নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংক্ষেপে নিজের সম্পর্কে মূল্যায়নঃ ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্জের মত স্বপ্ন দেখে যাই। স্বপ্ন দেখি আকাশ ছুবো, মেঘের ভেলায় উড়ে যাব, নিজের রঙে রাঙ্গিয়ে দিব, সত্য ও সুন্দরের আলো ফোটাবো। জানিনা পারব কি ব্যর্থ হবো। চেষ্টা তবু করেই যাবো।
রিকশা থেকে নেমে ১০০ টাকার একটা নোট বাড়িয়ে দিলাম রিকশাওয়ালার দিকে। রিকশা ভাড়া ৩৫ টাকা। আমার প্ল্যান ছিল আগামীকাল ঈদ ; তাই পাঁচ টাকা বাড়িয়ে রিকশাওয়ালা'কে ৪০ টাকা দিবো। ১০০ টাকার নোট হাতে নিয়ে রিকশাওয়ালা পকেট খুঁজে ভাঙ্গতি টাকা পেলো না। সে বলছে, ঘণ্টাখানেক আগে দুই জন মহিলা রিকশায় উঠেছিল। ১০০ টাকা ভাড়া হয়েছিল। আর, ঐ মহিলারা ৫০০ টাকার নোট দেয়াতে, ভাংগতি যা ছিল সব দিয়ে দিয়েছে। আশেপাশে সব দোকান বন্ধ,আম্মা ঘুমিয়ে গেছে । তাই আম্মাকে ডেকে যে খুচরা ৪০ টাকা নিবো সেই উপায় নাই। প্রায় ১০ মিনিট টাকা নিয়ে এদিক সেদিক খুঁজে কোন দোকান খোলা পেলাম না। কি করবো চিন্তা করছিলাম।এর মধ্যে আমাকে অবাক করে দিয়ে রিকশাওয়ালা বললেন।
- মামা থাউক! রাইত মেলা হইছে। টাকা দেয়া লাগবে না। এখন রাত ১২ টা বাইজা গেছে। এইদিকে ভাঙ্গতি টেহা পামু না। আগামীকাল যেহেতু ঈদ ! তাই মনে করুম, আমি আর আমার মামা রিকশায় ঘুরতে গেছেলাম। কোন সমিস্যা নাই! আপনি যান।
আমি অবাক হয়ে রিকশাওয়ালার ( হারুন) দিকে তাকিয়ে আছি। ওর বয়স হবে আনুমানিক ১৭ থেকে ১৮ বছর। শরীর থেকে টপটপ করে ঘাম ঝরছে। এই রিকশা চালিয়ে যে টাকা পাবে, সেই টাকা দিয়ে আগামীকাল ঈদের সকালে তার বাসায় ভাত রান্না হবে। তারপরেও আমাকে এত রাতে 'দায় মুক্ত' করতে সে এক কেজি চালের দাম মাফ করে দিচ্ছে হাসি মুখে! হাতের ঘড়িতে তাকিয়ে দেখি বারোটা ৫ বাজে। আমি হারুন কে বললাম।
-মামা আমি তোমার সাথে কোলাকুলি করি?
একটু আগে ও যখন ভাড়ার টাকা মাফ করে দিবে বলছিল। আমি তখন যেভাবে অবাক হয়েছি। ঠিক সেভাবেই হারুন আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে! হারুন বললো, মামা আমার শইলে ঘাম, কিভাবে কোলাকুলি করবেন?
এবার আমি ওর মত করেই বললাম...
_ আরে সমিস্যা নাই !
হারুন রিকশা নিয়ে চলে যাচ্ছে।ওর পকেটে আমি জোর করে একশো টাকার নোট'টা ঢুকিয়ে দিয়েছি। ৪০ টাকার ভাড়া ৬০ টাকা বাড়িয়ে দিয়েও আমার কাছে কোন আফসোস লাগছে না। কারন এই একশো টাকার বিনিময়ে আমি হারুনের কাছে কোটি টাকার 'শিক্ষা' পেয়েছি। আর সেই শিক্ষার নাম হচ্ছে মানবতা...!!
০৬ ই আগস্ট, ২০১৯ রাত ১:৩২
অতনু কুমার সেন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনার কমেন্টের জন্য !!
২| ০৫ ই আগস্ট, ২০১৯ রাত ১১:১৩
চাঁদগাজী বলেছেন:
ভালো; আপনার পরিবারের কেহ রিকসা চালানোর সম্ভাবানা আছে?
৩| ০৫ ই আগস্ট, ২০১৯ রাত ১১:১৩
ঢাকার লোক বলেছেন: দুজন মানুষের গল্প !
ইচ্ছা ছিলনা লগ ইন করি, কিন্তু আপনার এ লেখাটা পড়ে না করে পারলাম না ।
ভালো থাকুন চিরন্তন !!
০৬ ই আগস্ট, ২০১৯ রাত ১:৩১
অতনু কুমার সেন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনার কমেন্টের জন্য
৪| ০৫ ই আগস্ট, ২০১৯ রাত ১১:২০
জুনায়েদ বি রাহমান বলেছেন: পড়ে মন'টা ভালো হয়ে গেছে!
০৬ ই আগস্ট, ২০১৯ রাত ১:৩১
অতনু কুমার সেন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনার কমেন্টের জন্য
৫| ০৬ ই আগস্ট, ২০১৯ রাত ১:৩৬
মুক্তা নীল বলেছেন:
মানবীয় গুণ পড়ে ভালো লাগলো ।
৬| ০৬ ই আগস্ট, ২০১৯ রাত ২:১৩
কাওসার চৌধুরী বলেছেন:
এমন রিকসাওয়ালা অনেক আছেন। আমি আমার বয়সের চেয়ে ছোট হলেও কোন রিকসাওয়ালাকে তুই/তুমি সম্ভোধন করি না, আপনি বলি। বেশি ভাড়া চাইলে বুঝিয়ে বলি। ভাড়াটা মিটিয়ে ছোট্ট করে একটা ধন্যবাদ দেই। বেশি লম্বাজার্নি হলে কষ্ট দেওয়ার জন্য স্যরি বলি। এতে অনেকেই অবাক হয়, আমি খুশি হই তাদের খুশি হতে দেখে।
৭| ০৬ ই আগস্ট, ২০১৯ ভোর ৫:১৬
ল বলেছেন: মানবতাবাদী মানুষেরা বুঝে নেয় সহজেই মানুষের গুণাবলি এটাই স্বাভাবিক ব্যাপার ।।।
মোটিভেশনাল লেখায় সেলুন নিবেন ++++
৮| ০৬ ই আগস্ট, ২০১৯ ভোর ৫:১৭
ল বলেছেন: সেলুট ***
৯| ০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ৭:১৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই মানবতা জিনিষটাই হারিয়ে যাচ্ছে দিনের পর দিন।
১০| ০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ৮:৫৮
রাজীব নুর বলেছেন: এটাই মনুষ্যত্ব এটাই মানবতা।
১১| ০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:২৮
আমি পরাজিত যোদ্ধা বলেছেন: অনেক ভালো লাগলো লেখাটা পড়ে
১২| ০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৪৭
শুভ_ঢাকা বলেছেন: এই নিয়ে দুইবার পড়লাম। আপনার লেখা পড়ে চোখে জল চলে এসেছে। চারিদিকে আজ মানবতা বিপন্ন।
১৩| ০৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:০৭
জুন বলেছেন: মন ছুয়ে যাওয়া লেখাটি পড়ে মনে হলো মানবতা এখনো আছে আমাদের মাঝে ।
+
১৪| ০৬ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮
শাহিন-৯৯ বলেছেন:
মানবতার জয় হোক পৃথিবী জুড়ে।
আজ পৃথিবীতে সব আছে- প্রযুক্তি দিন দিনকে দিন দিচ্ছে হাজার অবাক করা উপহার, সেকেন্ডে পৃথিবীর সব প্রান্তে খবর নিতে পাচ্ছি কিছুরই অভাব নেই পৃথিবীতে শুধু এই মানবতাটা চলে গেছে যা একটা মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ছিল।
১৫| ০৫ ই মে, ২০২০ দুপুর ১:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এমন ঘটনা পড়লে মানুষের মন নাড়া দেয়, চোখে পানি চলে আসে। অবশ্য ইতর বা অমানুষদের কথা আলাদা।
১৬| ০৫ ই মে, ২০২০ দুপুর ২:২৬
নীল আকাশ বলেছেন: অসাধারণ লেখা। কেন এই লেখা নির্বাচিত পোস্ট হলো না আমি বুঝলাম না?
এই পৃথিবীতে শিক্ষা যে কারও কাছে থেকেই পাওয়া যেতে পারে।
অভিনন্দন রইলো লেখক।
©somewhere in net ltd.
১| ০৫ ই আগস্ট, ২০১৯ রাত ১০:৫৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: একশ টাকা দিয়ে ভালো করেছেন। অনেক রিকশাওয়ালা পেয়েছি যারা রাত হলেও বেশী ভাড়া চায় না। সাদা মনের এই মানুষগুলোকে দেখলে খুব ভালো লাগে...