নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংক্ষেপে নিজের সম্পর্কে মূল্যায়নঃ ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্জের মত স্বপ্ন দেখে যাই। স্বপ্ন দেখি আকাশ ছুবো, মেঘের ভেলায় উড়ে যাব, নিজের রঙে রাঙ্গিয়ে দিব, সত্য ও সুন্দরের আলো ফোটাবো। জানিনা পারব কি ব্যর্থ হবো। চেষ্টা তবু করেই যাবো।
মৃত্যুর পরও ব্যাংকে আপনার টাকা রয়ে যায়। অথচ আমরা আমাদের জীবদ্দশায় খরচ করার জন্য প্রয়োজনীয় টাকা পাই না।
একজন চীনা বিত্তবান মারা গেলেন। ভদ্রলোকের বিধবা স্ত্রী ২০০ কোটি টাকার মালিক হয়ে তার মৃত স্বামীর ড্রাইভারকে বিয়ে করে ফেললেন
সদ্য বিবাহিত ড্রাইভার মনে মনে বললেন, এতদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করেছি। এখন দেখি আমার হৃদয়বান মালিকই আমার জন্য শ্রম দিয়ে গেছেন! নিরেট সত্যটি হচ্ছে-অধিক ধনবান হওয়ার চেয়ে দীর্ঘ্য জীবন লাভ করা বেশি জরুরি। তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ্য জীবন যাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবে গড়া উচিত। আমাদের জীবনের নানা ঘটনাতেই এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা যায়ঃ
* দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের ৭০% অব্যবহৃতই থেকে যায়।
* একটি মূল্যবান এবং দ্রুতগতি গাড়ির ৭০% গতির কোনো দরকারই হয় না।
* প্রাসাদতুল্য মহামূল্যবান অট্টালিকার ৭০% অংশে কেউ বসবাস করে না।
* কারো কারো এক আলমারি কাপড়-চোপড়ের বেশির ভাগ কোনদিনই পরা হয়ে উঠে না
* সারা জীবনের পরিশ্রমলব্ধ অর্থের ৭০% আসলে অপরের জন্যই। আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন, বছরে একবারও আপনার কবরে যেয়ে প্রার্থনা করার সময় তাদের হবে না। এমনকি বেচে থাকতেই আপনার অর্থের প্রাচুর্যে বেড়ে ওঠা মানুষগুলো আপনাকে বৃদ্ধাশ্রমে ছুড়ে আসতে পারে। তাই বেঁচে থাকতেই ১০০% এর সুরক্ষা এবং পূর্ণ সদ্ব্যবহার করাই শ্রেয়।
করণীয় কী?
# অসুস্থ না হলেও মেডিকেল চেকআপ করুন
বাকিটা কমেন্টে!
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:১৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: %
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: কিছু ক্ষেত্রে সত্য
ধন্যবাদ
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:২৬
শেরজা তপন বলেছেন: প্রত্যেকে আমরা পরের তরে...
হলেও হতে পারে, হয়তোবা, যদি হয় এই চিন্তা করে শুধু নিজেকে নিয়ে ভাবনা আসলে চরম স্বার্থপরতা ছাড়া অন্য কিছু নয়!
শারিরিক সুস্থ্যতা মুল্যবান নিঃসন্দেহে
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:১৩
সাগর শরীফ বলেছেন: নিজের জন্য আর কতটুকু লাগে। মানুষ উপার্জন নিজের জন্য যতটা না করে তার থেকে বেশী করে পরিবার আর পরবর্তী প্রজন্মের জন্য। বড় উদাহরণ আমাদের বাবারা। পরিবার যদি আপনাকে সঠিক মূল্য না দেয় বুঝবেন আপনার কোথাও ঘাটতি অবশ্যই আছে। আপনার কথা কিছু ক্ষেত্রে ঠিক, তবে অনেকটা স্বার্থপরতায় ঠাসা বলে মনে হল। আপনি নিশ্চই আপনার বউ ছেলেমেয়ে বাদ দিয়ে শুধু নিজের কথা ভাববেন না?!
৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৪৩
রাশিয়া বলেছেন: আমার মোবাইল ফোনের সাকুল্যে ৩০% অব্যবহৃত থাকে। এত বেশি ব্যবহার হয়, যে ২ বছরের বেশি টেকেনা।
আমার গাড়ির ৭০% গতি অব্যবহৃত থাকে সত্যি, কিন্তু প্রয়োজনে এই গতিই আমার অনেক সময় সেভ করে দেয়, অর্থমূল্যে তার বিচার করা যায়না।
আমার ১৫০০ স্কয়ার ফিটের ফ্ল্যাটের এমন কোন কোনাকাঞ্চি নেই, যা ব্যবহার হয়না।
আমাকে অন্যের জন্য ইনকাম করতে হয়, কারণ তাদের নিজের ইনকামের কোন সম্মানজনক ব্যবস্থা নেই। আমার উপার্জন আমার সন্তান খাবে - এঈ আশংকায় যদি বিয়েই না করি, তাহলে মানুষ হিসেবে জন্ম নেবার তো কোন অর্থ হয়না।
চীনা বিত্তশালীর স্ত্রী যদি তার ড্রাইভারকে বিয়ে করে থাকে, কোন দোষ করেনি, সে ঐ ড্রাইভারকেই তার দায়িত্ব নেবার উপযুক্ত মনে করেছে। ঐ চীনা বিত্তশালীরও কোন বোকামি দেখিনা, যেহেতু যখন যা প্রয়োজন ছিল, সে তা-ই করেছে।
৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২০
রাজীব নুর বলেছেন: আমি ভাই আদার ব্যপারী। এ বিষয়ে কিছু বলতে চাই না।
©somewhere in net ltd.
১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:১৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনার ব্ক্তব্য অযৌক্তিকই না অগ্রহণযোগ্য
সদ্ব্যবহার বলতে কি বোঝাতে চাইছেন?
মেডিকেল চেকআপটা দরকারী কথা।