেছেন: ছবি পোস্ট করার অপশন খুলেনি এখনো? কিছুদিন আগে আমি অনেক চেষ্টা করেও ছবি আপলোড করতে পারিনি। ভিপিএন দিয়ে লগ ইন করেও পারিনি।
আজকেই ভিপিএন ছাড়াই ট্রাই করলাম। আপলোড হয়ে গেল। ভেবেছিলাম এটা এখন আগের মতো হয়ে গেছে। খুশি হয়েছিলাম। এখন আবার আপনার কাছ থেকে খবরটা পেয়ে মন খারাপ হয়ে গেল।
যাইহোক, আপনাকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা।
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা।
৫| ১৪ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:১৯
আহমেদ জী এস বলেছেন: ঢাবিয়ান,
লাল সাদা পাঞ্জাবী / শারী পড়ে, খাটি বাঙ্গালী খাবার খেয়ে নাহয় একদিনের জন্য সবাই বাঙ্গালী সাজবে। কিন্ত ক্ষতি কি তাতে? বছরের পর বছর এই উৎসব পালনের কারনেই হয়ত কোনদিন মুছে যাবে না আমাদের সংস্কৃতি , আমাদের কৃষ্টি ও আমাদের ঐতিহ্য।
এই বোধ যদি সবার থাকতো!
নববর্ষের শুভেচ্ছার সাথে প্রত্যাশা শুভবুদ্ধির সাথে নিজের জাতীয় সংস্কৃতি - কৃষ্টি লালিত হোক সবার অন্তরে।
৬| ১৪ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:২৪
হাবিব বলেছেন: শুভ নববর্ষ। আল্লাহ আপনাকে ভালো রাখুক।
৭| ১৪ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:৪৪
ব্লগার_প্রান্ত বলেছেন: শুভ নববর্ষ ভাই।
আজকে সারাদিন আপনি কি করবেন? আমি বিকেলের দিকে একটা মেলায় যাবো
ভালো থাকবেন
৮| ১৪ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:৪৫
আরোগ্য বলেছেন: নববর্ষের অনেক শুভেচ্ছা রইলো।
৯| ১৪ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪৬
রাজীব নুর বলেছেন: এসো হে বৈশাখ – এসো এসো।
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৩৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শুভ নববর্ষ ১৪২৬।