নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

মতিয়া চৌধুরী lucky! শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শেখ সেলিম, হাসানুল হক ইনু-রা ১০০ বছর বাঁচুক কামনা করি…

১৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:১৪



১. মৃত্যু হলেই ইহজগতের সব কিছু শেষ হয়ে যায়। মৃত্যু পরবর্তী জগতে ঐ ব্যক্তির কী অবস্থা হয় তা আমরা জানি না। আবার ঐ ব্যক্তিও দুনিয়ার কিছু আর জানতে পারেন না। কোন অপরাধী স্বাভাবিক মৃত্যুবরণ করলেই বরং তার জন্য সুবিধাজনক হয়ে যায়। কারণ, দীর্ঘদিন জেলে থাকা বা দিনের পর দিন বিচারের জন্য কাঠগড়ায় দাঁড়ানোটা মানুষের জন্য খুবই অপমানজনক…
২. বাংলাদেশের গড় আয়ু হিসাবে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু সহ ফ্যাসিবাদের দোসরদের প্রায় সবারই বয়স গড় আয়ু পেরিয়েছে। কিন্তু তেনারা কখনোই নিজেদের মৃত্যুর কথা ভাবেন নি। তেনারা কখনোই ভাবেননি নিজেদের ক্ষমতা ছাড়তে হবে। তেনারা কখনোই ভাবেননি শেখ হাসিনা থাকতে তেনারা কখনো পরাজিত হবেন। এমনই কঠিন এক ব্যবস্থা তেনারা তৈরি করেছিলেন আজীবন তেনাদের কিছুই করতে পারত না কেউ…
৩. কিন্তু আল্লাহর কী ইচ্ছা! তেনাদের জীবদ্দশাতেই আমাদের এমন এক পতন দেখালেন! আবারও প্রমাণিত হল জনতার শক্তির কাছে স্বৈরাচার কিছুই না। শেখ হাসিনা সবচেয়ে বেশী ঘৃণা করতেন যে দুজনকে সেই খালেদা জিয়া আর ড. ইউনুস এখনও জীবিত। আরও অপমানের বিষয় ড. ইউনুসই এখন ক্ষমতায়। হয়তো বা আমরা এ থেকে শিক্ষা নিব না। কিন্তু তাতে কী! আমাদের সময়কালের স্বৈরাচারের (যেহেতু এরশাদকে ছাড়িয়ে গিয়েছেন শেখ হাসিনা) পতন তো দেখে গেলাম। আরেক স্বৈরাচার যদি আসে বা যখন আসবে তখন আমরাও এই জগতের বাসিন্দা থাকব না। তাই আমাদের তাতে কিছুই যায় আসে না…
৪. স্বৈরাচারের দোসরদের গুটি কয়েকজন ছাড়া বেশিরভাগই পালিয়ে গিয়েছেন। শত শত কোটি টাকা পাচার করে নিজেদের জন্য নিশ্চিন্ত জীবন ঠিক করে রেখেছেন। কিন্তু আসলেই কী এটা জীবন? বিশ্বের যেখানেই থাকুক তেনারা ঘৃণার পাত্র হিসাবেই থাকবেন। তেনাদের পরিবারের সদস্যরা আর মাথা উঁচু করে কথা বলতে পারবে না। তেনারা যত বেশী বছর বাঁচবেন তত বেশী এটা উপলব্দি করবেন। এটাই তেনাদের দুনিয়াবি শাস্তি...

মন্তব্য ৩৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:২৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: এখন বেঁচে থাকাকালিন আরেক বার ভোট দেওয়ার আশা করতে পারছি।

১৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইনশা আল্লাহ...

২| ১৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪৩

রাসেল বলেছেন: তেনাদের অপমানবোধ !!!! হাসাইলেন জনাব । মানুষ স্রষ্টার শ্রেষ্ঠ জীব, তবে তার আচরণের কারণে নিকৃষ্ট জীবে পরিণত হয় ।

১৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পোস্ট দেয়ার সময়ও ভাবছিলাম, তেনারা কি আদৌ মানুষের পর্যায়ে ছিলেন???

৩| ১৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৪৩

সোনাগাজী বলেছেন:



দেশের ৫৩ বছর সময়ে, মুক্তিযোদ্ধা মতিয়া ছিলেন একমাত্র সৎ ও দক্ষ রাজনীতিবিদ; উনি আরও বেঁচে থাকলে ভালো হতো; উনার পরলোক গমণকে "লাকী" বলা ভুল হচ্ছে! উনার অনুসারী ১০/১২ কোটী মানুষ এখন দেশে আছেন।

১৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি বাস্তবতা থেকে দূরে আছেন...

৪| ১৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:০৯

শাহিন-৯৯ বলেছেন: সোনাগাজী বলেছেন- দেশের ৫৩ বছর সময়ে, মুক্তিযোদ্ধা মতিয়া ছিলেন একমাত্র সৎ ও দক্ষ রাজনীতিবিদ; উনি আরও বেঁচে থাকলে ভালো হতো; উনার পরলোক গমণকে "লাকী" বলা ভুল হচ্ছে! উনার অনুসারী ১০/১২ কোটী মানুষ এখন দেশে আছেন। বলি-আমিন। এটা কি ঘুমের মধ্যে থেকে স্বপ্নে করা জরিপ? উনি জীবিত থাকতে উনার আসনের সংসদ নির্বাচনে এক কেন্দ্রে ১১০% ভোট পড়েছিল পরে ঠিকঠাক করা হয়। এতো সত রাজনীতিবিদ সত্যিই বিরল।

১৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সোনাগাজী ভাই দেশ থেকেও দূরে, বাস্তবতা থেকেও দূরে...

৫| ১৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:১১

শাহিন-৯৯ বলেছেন:

আমি চাই আল্লাহ যে খুনি হাসিনাকে যেন আগামী নির্বাচন পর্যন্ত বাঁচিয়ে রাখেন যেন দেখে যেতে পারেন নির্বাচন কিভাবে আনন্দমূখর করা যায়।

১৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত...

৬| ১৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২১

সোনাগাজী বলেছেন:



@শাহিন-৯৯ ,

উনি আপনার মতো রাজনীতিবিদ ছিলেন না।

১৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পরপর ৩ বার নিজেদের তৈরি করা সিস্টেমে নির্বাচিত হয়েছেন তিনি। এ ধরনের সিস্টেমের যারা অংশ ছিলেন তেনারা সৎ হতে পারেন না...

৭| ১৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৩৬

ঢাবিয়ান বলেছেন: ব্লগার সোনাগাজী ব্লগে চরম মাত্রার মিথ্যাচার ছড়ানোর কাজে লিপ্ত। এই কাজের জন্য হয়ত তিনি ডলারে পেমেন্ট পান কিন্ত আমাদের মত ব্লগারদের জন্য এই মিথ্য্যাবাদীকে সহ্য করা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। ব্লগে এখন ভাল লেখা খুবই কম আসে। সুলেখকেরা সব ব্লগ বিমুখ হয়ে যাচ্ছে। ব্লগ এখন মিথ্যাচার, অপপ্রচার ছড়ানোর প্রপাগান্ডা মেশিনে পরিনত হয়েছে।

১৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: freedom of speech!

৮| ১৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৪৯

সোনাগাজী বলেছেন:



@ঢাবিয়ান,

আমাকে শেখ হাসিনা অনেক ডলার ও রূপী পাঠাচ্ছেন ভারত থেকে; আপনি যদি আমার বিপক্ষে লেখা বন্ধ করেন, আমি ২/১ মিলিয়ন আপনাকে দিতে পারি; জানাবেন কিন্তু। ঢাকা ইউনিভার্সিটিকে চা-সিংগারা ইউনিভার্সিটি নাম দেয়া হয়েছে।

১৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মনের খোরাকের জন্য ব্লগ লিখি। আমাদের লেখা তেনাদের কাছে পৌঁছায় না...

৯| ১৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৪৯

শাহিন-৯৯ বলেছেন: সোনাগাজী বলেছেন:@শাহিন-৯৯ ,
উনি আপনার মতো রাজনীতিবিদ ছিলেন না। আমি রাজনীতিবিদ নই, উনি আসলে খুব ভাল রাজনীতিবিদ ছিল, মুজিবের চামড়া দিয়ে ডুগডুগিয়ে বানাতে চাওয়া মতিয়া তাঁর মেয়ের ছায়াতলে ক্ষমতার লোভে!!

১৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পরপর ৩ বার নিজেদের তৈরি করা সিস্টেমে নির্বাচিত হয়েছেন তিনি। এ ধরনের সিস্টেমের যারা অংশ ছিলেন তেনারা সৎ হতে পারেন না...

১০| ১৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫২

সাড়ে চুয়াত্তর বলেছেন: 'অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে'।

মতিয়া চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনার কোন সমালোচনা কোন দিন করেননি। ইহার দ্বারা বোঝা যায় শেখ হাসিনার অন্যায় কাজে ওনার মৌন সমর্থন ছিল। ২০১৮ সালে কোটা আন্দোলনকারীদের নিয়ে খারাপ কথা উনি বলেছেন। এটাও ওনার মত নেত্রীর কাছে থেকে আশা করা যায় না।

১৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পরপর ৩ বার নিজেদের তৈরি করা সিস্টেমে নির্বাচিত হয়েছেন তিনি। এ ধরনের সিস্টেমের যারা অংশ ছিলেন তেনারা সৎ হতে পারেন না...

১১| ১৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০২

সোনাগাজী বলেছেন:




আপনারা যারা মতিয়াকে নিয়ে বড় বড় বাতাসী মন্তব্য করছেন, তাঁদের সবার লেখা আমি ব্লগে পড়ে আসছি দীর্ঘ সময় ধরে; রিলাক্স করেন।

১৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পরপর ৩ বার নিজেদের তৈরি করা সিস্টেমে নির্বাচিত হয়েছেন মতিয়া চৌধুরী। তিনি কাজে সৎ হলেও অসৎ সিস্টেমের সমর্থনকারি। এ ধরনের সিস্টেমের যারা অংশ ছিলেন তেনাদের নিয়ে বাকী জীবন ভাল কথা শুনতে পাবেন না...

১২| ১৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৩৪

কথামৃত বলেছেন: আমি স্বৈরাচারীদের খুব ঘৃণা করি

১৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: স্বৈরাচারদের কেউ ভালবাসে না...

১৩| ১৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৫৪

সোনাগাজী বলেছেন:




আমি ভাবছিলাম, কোমলমতিদের লেজে আগুনটা মতিয়া চৌধুরী ধরাবেন শুরুতে।

১৯ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হাসিনা পালানোর পর সব নেতা কর্মীর নৈতিক অধিকার শেষ হয়ে গিয়েছে...

১৪| ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:১৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: স্বৈরাচারীদের যে কাউকেই ঘৃনা করি। সাথে তাদের চামচাদেরও।

১৯ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ...

১৫| ১৯ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আপনিও এই সব দেখার জন্য ১২০ বছর বেঁচে থাকুন।
শুভ কামনা সব সময়।

১৯ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ। আর্জেন্টিনার বিশ্বকাপ আর হাসিনার পতন দেখার পর খেলা আর রাজনীতি নিয়ে তেমন চাওয়া পাওয়া নেই। তবে বোনাস হিসেবে আপনার আর সোনাগাজীর কষ্ট এনজয় করছি...

১৬| ১৯ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:৪৬

উদাসীন মেঘ ১২১৯ বলেছেন: শেখ হাসিনার সবচে বড়ো অপরাধ হলো নির্বাচন ব্যবস্থা ধ্বংশ করে দিয়ে মানুষের ভোটাধিকার ছিনিয়ে নেয়া। এর ফলে রাষ্ট্র আর রাষ্ট থাকতে পারেনি, হয়ে গেছে দলীয় এবং ব্যক্তিগত সম্পত্তি। নাগরিক আর নাগরিক থাকতে পারেনি, হয়ে গেছে ক্ষমতাসীনদের ভৃত্যু। রাষ্ট্রের সঙ্গে নাগরিকের সম্পর্ক হয়ে গেছে রাজা আর প্রজার সম্পর্ক।

মতিয়া চৌধুরীরা ব্যক্তিগত ভাবে যতোই সৎ থাকুন না কেন, রাস্ট্রে কর্তৃক নাগরিকের ভোটাধিকার ছিনতাইয়ের মতো দুর্বৃত্তপনাকে সমর্থন করে গেছেন। বিনা ভোটের এমপি-মন্ত্রী হয়ে রাষ্ট্রীয় সুযোগ, সুবিধা গ্রহণ করেছেন। অপ্রতিরোধ্য দুর্নীতি আর লক্ষ কোটি টাকা পাচারকে নীরবে সমর্থন করে গেছেন। শুধু মতিয়া চৌধুরী নন, এই দায় তোফায়েল আহমেদদেরও নিতে হবে। নিতে হবে আওয়ামিলীগের প্রতিটি সক্রিয়-নিস্ক্রিয় সদস্যকে। যারা শেখ হাসিনাকে কখনো থামানোর বিন্দুমাত্র চেষ্টা করেননি। সময় অবশ্যই সবাইকেই তার নিজ নিজ পাওনা বুঝিয়ে দিবে।

১৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যথার্থ বলেছেন...

১৭| ১৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ইতিহাস থেকে আসলে কেউ শিক্ষা নেয় না। শেখ হাসিনা গোয়ার্তমি না করলে হয়তো এ যাত্রায় টিকে যেতেন। বেশি বাড় বাড়লে শেষে এমন পরিণতিই হয়। দুঃখজনক ব্যাপার হচ্ছে, তার পতনের পর আরেকটা শ্রেণি একই রকম আচরণ শুরু করেছে। এদেরও নিশ্চয়ই পতন হবে। এরপর যারা আসবে তারা একই কাজ করবে। কেউ ভালো হবে না।

২০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিএনপি-জামায়াতের যা আচরণ পর্যবেক্ষণ করছি, তাতে মনে হচ্ছে ক্ষমতায় গিয়ে তেনারা আবার পুরোনো ফর্মে ফেরত যাবেন। যদিও মাত্রায় কম হতে পারে শেখ হাসিনার কথা মাথায় রেখে...

১৮| ২০ শে অক্টোবর, ২০২৪ রাত ১:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আমার কোন কষ্ট নেই।
আমি এক জন সুখী মানুষ।
আমার যোগ্যতার চেয়ে অনেক বেশী পেয়েছি।
আপনার জন্য শুভ কামনা । ভালো থাকবেন সব সময়।

২০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনাকেও ধন্যবাদ ও শুভ কামনা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.