নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংক্ষেপে নিজের সম্পর্কে মূল্যায়নঃ ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্জের মত স্বপ্ন দেখে যাই। স্বপ্ন দেখি আকাশ ছুবো, মেঘের ভেলায় উড়ে যাব, নিজের রঙে রাঙ্গিয়ে দিব, সত্য ও সুন্দরের আলো ফোটাবো। জানিনা পারব কি ব্যর্থ হবো। চেষ্টা তবু করেই যাবো।
Video Link
এই মহিলাকে শ্বাসরোধ করে বারবার অনেক শাস্তি দেওয়া উচিত!! তাহলে বুঝতে পারবে গাছের প্রয়োজনীয়তা। আমি, আমাদের বাসার ছাদে গাছ এনে বাঁচাতেই পারিনা। তার জন্য অনেক কিছু দরকার যেমন টপ বানানো দরকার, উর্বর মাটি দরকার, তারপরে তাতে পানি দেওয়া দরকার, তারপরে গাছ বড় বানানো কত তা কষ্টকর সেটা আমি বুজি। এত সুন্দর গাছগুলো কিভাবে কাটতে পারল ?? এই জন্যই আমি এইধরণের অশিক্ষিত লোকের একদমই পছন্দ করতে পারি না
এই ব্লগ্গে যদি বাংলাদেশের কোন পুলিশ অথবা ডিফেন্সের লোক থেকে থাকে প্লিজ আপনার একটা ব্যবস্থা নিন এবং সবাইকে এ বিষয়ে সচেতন করুন। পরিবেশ বাঁচলে আমরা বাঁচবো। গাছের প্রয়োজনীয়তা অনেক এই অশিক্ষিত গোয়ার মহিলাটাকে তা বোজানো উচিত!!
২| ২৩ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যে অপমানিত হচ্ছে মা ছেলে। আর শাস্তি না হলেও চলবে। সারা জীবনের শিক্ষা ও এই অপমান নিয়ে তাদের বেঁচে থাকতে হবে...
৩| ২৩ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫২
নতুন বলেছেন: মানুষের কি খেয়ে দেয়ে কাজ নেই?
এই মহিলা অবশ্যই মানুষিক ভাবে অসুস্হ না হলে এই ভাবে গাছ কাটতে পারেনা।
এই মানুষিক অসুস্হ মহিলাকে নিয়ে ফেসবুকে সবাই খই ভাজবে সবাই....
©somewhere in net ltd.
১| ২৩ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩০
রাজীব নুর বলেছেন: আপনি এক একর জায়গা কিনুন। তারপর ইচ্ছা মতো গাছ লাগান। গাছের যত্ন নিন।