নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

আজ যদি খালেদা জিয়া পালিয়ে যেতেন…

১৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:১৬


১. কল্পনা করুন...
৫ই আগস্ট ফ্যাসিস্ট খালেদা জিয়া তার গৃহকর্মী ফাতেমা সহ হেলিকপ্টারে করে সৌদি আরব পালিয়ে যাওয়ার পর ঢাকা শহরে তুমুল উল্লাস হয়। বিভিন্ন জায়গায় জিয়ার ম্যূরাল ভাঙা হয়। খালেদা জিয়ার বাড়ি ফিরোজা-তে অগ্নি সংযোগ করা হয়। গৃহবন্দী শেখ হাসিনাকে মুক্তি দেয়া হয়। বিএনপি’র প্রায় সব এমপি মন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে…

২. এই পর্যন্ত সবই ঠিক আছে। কিন্তু এর পর কী হতে পারত চলুন তা চিন্তা করি…
তত্ত্বাবধায়ক সরকারের কাছে ছাত্ররা দাবি করল বিএনপি-কে নিষিদ্ধ করতে হবে। ওবায়দুল কাদেরের কাছে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, অবশ্যই বিএনপি-কে নিষিদ্ধ করতে হবে। জনগণ সেটাই চায়। প্রতিটা নেতা টক শোতে খালেদার বিচার আর বিএনপি’র নিষিদ্ধের পক্ষে কথা বলত। শেখ হাসিনা ঘোষণা দিত, ক্ষমতায় গিয়েই বিএনপি-র নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করে দিবে...

৩. অথচ...
১৬ বছর দৌড়ানি খেয়েও বিএনপি এখন আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে না। এত নেতা কর্মী, গুম, খুন হওয়ার পরও আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে চায়। আওয়ামী লীগ এক সুযোগ পেয়েই বিএনপি ক্ষমতায় যাতে কোনদিন না আসে সে ব্যবস্থা করেছিল বিভিন্ন সিস্টেমে। ২য় বার সুযোগ পেলে বিএনপি-কে তাদের কথা মত 'মুসলীম লীগ' বানিয়ে দিবে। জুলাই বিপ্লব না হলে ২০২৯ পর্যন্ত মির্জা আব্বাস, দুদুরা পল্টনে থাকত। সালাউদ্দিন এখনও ভারতে থাকত। আর বিএনপি এখনও সেই আওয়ামী লীগ প্রশ্নে কোন কিছু বলছে না। সব দায় শুধুই ছাত্রদের। তারাই শুধু বলছে নিষিদ্ধ করার কথা…

৪. বিএনপি কি বোঝে না এই আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিলেই আবার বিএনপি-র প্রতি প্রতিশোধ নিবে। এমনকি বিএনপি ক্ষমতায় গেলে তাদের ভাল মত কাজও করতে দিবে না। হরতাল, অবরোধ দিয়ে ক্ষমতা থেকে নামিয়ে দিবে। প্রশাসন, পুলিশ, আর্মিতে বিশাল সংখ্যক আওয়ামী সমর্থক রয়ে গিয়েছে। ফেসবুক দেখলে বোঝা যায় এদের মধ্যে কোন অনুশোচনা নেই, বরং অপেক্ষায় আছে প্রতিশোধ নেয়ার জন্য…

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:২৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ক্ষমতার জন্য এখন বিএনপিও আম্লিগের মতো আচরণ করছে।

১৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এদের যে এত লোভ সেটা ১৬ বছরে দেখালে তো আওয়ামী লীগের পতন আরো আগে হত...

২| ১৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৫০

আলমগীর সরকার লিটন বলেছেন: আমার এক ভাই এদের কে ছাগলের দল বলে এখন বুঝতেছি কেনো বলে

১৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এদের জন্য শেখ হাসিনাই ভাল ছিল। এরা ক্ষমতায় আসলে ছাত্রলীগকেই সামলাতে পারবে না...

৩| ১৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৫১

এ পথের পথিক বলেছেন: ১৬ বছরে একটা বালুর ট্রাক সরাতে না বি দল আপাতত নির্বাচন ছাড়া কিছু চোখে দেখে না, কিছু খায় না । তারা চায় আম্লিকের পুর্নবাসন । অথচ বিগত বছরগুলাতে তাদের কর্মিদের ওপরে আম্লিক কি পরিমাণ নির্যাতন করেছে তা ভুলে গেছে । বিদল আপাতত নির্বাচন চায়, কোন রকম একটা নির্বাচন, তারা ভুলে গেছে আম্লিক ওত পেতে বসে আছে ।

১৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শুধু তাই না, যাদের জন্য আজ তেনারা মুক্ত বাতাসে সেই ছাত্রদের অবদানকে প্রায় অস্বীকারই করছে তেনারা...

৪| ১৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৫৭

যামিনী সুধা বলেছেন:



শেখ হাসিনার সরকার পতন কি মির্জার দল করেছে যে, মির্জা সব কিছু আপনার ইচ্ছা মতো করবেন? মির্জাকে দেশের "এখনকার মালিক"এর নিয়ম মেনে কথা বলতে হচ্ছে!

এখন দেশ কার হাতে বলে আপনি মনে করেন?

১৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অন্তত ২ টা নির্বাচনে আওয়ামী লীগকে দূরে রাখার কথাও তো বলতে পারে...

৫| ১৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



এসব দেখলে মনে হয়, কিছু রাজনৈতিক নেতার মাথায় গণ্ডগোল আছে।

১৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দিন শেষে এরা লোভী। দেশের সেবা করতে এত উতলা - এটা কেউ বিশ্বাস করে না...

৬| ১৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৪৫

যামিনী সুধা বলেছেন:





এখন দেশ কার হাতে বলে আপনি মনে করেন?

১৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ড. ইউনুসের হাতে নেই বলতে চান?

৭| ১৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৫৭

যামিনী সুধা বলেছেন:



আপনি বলুন দেশ কার হাতে? ড: ইউনুসকে কাহারা নিযুক্ত করেছে?

১৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ছাত্ররা। আপনি যদি চাঁদগাজী, সোনাগাজী হন তাহলে আপনি বলবেন আমেরিকার কথা...

৮| ১৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:২৯

যামিনী সুধা বলেছেন:



এজন্য আপনাদের অনেকের রাজনৈতিক পোষ্ট পড়লে মনে হয় যে, লিলিপুটে আছি। কমপক্ষে ধরে নেন যে, মির্জাকে আমেরিকান দুতাবাস ও মিলিটারীর সাথে তাল মিলিয়ে রাজনীতি করতে হচ্ছে।

১৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি যা ভাবেন না তাই হয়। কেউই ভাবেনি শেখ হাসিনার পতন হবে। হয়ে গিয়েছে। পুরো দুনিয়াতেই 'ষড়যন্ত্র তত্ত্ব' নামে একটা বিষয় চালু আছে। কিছু সঠিক, কিছু কল্পনাতেই থেকে যায়। আমেরিকার খাইয়া দাইয়া কাজ নাই ইউক্রেন, রাশিয়া, চীন ফেলে বাংলাদেশের রাজনীতিতে নজর দিবে। আপনি কি দেখেননি নাহিদ, হাসনাত রা চ্যানেল ২৪-এ 'ড. ইউনুস ছাড়া কাউকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে মানব না' বলেছিল? অথচ তখন আর্মি চীফ অন্য প্ল্যান করছিলেন...

৯| ১৭ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৫৩

ঢাবিয়ান বলেছেন: বিগত ১৭ বছরে বিএনপির হাই কমান্ডের কেউ গুম , খুন, অপহরনের শিকার হয়নি এক ইলিয়াস আলী ছাড়া। মুলত তৃনমুল বিএনপি কর্মী ও সমর্থকেরা দমন, নীপিড়নের শিকার হয়েছে। আওয়ামিলিগ আমলেও বিএনপির হাই কমান্ড বহাল তবিয়তেই ছিল। বিএনপির খালেদা জিয়া , তারেক রহমান থেকে শুরু করে সব নেতারা ফুল টাইম রাজনীতিবিদ। কিন্তু সবাই সেই আওয়ামিলীগ আমলেও রাজার হালে ছিল। এরা সবাই কথায় কথায় সিঙ্গাপুর , লন্ডনে বেড়াতে যায় , চিকিৎসা করাতে যায়। তারেক রহমান লন্ডনের মত ব্যায়বহুল শহড়ে বিলাসবহুল লাইফ লীড করে। এদের সবার অর্থের উৎস কি? মির্জা ফখরুলকে তারেক রহমানের অর্থের উৎস জিজ্ঞাষা করায় উত্তর দিয়েছিলেন যে , দক্ষিন এশিয়ায় এসব প্রশ্ন করা নাকি উচিত নয়!! তারেক রহমানের অর্থের উৎস নাকি জনগন !!!!!!!! এইবার বাকিটাতো আমাদের বুঝে নিতে হবে। এই কারনেই বিএনপি সংস্কার চায় না , লীগের অপকর্মের বিচারও চায় না। সংস্কার হলে যে কোন সময় তারাও ধরা খাবে।

পিনাকি ভট্টাচার্যতো বিএনপির মর্জা ফখরুল, মির্জা আব্বাস ও সালাউদ্দিন আহমেদের অতীত ইতিহাস ও বর্তমান কর্মকান্ডের দফারফা করে দিয়েছেন। তার ভিডিওগুলো জনগনের উচিৎ পারায় পারায় , জেলায় জেলায় বড় বড় টিভি স্ক্রীনে দেখানোর ব্যবস্থা করা। জুলাই বিপ্লবের বিশ্বাসঘাতকদের চিনে রাখা দরকার জনগনের।

১৮ ই এপ্রিল, ২০২৫ সকাল ১১:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আওয়ামী লীগ প্রশ্নে আমতা আমতাতেই বোঝা যায় কত টাকার ভাগ এরা মিলে মিশে খেয়েছে এই জীবনে...

১০| ১৭ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৫৬

যামিনী সুধা বলেছেন:




আপী বলেছেন, "আপনি কি দেখেননি নাহিদ, হাসনাত রা চ্যানেল ২৪-এ 'ড. ইউনুস ছাড়া কাউকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে মানব না' বলেছিল? অথচ তখন আর্মি চীফ অন্য প্ল্যান করছিলেন... "

-আপনিও দেখেছেন, আমিও দেখেছি; সমস্যা হলো আপনি আমার থেকে বেশী বুঝেছেন।

১৮ ই এপ্রিল, ২০২৫ সকাল ১১:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ...

১১| ১৭ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৩৮

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: একটি রাজনৈতিক দলের উদ্ভবই ঘটে রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনের লক্ষ্যে। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য দলটি তার রাজনৈতিক এজেন্ডা নিয়ে মাঠে নামে, আর এজন্য তাকে অন্যান্য রাজনৈতিক শক্তির মধ্য থেকে প্রতিপক্ষ বা শত্রু চিহ্নিত করতে হয়। বিএনপির ক্ষেত্রে, এর প্রকৃত প্রতিপক্ষ কখনই জাতীয় পার্টি, জামাত বা এনসিপি নয়— বরং আওয়ামী লীগ। আসলে বিএনপির রাজনীতির জন্য আওয়ামী লীগ যেমন অপরিহার্য, তেমনি আওয়ামী লীগের জন্যও বিএনপির অস্তিত্ব প্রয়োজন। এই দ্বন্দ্ব ও প্রতিদ্বন্দ্বিতাই উভয় দলের রাজনৈতিক প্রাসঙ্গিকতা বজায় রাখে। এজন্যই বিএনপি রাজনীতির মাঠে আওয়ামী লীগকে চায়—কারণ একে অপরের বিরোধিতা ছাড়া উভয়েরই রাজনৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়বে।

১৮ ই এপ্রিল, ২০২৫ সকাল ১১:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেক বড় বড় দল হারিয়ে গিয়েছে রাজনৈতিক ব্যর্থতার কারণে। আওয়ামী লীগ না থাকলে বিকল্প দাঁড়িয়ে যাবে...

১২| ১৭ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৫০

কামাল১৮ বলেছেন: ইতিহাস ঘুরে ফিরে আসে।কার যে কখন পালাতে হবে কেউ জানে না।

১৮ ই এপ্রিল, ২০২৫ সকাল ১১:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইতিহাস থেকে শিক্ষা না নিলে একই পরিণতি হবে...

১৩| ১৮ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:০৪

নতুন নকিব বলেছেন:



বিএনপির নরম অবস্থান রাজনৈতিক আত্মঘাতী। ইতিহাস প্রমাণ করে, আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রের খেলায় ন্যায্য প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপিকে মেনে নেবে না। বিএনপিকে এখনই কঠোর কৌশল নিতে হবে, নইলে ভবিষ্যত প্রজন্মের কাছে তারা 'আত্মসমর্পণকারী দল' হিসেবেই পরিচিত হবে।

সংক্ষেপে বললে, "রাজনীতিতে নরম মনোভাব বিপজ্জনক। বিএনপিকে এখনই স্পষ্ট অবস্থান নিতে হবে!"

১৮ ই এপ্রিল, ২০২৫ সকাল ১১:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত। ২০০৬ সালের ভুলের কারণে ১৬ বছর স্বৈরাচারের শাসন ছিল। খালেদা জিয়া নিজের পরিবারের সদস্য সহ সবাই ভুক্তভোগী। তবুও তারা কঠোর অবস্থান নিচ্ছে না আওয়ামী লীগের প্রতি। আবার আওয়ামী লীগ আসলে আবার মুক্তিযুদ্ধ, চেতনা এসব বিক্রি হবে। আরো লুটপাটের সুযোগ পাবে। বিএনপি'র কবর রচিত হবে। কারণ, তারা এখনো ক্ষমা চায়নি, মানে তারা বিশ্বাস করে জুলাই বিপ্লব ভুল ছিল...

১৪| ১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: হাসিনা কিন্তু পালিয়ে যায়নি।
বাংলাদেশ সেনাবাহিনী তাকে সসম্মানে হেলিকাপ্টারে উঠিয়ে দিয়েছে। কারন সেনাবাহিনি শেখ হাসিনাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তাই তারা হাসিনাকে ভারতে চলে যেতে বলেছেন। এজন্য দায়ী জামাত। এবং সেনাবাহিনীর ব্যর্থতা।

২০ শে এপ্রিল, ২০২৫ সকাল ১১:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আর্মি চীফ সেদিন শেখ হাসিনাকে পার না করে দিলে কী যে হত, ভেবে দেখেছেন কখনো?

১৫| ১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৫৩

রাজীব নুর বলেছেন: হাসিনা আসবেন। দেরী হোক, যায়নি সময়। সূর্যকে দাবিয়ে রাখা যায় না।

তারেক জিয়া এমনই ভীতু আজও দেশে ফিরে না।

২০ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১২:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হাসিনা আসবে জেল খাটার জন্য। তারেক জিয়া আসবে ক্ষমতায় বসার জন্য (যদি দল ভোটে জিতে)...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.