নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্

অতনু কুমার সেন

সংক্ষেপে নিজের সম্পর্কে মূল্যায়নঃ ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্জের মত স্বপ্ন দেখে যাই। স্বপ্ন দেখি আকাশ ছুবো, মেঘের ভেলায় উড়ে যাব, নিজের রঙে রাঙ্গিয়ে দিব, সত্য ও সুন্দরের আলো ফোটাবো। জানিনা পারব কি ব্যর্থ হবো। চেষ্টা তবু করেই যাবো।

অতনু কুমার সেন › বিস্তারিত পোস্টঃ

ইউরোপ, আমেরিকা, কানাডা টুরিস্ট ভিসা এবং কিছু পরামর্শঃ

২৯ শে অক্টোবর, ২০১৯ ভোর ৬:০০

বাংলাদেশের ১৪ কোটি মানুষ মনে করেন ইন্ডিয়া, মালয়শিয়া, থাইল্যান্ড এর মত কয়েকটি দেশ ভ্রমন থাকলেই আমেরিকা ইউরোপ টুরিস্ট ভিসা সহজেই পাওয়া যায়। ধারনাটি একদম ভুল। কষ্টের ব্যপার হল শিক্ষিত ও আধুনিক মানুষও তাই মনে করেন। তিনাদের ভাষায় ইহারে কয় "ভারী পাসপোর্ট" !

এসব ভ্রমন শুধু ২ টি সহায়ক সাইকোলজিক্যাল দিকই নির্ণয় করে তা হলঃ আপনার আকাশ ভ্রমনে কোন দুর্বলতা/ অসুস্থতা নেই আর আপনি আসলেই বিদেশ ভ্রমন পছন্দ করেন।

বাংলাদেশের ট্যুর অপারেটর কোম্পানিগুলো ভাল করেই জানে এই দেশের মানুষ শুধু শুধু টাকা খরচ করে ভ্রমনে আগ্রহী নয়। তাই একটা টোপ দেওয়া হয়, আর মানুষ আমেরিকা যাওয়ার প্রলোভনে অনেক টাকা খরচ করে ভ্রমন করাকে ইনভেস্টমেন্ট মনে করে। মূলত কেওই, ভ্রমন পিয়াসী নয়। এই টোপ হাতছানি দেয় কোটি মানুষের মন আর ব্যাবসায় করে ট্রাভেল এজেন্সি।

মূলত ইউরোপ / আমেরিকা / কানাডা / অস্ট্রেলিয়া / ইউকে / জাপান এসব ফার্স্ট ওয়ার্ল্ড উন্নত দেশে টুরিস্ট ভিসা পেতে হলে আবেদনকারীর মধ্যে ৩ টি অত্যাবশ্যক যোগ্যতা থাকতে হবে। এই ৩ টি যোগ্যতা থাকলে আপনি ০/ শূন্য দেশ ভ্রমন করেও পেতে পারেন কানাডার টুরিস্ট ভিসা।

১। আবেদনকারীর পেশাগত অবস্থান শক্তিশালী হতেই হবে। চাকুরি বা ব্যবসা যাই হোক তা যেন ভাল আয়ের হয়, প্রতিষ্ঠিত এ গ্রেড মানের হয় এবং অনেক বছরের অভিজ্ঞতা লব্ধ হয়। অধিক আয় নিশ্চিত করতে ট্যাক্স দাখিল পত্র থাকতে হবে। দীর্ঘদিনের পেশা কিনা সেটা নিশ্চিত করতে স্বনামধন্য কোম্পানির NOC আর ব্যাবসায়ির ক্ষেত্রে অনেক বছরের লাইসেন্সই যথেষ্ট। আর আপনি আসলেই এই পেশায় অভিজ্ঞ কিনা সেটা আপনার মুখভঙ্গিই বলে দেবে। অভিজ্ঞার প্রতিচ্ছবি শুধুই অভিজ্ঞতা অর্জন ব্যতীত জাল করা একদম ইম্পসিবল।

২। আর্থিক সামর্থ্য হল ভ্রমন ভিসা পাওয়ার প্রান। ইউরোপ ও আমেরিকা ভ্রমন করে আবার নিজ দেশে ফিরে আসা একজন ব্যাক্তির ব্যাংক হিসাবে ততটুকু তারল্য থাকা চাই। এই অংক শুধু নির্দিষ্ট একটা সময়ে থাকলেই হবেনা, দীর্ঘদিনের খান্দানি হতে হবে। যেমন আপনি এমবাসিতে জমার আগে ৫০ কোটি টাকা জমা রাখলেন তার কোন মূল্যই নেই। কারন সেটা আপনি ধার করেও আনতে পারেন। টাকা যে আপনার এবং সেই টাকা যে নিজেরই বৈধ আয় করা সেটা নিশ্চিত করতে হবে।

৩। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলঃ আপনার চোখে থাকতে হবে আপনি ভ্রমন শেষে ফিরে আসবেন। আপনি আদম নয় টুরিস্ট এটাই প্রমাণ করতে হবে। ট্যুর ভিসা দেয়া হয় ট্যুর করার জন্য থাকার জন্য বা ডলার আয় করার জন্য নয়। মিথ্যা বলে পার পাবেন না। শুধুমাত্র এই মিথ্যার জন্যই পেশাগত ডকুমেন্ট ও ব্যাংক স্টেটমেন্ট শক্তিশালী হওয়া সত্তেও ৯০% মানুষ ভিসা রিফিউজ হয়।

সর্বোপরি, বাংলাদেশ এখন বিশ্বে নিন্ম ভিসা প্রাপ্তির দেশ গুলর মধ্যে অন্যতম। ভিজিট ভিসায় গিয়ে ভিজিট করুন, স্টুডেন্ট ভিসায় স্টাডি করুন, বিজনেস ভিসায় গিয়ে বিজনেস করুন আর কনফারেন্স সেমিনারে গিয়ে তাই করুন।

এই দেশের মানুষ ১৫ দিনের ভিজিট ভিসা পেয়ে ১৫ বছর বিদেশ থেকে যায়, স্টুডেন্ট ভিসায় কলেজে না গিয়ে ১৫ ঘণ্টা কাজ করে, বিজনেস ভিসায় গিয়ে স্মাগ্লিং করে আর সেমিনারে তো অনেক মান্যগণ্য ব্যাক্তিরা আদম পাচার করে।

যেদিন বাংলাদেশের মানুষ যে ভিসায় বিদেশ যাবে সেই কাজটাই করবে সেদিন এই দেশের প্রতিটি মানুষ আমেরিকা / কানাডা / অস্ট্রেলিয়া / ইউরোপ সহ সমগ্র বিশ্বে অবাধ ভ্রমনের সুযোগ পাবে। সেদিন বোধয় কখনোই আসার নয়। আবস্থা দিন দিন আরও সংকটময়

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৯ ভোর ৬:২৫

চাঁদগাজী বলেছেন:


আপনি হয়তো সবচেয়ে বুদ্ধিমান বাংগালী।

২| ২৯ শে অক্টোবর, ২০১৯ ভোর ৬:৪৬

বিষন্ন পথিক বলেছেন: ভারী পাসপোর্ট ..
হা হা লু খু গে

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১০:৩১

অতনু কুমার সেন বলেছেন: ধন্যবাদ!!

৩| ২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:০৮

খাঁজা বাবা বলেছেন: জানলাম,
আমারো আমেরিকা যাওয়ার ইচ্ছা হইছে।
দেখি কবে যাওয়া যায় :)

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১০:৩১

অতনু কুমার সেন বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্!

৪| ২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কথা বলেছেন।
ন্যায্য কথা।

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১০:৩১

অতনু কুমার সেন বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য

৫| ২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০১

সাইন বোর্ড বলেছেন: আমার মনে হয় এই তথ্যগুলো অনেকেরই জানা দরকার ।

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১০:৩০

অতনু কুমার সেন বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য

৬| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ২:৪৩

চাঙ্কু বলেছেন: আমার পাসপোর্ট ৬৪-পাতার। পাসপোর্ট ভারী বানানোর জন্য দরকার হলে পাসপোর্টর সাথে ইট-পাথর বেধে নিব!

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১০:৩০

অতনু কুমার সেন বলেছেন: হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.