নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্

অতনু কুমার সেন

সংক্ষেপে নিজের সম্পর্কে মূল্যায়নঃ ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্জের মত স্বপ্ন দেখে যাই। স্বপ্ন দেখি আকাশ ছুবো, মেঘের ভেলায় উড়ে যাব, নিজের রঙে রাঙ্গিয়ে দিব, সত্য ও সুন্দরের আলো ফোটাবো। জানিনা পারব কি ব্যর্থ হবো। চেষ্টা তবু করেই যাবো।

অতনু কুমার সেন › বিস্তারিত পোস্টঃ

যতদিন না নিজে স্যাটিসফাইড হচ্ছেন ততদিন চেষ্টা চালিয়ে যেতে থাকুন

০১ লা অক্টোবর, ২০১৯ রাত ১২:৩২

সাকসেস একটা আপেক্ষিক ব্যপার। এটার ডেফিনেশন একেকজনের কাছে একেকরকম। এটা ডিফাইন করতে বা নিজের জীবনে এটার গুরুত্ব বুঝতে অনেকটাই সময় লেগে যায়। বয়সের বা ক্যারিয়ারের ম্যাচুরিটি আসার আগ পর্যন্ত এটা বুঝতে পারা খুবই কঠিন একটা কাজ।

আজকে হয়তো এক বড় ভাই বা মেন্টরের সাথে কথা বলছেন সে আপনাকে যেভাবে সাকসেস বুঝাবে আপনিও কিন্তু সেটাকেই আইডিয়াল ধরে নিচ্ছেন। আবার কালকে হয়তো আরেকজন মেন্টর আপনাকে বুঝাচ্ছে তখন আপনি সেটাকেই আইডিয়াল মনে করছেন। তবে এখানে কিন্তু সব মেন্টর'ই আপনাকে তার নিজ নিজ সাকসেস এর ডেফিনেশন আপনাকে বুঝাচ্ছে। সেটা যে আপনার কাছে সাকসেস এর যে সংজ্ঞা সেটার সাথে মিলে যাবে এমনটা না'ও হতে পারে। আর এখানটাতেই আমরা একসময় খেই হাড়িয়ে ফেলি। অন্যের ডিফাইন করা সাকসেসকে নিজের জীবনের লক্ষ্য বানিয়ে ফেলে এগিয়ে যাই, ফলাফল কিছুদিন, মাস বা বছর না ঘুরতেই আর ভাল লাগেনা সেই সাকসেস এর পিছনে ছুটতে। আপনার মেন্টরের কাছে সাকসেস মানে হতে পারে অনেক টাকা পয়সা ইনকাম করা, কিন্তু আপনার কাছে হয়তো সাকসেস মানে হলো সুন্দর একটা লাইফ লিড করা, ফ্যামিলিকে সময় দেয়ানিজের জন্য নিজের কিছু সময় রাখা। নিজের জন্য নিজের সাকসেস ডেফিনেশন এজন্য আপনাকেই খুঁজে বেড় করতে হবে।

এর মানে কিন্তু এটা না, আমি মেন্টরদের কাছে যেতে নিষেধ করছি। প্রয়োজনে অবশ্যই মেন্টর বা গাইডের কাছে যাবেন কিন্তু তাদের কাছ থেকে পাওয়া পরামর্শই সব বা টোটকা ভেবে বসবেন না। তার সাথে নিজের বিচার বুদ্ধি কাজে লাগান। আপনার মেন্টর আপনাকে যে গাইডলাইন দিয়েছে সেটা কি আপনার সাকসেসের সাথে এলাইন করে কি'না সেটার উত্তর খোঁজার চেষ্টা করুন। যতদিন না নিজে স্যাটিসফাইড হচ্ছেন ততদিন চেষ্টা চালিয়ে যেতে থাকুন। সবসময় একপ্লোর করতে থাকুন।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৯ রাত ১:৫১

রাকু হাসান বলেছেন:


সাকসেস একটি আপেক্ষিক ব্যাপার । --হুম একমত ।

২| ০১ লা অক্টোবর, ২০১৯ রাত ৮:৪০

রাজীব নুর বলেছেন: সাকসেস সব্বাই চায়। আমিও চাই।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৩

প্যারাসিটামল খবিশ বলেছেন: সাকসেস বলতে আসলে কিছু নেই, এটা একটা ভ্রম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.