নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংক্ষেপে নিজের সম্পর্কে মূল্যায়নঃ ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্জের মত স্বপ্ন দেখে যাই। স্বপ্ন দেখি আকাশ ছুবো, মেঘের ভেলায় উড়ে যাব, নিজের রঙে রাঙ্গিয়ে দিব, সত্য ও সুন্দরের আলো ফোটাবো। জানিনা পারব কি ব্যর্থ হবো। চেষ্টা তবু করেই যাবো।
তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না,
আমি বুঝেছিলাম সময় চাইছো;
তুমি বলেছিলে "আকাশে কী মেঘ করেছে দেখো?",
আমি বুঝেছিলাম তোমার মন খারাপ।
তুমি বলেছিলে "চুলে জট বেধেছে";
আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছো।
তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারান্দায় থাকবে;
আমি বুঝেছিলাম সাক্ষাত চাও।
তুমি বলেছিলে,অন্ধকারে আমার বড্ড ভয়;
আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে;
তুমি বলেছিলে সমুদ্রে যাবে;
আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছো।
তুমি বলেছিলে নীল প্রিয় রঙ,
আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে;
তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে,
আমি বুঝেছিলাম চুমু খেতে চাইছো;
তুমি বলেছিলে অংক ভালো লাগেনা,
আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো;
তুমি বলেছিলে " আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে",
তুমি বলেছিলে,এই হুটহাট দেখা করা,অসময়ে ফোন করা আর তোমার ভালোলাগছেনা;
আমি বুঝে গিয়েছিলাম,বিচ্ছেদ চাইছো।
তারপর অলিখিত সাক্ষরে তুমি যখন ইনভিজিবল কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকে দিলে;
আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও।
এরপর সব বুঝে যখন আমি দার্শনিক,
সব মিটিয়ে তুমি যখন অন্য ঘরের শো-পিস,
একদিন আমাদের দেখা হলো তখন;
তুমি জিজ্ঞেস করেছিলে,"কেমন আছো?"
আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই
লেখা- স্বপ্নীল চক্রবর্তী
কবিতার নাম - "একটা তুমির গল্প"
কাব্যগ্রন্থ - "অন্তত কিছুক্ষণ বিষণ্ণ থাকুন"
নিবেদিত - হুমায়ূন ফরিদী স্যার।
১৮ ই জুলাই, ২০২৪ রাত ১১:০৪
অতনু কুমার সেন বলেছেন: হ্যাঁ দেখতে পেয়েছি
২| ১৪ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:১৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- অতনু বাবু একই কবিতা ২ বার পোস্ট হয়েছে। একটি মুছে দেন।
১৮ ই জুলাই, ২০২৪ রাত ১১:০৫
অতনু কুমার সেন বলেছেন: হ্যাঁ দেখতে পেয়েছি
৩| ১৫ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:১৪
শায়মা বলেছেন: খুবই কষ্টের একটি কবিতা। হুমায়ুন ফরিদীর আবৃতি শুনে আমি প্রথমে ভেবেছিলাম তারই লেখা।
১৮ ই জুলাই, ২০২৪ রাত ১১:০৬
অতনু কুমার সেন বলেছেন: হ্যাঁ! অসম্ভব সুন্দর কিন্তু কেমন যেন বেদনাময় মনে হয়!!
©somewhere in net ltd.
১| ১৪ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:০৩
মিরোরডডল বলেছেন:
কবিতাটা দুইবার পোষ্ট হয়েছে।