নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্

অতনু কুমার সেন

সংক্ষেপে নিজের সম্পর্কে মূল্যায়নঃ ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্জের মত স্বপ্ন দেখে যাই। স্বপ্ন দেখি আকাশ ছুবো, মেঘের ভেলায় উড়ে যাব, নিজের রঙে রাঙ্গিয়ে দিব, সত্য ও সুন্দরের আলো ফোটাবো। জানিনা পারব কি ব্যর্থ হবো। চেষ্টা তবু করেই যাবো।

অতনু কুমার সেন › বিস্তারিত পোস্টঃ

তুমিও মানুষ সেও মানুষ

২১ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০২

ধর্ম গেছে ধর্ম গেছে,
(ফেস বুক আইডি হ্যাক করে)
ধর্মের পিছে ছুটছি সবে,
ঘুরছি মিছে মিছে l

কেউবা আবার উস্কানি দেয়,
আইন আদালত না মেনে,
কেউবা আবার সুযোগবুঝে,
থাকে হুজুগ সনে l

কেউবা দেখায় বড় ধার্মিক,
কাফের হত্যার হুজুগ তোলে,
সৃষ্টিকর্তা মুচকি হাসে,
ধর্মরক্ষা গেছে ভুলে l

মানুষ যদি নাইবা থাকে,
কে করবে ধর্ম রক্ষা,
বরফ এখন গলছে দেখ,
আগে কর মানুষ রক্ষা l

তাপমাত্ৰা বাড়ছে দেখ,
পরিবেশ রক্ষার নাম নাই,
"ফাঁসি চাই, ফাঁসি চাই"
তোমাদের কি কাম নাই ?

হচ্ছ বোকা, দিচ্ছে ধোকা,
উস্কানিতে দিচ্ছ পা,
সবাই গড়েছি রাষ্ট্রযন্ত্র,
তোমার অভাব পড়ছে চাপা l

তুমিও মানুষ সেও মানুষ
মিলেমিশে থাকি কাছে কাছে,
ধর্মের পিছে ছুটছি সবে,
ঘুরছি মিছে মিছে l
ধর্ম গেছে ধর্ম গেছে..l

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:০৩

রাজীব নুর বলেছেন: ধর্ম নিয়ে হানাহানি কেয়ামত পর্যন্ত চলতেই থাকবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.