নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের সকল কথাগুলো যদি আরও গুছিয়ে লেখতে পারতাম...

মাকার মাহিতা

কবি হবো...

মাকার মাহিতা › বিস্তারিত পোস্টঃ

মানুষের মন টাকায় চিনে

২৬ শে নভেম্বর, ২০২২ রাত ৯:৩২

সময় একটি বড় শিক্ষক
যখন আমার ছিল অঢেল টাকা পয়সার
আনাগোনা, তখন আনাগোনা ছিল অনেক মানুষের!
আমি করোনায় বিধ্বস্থ হয়ে যখন, সবগুলো লাইন ব্লক
এখন, আগের মতো কেউ আর খোজ নেয় না।
হটাসেএপ, মেসেনন্জার গ্রুপে সবাই আমার মেসেজ সিন করে
কিন্তু অন্য যারা অবস্থা ভালো তাদের মেসেজ রিপ্লাই হয়
কিন্তু আমারটা না।
আগে আমি যখন টাকা দিতে পারতাম
অথবা ব্যাডমিন্টন খেলার স্পন্সর করতে পারতাম
তখন অনেকে খুজ নিত।
তাই বলি, টাকাই যদি হয় সব
তবে, এমন কেন?
সত্যিই মানুষ টাকার পাগল
হায়রে টাকা।
ধরা দেও আমায় আবার!!!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: বাস্তবধর্মী কবিতা।

০৫ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৩৫

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ রাজীব নুর।
ধারারাহিক ব্লগে আপনি থাকেন। এই জন্যে অনেক অনেক ইনকারেজ করছি।
ভালো থাকবেন সবসময়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.