নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও কবি তুমি ঘুমাও কেন?
ঐ মসজিদেরই পাশে;
ওঠো না, এসে দেখো
লেখনী তোমার হাসে!
করো আমায় আর্শিবাদ
যেন, পড়িতে পারি তোমায়;
সেই ধৈর্য্য দেয় গো যেন
ভগবান আমায়!
কত কষ্ট তুমি গেছো করে
যদি দেখতে পেতাম;
হৃদয় দহন মোর মাঝে;
তোমার মোলাকাত করতাম!
ও কবি, তুমি তো বলেছিলে
যেদিন নির্যাতিতে ক্রন্দ্রন রোল
রহিবেনা, এই বাংলায়
কিন্তু এখনো বাজে অন্যায়ের ঢোল!
ও কবি, তোমাকে আমি বেসেছি ভালো
মনে কয় প্রতিদিন করি জিয়ারত;
তোমার কবর ঠায় দাড়িয়ে
স্বপ্নে দেখতে চাই তোমায় খোদার মারফত!!!
-সামসউদ্দিন হাওলাদার
- কবি কাজী নজরুল ইসলামে স্বরনে
০৫ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৪৬
মাকার মাহিতা বলেছেন: মোঃ সামসউদ্দীন হাওলাদার (এটা ছদ্ম নাম)
২| ০৫ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: বিনম্র শ্রদ্ধা সাম্যের কবি। একট নজরুল আর আসলো না ।
০৫ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৪৮
মাকার মাহিতা বলেছেন: নজরুল আর আসিবে না!
কিন্তু তাহার লেখনীর মাঝে তাহাকেই খুজে পাওয়া যাবে, তাছাড়াও অনেক তথ্য রহিয়াছে যদি পুরো নজরুল পড়া থাকে কারো!
৩| ০৫ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:০১
জগতারন বলেছেন:
কবি দুঃখ মিঞা-এর আমার শ্রদ্ধা জানাই।
মাকার মাহিতা, মনে হয় নতুন এই ব্লগে।
এই কবির প্রতি অভিন্দন ও সুভেচ্ছা রইল।
০৫ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৫০
মাকার মাহিতা বলেছেন:
ধন্যবাদ।
উপরে সামু’র পরিসংখ্যান রহিল!
©somewhere in net ltd.
১| ০৫ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৩:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে। আপনার নাম কী সামসউদ্দিন?