নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংক্ষেপে নিজের সম্পর্কে মূল্যায়নঃ ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্জের মত স্বপ্ন দেখে যাই। স্বপ্ন দেখি আকাশ ছুবো, মেঘের ভেলায় উড়ে যাব, নিজের রঙে রাঙ্গিয়ে দিব, সত্য ও সুন্দরের আলো ফোটাবো। জানিনা পারব কি ব্যর্থ হবো। চেষ্টা তবু করেই যাবো।
It doesn't matter how many A-levels you have, what kind of a degree you have, if you have good manners, people will like you. Friends and good manners will carry you where money won't go. Good manners will open doors that the best education cannot.
ম্যানার/ম্যানারিজম বা বিনয় এই বিষয় টির, আমরা বাঙালিরা একদমই ধার ধারি না । কিন্তু ওয়ার্ল্ড মার্কেট বা অনলাইন মার্কেটপ্লেস গুলাতে কাজ করতে হলে, আপনাকে অবশ্যই বিনয়ী হতে হবে। আপনার ভালো ম্যানার জানতে হবে যখন আপনি আপনার ক্লায়েন্ট এর সাথে কথা বলবেন।
কিছুদিন আগে আমি আমার এক ক্লায়েন্ট কে, অন্য আরেকজন ক্লায়েন্টের কাজ এর রিপোর্ট দিয়ে দিয়েছি ভুল করে। এটা মস্ত বড় একটা ভুল কারণ, আমার ম্যাক্সিমাম প্রজেক্ট গুলাতে এন ডি এ সাইন করা, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু ক্লায়েন্ট এমনভাবে বিনয়ের সঙ্গে রেসপন্স করলো। আমি বুঝতে পারলাম এবং শিক্ষা নিলাম কি ভাবে রিয়াক্ট করতে হয় স্টাফ দেড় সাথে।
কিছু উৎসাহী বা নিউ ফ্রীলান্সাররা মাঝে মাঝে আমাকে এবং আমাদের টীম মেম্বারদেড় কে কাজ শিখার জন্য বা কাজ পাওয়ার জন্য নক করে। কিন্তু আমার মনে হয় তাদের ম্যানারিজম সম্পর্কে জানা উচিত। ওয়েল ম্যানার্স না থাকলে কাজ পাওয়াটা খুবই কমপ্লিকেটেড। ইভেন আপনাকে কেউ হেল্প করতে আগ্রহী হবে না।
আপনি কেমন আছেন ? আপনি কি ফ্রি আছেন ? আমাকে কি দয়াকরে একটু সময় দিতে পারবেন? কমপক্ষে, এই জাতীয় বিষয় গুলা দিয়ে আলোচনা শুরু করা উচিত!!
২৫ শে জুলাই, ২০১৯ রাত ১১:০৫
অতনু কুমার সেন বলেছেন: কিন্তু আমাদের অভিযোগ গুলো কমিয়ে আনার জন্য চেষ্টা করতে হবে এবং আমাদের চিন্তা চেতনার পরিবর্তন আনতে হবে। আমাদের অনেক বিনয়ী হতে হবে
২| ২৫ শে জুলাই, ২০১৯ রাত ১১:৪২
রাজীব নুর বলেছেন: না ভাই এসব নিয়ম কানুন দিয়ে আজ কাল চলে না।
মানুষ তো আর মানুষ নেই।
৩| ২৬ শে জুলাই, ২০১৯ ভোর ৬:০১
চাঁদগাজী বলেছেন:
কাশ্মীরী ব্রাক্ষ্মণরা খুবই উচ্চ বংশীয়, আপনার সাথে যোগাযোগের জন্য আমি কাশ্মীরী ব্রাক্ষ্মণ মেয়ে সেক্রেটারী রাখবো? কি বলেন?
©somewhere in net ltd.
১| ২৫ শে জুলাই, ২০১৯ রাত ১১:০১
আপেক্ষিক মানুষ বলেছেন: বাঙ্গালী জাতির প্রতি আমার অনেক অভিযোগ আছে, যদিও আমি নিজেও বাঙ্গালী!