নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্

অতনু কুমার সেন

সংক্ষেপে নিজের সম্পর্কে মূল্যায়নঃ ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্জের মত স্বপ্ন দেখে যাই। স্বপ্ন দেখি আকাশ ছুবো, মেঘের ভেলায় উড়ে যাব, নিজের রঙে রাঙ্গিয়ে দিব, সত্য ও সুন্দরের আলো ফোটাবো। জানিনা পারব কি ব্যর্থ হবো। চেষ্টা তবু করেই যাবো।

অতনু কুমার সেন › বিস্তারিত পোস্টঃ

"মা আমার, তোর এই ছোটোখাটো দুষ্টুমির জন্যে তোর বাবার আজ হার্ট অ্যাটাক হয়ে যেত জানিস।"

১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৫৪

আমি অফিসে পৌঁছেছি ঠিক তখনই বউয়ের ফোন এলো, আজ কতো তারিখ?
কি জবাব দেব বুঝে না উঠতে পেরে ঘাবড়ে গিয়ে বললাম "3rd December"

বউ ফোন কেটে দিল।
আমার তো ভয়ে হাত পা সিঁধিয়ে গেছে, ভাবছি ওর কি আজ জন্মদিন? ...না,
আমার জন্মদিন? ...না। তাহলে কি আমাদের বিবাহ বার্ষিকী... না,
মেয়ের জন্মদিন? ...না,
শ্বশুর শাশুড়ির জন্মদিন বা বিবাহ বার্ষিকী... না,
গ্যাস সিলিন্ডার বুকিং ... করিয়ে দিয়েছি।
ডিশ, মোবাইল, ইলেক্ট্রিসিটি বিল, দুধের বিল... সবই তো হয়ে গেছে,

*তাহলে বউ তারিখ কেন জিজ্ঞেস করলো?*

আমার লাঞ্চ আর বৈকালিক চা সব ভয়ে মাথায় উঠলো।

যাই হোক সন্ধ্যাবেলা বাড়ি পৌঁছালাম, দেখি আমার মেয়ে পড়ছে। আর কোনো সাড়াশব্দ নেই।
আমি ওকে ডেকে জিজ্ঞেস করলাম, "ঘরের আবহাওয়া কেমন? ঝড় বা সুনামি?"
মেয়ে নির্বিকার, "সব ঠিক আছে, কিন্তু কেন জিজ্ঞেস করছো?"

আমি বললাম, "তোর মা সকাল সকাল আজকের তারিখ জিজ্ঞেস করেছিল আমায় ফোন করে।"
মেয়ে মুচকি হেসে বলল, " আজ সকাল বেলা ক্যালেন্ডারের কিছু পাতা ছিঁড়ে ফেলেছি তাই হয়ত কনফিউসড হয়ে গেছে"।

আমি আমার মেয়ের গালে আলতো করে চিমটি কেটে মুচকি হেসে বললাম, "মা আমার, তোর এই ছোটোখাটো দুষ্টুমির জন্যে তোর বাবার আজ হার্ট অ্যাটাক হয়ে যেত জানিস।"
বিশ্বাস করুন, একজন বিবাহিত পুরুষের জীবন যে কি ভয়াবহ।

- *এক ভয়ার্ত স্বামী*

সংগৃহীত।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২০

দীপঙ্কর বেরা বলেছেন: হয়, এ রকম হয়।

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যেদিকে বেশী ভিড় দেখবেন
সে দিকে দাড়াবেন না।
লাঠা চুকে যাবে।

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৪

রাজীব নুর বলেছেন: হা হা হা---

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.