নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংক্ষেপে নিজের সম্পর্কে মূল্যায়নঃ ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্জের মত স্বপ্ন দেখে যাই। স্বপ্ন দেখি আকাশ ছুবো, মেঘের ভেলায় উড়ে যাব, নিজের রঙে রাঙ্গিয়ে দিব, সত্য ও সুন্দরের আলো ফোটাবো। জানিনা পারব কি ব্যর্থ হবো। চেষ্টা তবু করেই যাবো।
মনি কিশোর স্পষ্টতই সনাতন ধর্ম ফলো করেছেন জীবনের শেষ সময়ে। নব্বই দশকরে শুরুতে তিনি তার প্রেমিকাকে বিয়ে করার জন্য ধর্মান্তরিত হতে বাধ্য হন। তার সেই ঘরে একটি মেয়ে ছিল। ২০০৫ সালের শেষের দিকে তার স্ত্রী তাকে ছেড়ে দেয়। যার জন্য ধর্ম পরিবর্তন করেছিলেন, সেই স্ত্রী তার সন্তানকে নিয়ে আমরিকা পারি দেয়। জীবনের শেষ দেড় যুগ একাকী জীবন পার করেন মণি কিশোর। তিনি তখন তার নিজ ধর্ম অনুসরণ করতেন। এটা তার রিসেন্ট ছবিগুলোতে প্রমাণ পাওয়া যায়, তিনি তুলসির মালা পরতেন, হাতে লাল সুতো পরিধান করতেন।
এখন নিউজে খবর প্রচার করেছে যে তার মেয়ে ফোন করে বলেছে তার বাবার শেষ ইচ্ছা ছিল তাকে যেন দাফন করা হয়। এটা কতটা হাস্যকর দাবী চিন্তা করুন। যারা কোন দিন খোঁজ রাখে নি, মারা যাওয়ার পাঁচ দিন পরে যার মৃতদেহ উদ্ধার করে ভাড়া বাড়ীর মালিক সেই লোকটি নাকি মৃত্যুর পূর্বে শেষ ইচ্ছা জানিয়ে গেছেন তার মেয়েকে !!!
মিডিয়া এই খবর প্রচার করার পরে এখন শুনছি তার মৃতদেহ নাকি কবর দেয়ার জন্য দেয়া হবে!
যাইহোক, একটা কথা আছে "দেহ পাবি কিন্তু মন পাবি না", এখানেও ঘটনাটি সেরকম হয়ে গেল। যিনি মণি কিশোর (আত্মা), তিনি দেহটিতে থাকা কালীন সনাতন ধর্ম পালন করতো। এখন ছেড়ে যাওয়া দেহটি নিয়ে মিথ্যাচার করে কবর দিলেই তো আর সব উল্টে যাবে না। তার আত্মার মুক্তি তার কর্মে হবে, তার দেহ কি করলো বা না করলো ওতে কিছু যাবে আসবে না।
ঈশ্বর কাউকে যেন এমন মিথ্যা ভালোবাসায় না ফাঁসায়, যে ভালোবাসার জন্য নিজের সব ত্যাগ করতে হয় আর শেষ সময়ে প্রবঞ্চনার শিকার হতে হয়!!
ভালো থাকবেন প্রিয় মণি কিশোর, আপনার দেহটিকে তারা নিয়েছে, কিন্তু আপনাকে নিতে পারে নি।
২০ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:১০
অতনু কুমার সেন বলেছেন: কমেন্ট করার আগে ছবিটা চেক করেন!! গলায় তুলসির মেলা আছে। মা এবং মেয়ে তার শেষ সময় কোন খোঁজ খবর নেয়নি
২| ২০ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:১৯
সোনাগাজী বলেছেন:
আপনি তুলসীর মালার দর্শক, উনার মেয়ে হচ্ছে উনার ভালোবাসার আবেগ; এটাই মেয়ে ও আপনার মাঝে পার্থক্য।
২০ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৩
অতনু কুমার সেন বলেছেন: এর মানে উনার কোন স্বাধীনতা নাই, জীবন তার ছিল শেষ কার্য কিভাবে শেষ করা হবে সেটা তার মেয়ের উপরে ডিপেন্ড করবে ? যে তার কোন সময় খোঁজ খবর নেয়নি।
একটু ফ্রিডমলি চিন্তা করতে শিখুন। সে একজন মানুষ ছিল
আপনি কে? আপনাকে আমি ২০১২ সাল থেকে চিনি আমিও একজন পুরান ব্লগার ফালতু স্ক্যাম কমেন্ট করতে আসবেন না
৩| ২০ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২০
নতুন বলেছেন: তার মেয়ে ফোন করে বলেছে তার বাবার শেষ ইচ্ছা ছিল তাকে যেন দাফন করা হয়। এটা কতটা হাস্যকর দাবী চিন্তা করুন।
মেয়ে যদি দাবী করে বাবা তাকে বলেছিলেন, তবে সেখানেই কাহিনি শেষ।
আর উনি যদি ধমান্তরিত হয়েই বিয়ে করে থাকেন তবে তিনি আসল কোন ধর্মই মানেন না। উনার ধর্ম লোক দেখানো মাত্র।
তারপরে উনি যদি ধমান্তরিত হয়েই থাকেন তবে দেশের আইন অনুযায়ী তিনি ধর্ম পরিবর্তন করেছেন।
এখানে কেন ধর্ম নিয়ে রাজনিতির চেস্টা করছেন?
২০ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩০
অতনু কুমার সেন বলেছেন: এর মানে উনার কোন স্বাধীনতা নাই, জীবন তার ছিল শেষ কার্য কিভাবে শেষ করা হবে সেটা তার মেয়ের উপরে ডিপেন্ড করবে ? যে তার কোন সময় খোঁজ খবর নেয়নি। ইট'স সো আনফেয়ার !!
৪| ২০ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩২
এ পথের পথিক বলেছেন: হয়ত আপনার কোন কাজ কাম নাই । হুদাই একটা বিদ্বেষী ঝামেলা করার চেষ্টা করছেন ।
এখানে কেন ধর্ম নিয়ে রাজনিতির চেস্টা করছেন? ২
২০ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৭
অতনু কুমার সেন বলেছেন: আমার কাজকর্ম আছে না নাই গুগলে আমার নাম সার্চ করে দেখিস ইংলিশ এবং বাংলায় তাইলে তার উত্তর পাবি।
তোদের মতন নামহীন ব্লগারদের জন্য এখন আর সামু ইউজ করিনা। সামুর মোডারেটর উচিত সবার নাম ভেরিফাইড করা এটলিস্ট।
৫| ২০ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৪
জুল ভার্ন বলেছেন: সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য এই পোস্ট।
২০ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৪০
অতনু কুমার সেন বলেছেন: ভাই আমি এখানে সাম্প্রদায়িকতা নষ্ট করলাম কই? আমি জাস্ট একজন মানুষের অধিকার নিয়ে বলছি তাকে মানুষ হিসেবে দেখার কথা বলছি। সে নিজে যেভাবে বিশ্বাস করতো ওই অ্যাঙ্গেল দিয়া তাকে বোঝার চেষ্টা করছি মাত্র।
৬| ২০ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫
শায়মা বলেছেন: কষ্টকর!
২০ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৪২
অতনু কুমার সেন বলেছেন: আমার কিশোর জীবন এর শুরু হয়েছিল এই গায়কের গান দিয়েই !!
৭| ২০ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫০
আজব লিংকন বলেছেন: যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শীর ঘুম নাই।।
৮| ২০ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:০৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: এ নিয়ে আর টেনশন নিয়েন না।
২০ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৮
অতনু কুমার সেন বলেছেন: ভাই, একজন মানুষের শেষ বেলায়ও তার সঙ্গে ফাজলামি করা হচ্ছে। মানুষ হিসেবে তার ইচ্ছার কোন দাম নেই!! বিষয়টা সত্যিই হাস্যকর।
৯| ২০ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৪৪
কামাল১৮ বলেছেন: মেয়ে চায় বাবা বেহেস্তে যাক।তার চাওয়াটা খারাপ না।মনি বাবুর চাওয়া ছিলো বেচে থাকতে যখন সুখ পেলাম না মরে আর বেহেস্ত যেতে চাই না।
১০| ২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২৫
আব্দুল হাদী আল নাফী খান বলেছেন: যদি উনি ঈশ্বরে বিশ্বাস করে থাকেন, তবে মরে গিয়ে যার কাছে যাবার, তার কাছে চলে গিয়েছেন। উনার মৃতদেহ সৎকার যদি উনার আরাধ্য ঈশ্বরের নির্দেশনা অনুযায়ী না হয় এবং এটার জন্য উনি যদি দায়ী না থাকেন, তবে আশা করি সেই ঈশ্বর এত কৃপণ না যে এটা ক্ষমা করতে পারবেন না।
আর উনার পরিবারের সাথে উনার কী সম্পর্ক সেটা আমরা পুরোটা না জেনে বাইরে থেকে মন্তব্য না করাই ভালো।
©somewhere in net ltd.
১| ২০ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:০৬
সোনাগাজী বলেছেন:
উনাকে আপনি বেশী জানেন, নাকি উনার মেয়ে জানেন? অপ্রয়োজনীয় বাক্য ব্যয়ের আগে একটু চিন্তা করতে হয়।