নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের সকল কথাগুলো যদি আরও গুছিয়ে লেখতে পারতাম...

মাকার মাহিতা

কবি হবো...

মাকার মাহিতা › বিস্তারিত পোস্টঃ

কোলকাতা টু আগ্রা (উত্তর প্রদেশ) - কিভাবে যাব সহজে?

২৬ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:২৭




১। ভূমিকাঃ
কভিড মহামারীরর আগে আগ্রা গিয়ে শুক্রবার থাকার দরুন তাজমহল ঢুকতে পারি নাই। বাহিরে উকিঝুকি মেরেই তাজমহল দেখা এবং নদীর ওপারে যেয়ে দুর থেকে তাজমহল দেখে সেদিন ই দিল্লি আসতে হয়েছিল কারন পরদিন সকালে বাজেট টিকেট কাটা ছিল।

২। ভারতীয় ভিসা আবেদনঃ
কভিড মহামারীর পর তিন বছর কেটে গেল। অর্থনৈতিক সংকটের কারনে ভিসা করার যোগ্যতা ও সামর্থ্য না থাকার দুরুন ঈদের আগে আইভেক গিয়ে ভিসা জমা দেই। টেনটেটিভ ডেলিভারী ডেট ২৮ মে। জানি না পাব কি না ভিসা।

৩। ঢাকা থেকে দর্শনাঃ
ঢাকা থেকে ট্রেনে দর্শনা যাব সেটা খুলনার বা বেনাপোলের যে কোন একটা ট্রেনে যাব বলে চিন্তা করছি। যদি আপনাদের কোন সহজ মতামত থাকে তবে দিতে পারেন।

৪। দর্শনা থেকে গেদে হয়ে কোলকাতাঃ
দর্শনা হয়ে গেদে হয়ে কোলকাতায় কম খরচে যাব কোলকাতা।

৫। কোলকাতা থেকে আগ্রা কম খরচে ও সহজে যাব কিভাবেঃ
কোলকাতা থেকে ট্রেনে যাবার চিন্তা করছি। সেটার সহজ উপায় যদি আপনারা বলতেন তবে অনেক উপকৃত হতাম।

ধন্যবাদ।


মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:৫২

শেরজা তপন বলেছেন: আপনি ফেসবুকে 'বাঙ্গালীর বেড়ানো' গ্রুপে ঢু দিতে পারেন।
এখানে মনে হয়না তেমন কেউ আপনাকে হেল্পাইতে পারবে।

২৬ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:৪৬

মাকার মাহিতা বলেছেন: ফেসবুকেই ঢু মারতে হবে।
ধন্যবাদ প্রিয় ব্লগার শেরজা তপন।
শুভকামনা রইলো।

২| ২৬ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:০৮

আমি সাজিদ বলেছেন: ব্লগের বোকা মানুষ বলতে চায় ভাইয়ের ভারত ভ্রমনের অনেকগুলো পোস্ট আছে। পড়ে দেখেন, কাজে লাগতে পারে।

২৬ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:৪৭

মাকার মাহিতা বলেছেন: বোকা মানুষ বলতে চায় উনার ব্লগেই পেলাম অনেক তথ্য। ধন্যবাদ-আমি সাজিদ।
পুন্চশ: সাজিদ আমার সর্ব কনিষ্ট ভাগ্নের নাম।

৩| ২৬ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:৩৭

রাজীব নুর বলেছেন: এ বিষয়ে আপনি সহজ সমধান পাবেন ইউটউবে।

২৬ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:৪৭

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ রাজীব নুর।

৪| ২৬ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:৪২

শায়মা বলেছেন: ভ্রমনের কিছু পেইজ আছে ফেসবুকে। তারা বেশি হেল্প করতে পারবে।

২৬ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:৪৮

মাকার মাহিতা বলেছেন: শায়মাপু।
ধন্যবাদ আপনাকে।
শুভকমনা সবসময়।

৫| ২৬ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:৪৯

শায়মা বলেছেন: তুমি মনে হয় আজকাল অনেক অনিয়মিত হয়ে পড়েছো ভাইয়ু!

অনেক ব্যস্ত হয়ে গেছো!

সবাই ব্যস্ত আজকাল।

আমিও :(

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১৭

মাকার মাহিতা বলেছেন: ঠিকই বলেছেন - শায়মা

৬| ২৭ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:০০

বিটপি বলেছেন: দর্শনা থেকে গেদে কিভাবে যাবেন?

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১৭

মাকার মাহিতা বলেছেন: পদব্রজে যাওয়া যায় নাকি শুনেছিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.