নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংক্ষেপে নিজের সম্পর্কে মূল্যায়নঃ ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্জের মত স্বপ্ন দেখে যাই। স্বপ্ন দেখি আকাশ ছুবো, মেঘের ভেলায় উড়ে যাব, নিজের রঙে রাঙ্গিয়ে দিব, সত্য ও সুন্দরের আলো ফোটাবো। জানিনা পারব কি ব্যর্থ হবো। চেষ্টা তবু করেই যাবো।
চন্দ্রযান দুই রকেট উৎক্ষেপণের মাধ্যমে ভারত আজ দ্বিতীয়বারের মতো চন্দ্র অভিযান শুরু করল। চন্দ্রযান বানাতে ভারতের খরচ হয়েছে মাত্র এক হাজার কোটি টাকা ( যা হলিউডের এভেঞ্জার্স এন্ড গেম মুভির নির্মান খরচের অর্ধেকেরও কম। এভেঞ্জার্স এন্ড গেম বানাতে খরচ হয়েছিল দুইহাজার একশ ঊনসত্তর কোটি টাকা )
চন্দ্রযানের পুরো অভিযানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে দুজন ভারতীয় নারী, প্রজেক্ট ডিরেক্টর মুথাইয়া বনিতা ও রীতু কারিঢাল। চন্দ্র অভিযানের গোটা টিমেও ছিল ত্রিশ জন ভারতীয় নারী
আর বাংলাদেশে?
ভারত যখন চাঁদের দিকে পা বাড়ায় বাংলাদেশ তখন সেতুর পিলার মজবুত করতে বাচ্চাদের মাথা লাগবে গুঁজব বিশ্বাস করে।
কেবল বিশ্বাসই করে না, তাঁরা 'গনধোলাই' দিয়ে ছেলেধরা সন্দেহে একজন মা'কে হত্যা করে, এতিম করে চার বছরের শিশু তোবাকে।
মাত্র এক হাজার কোটি টাকায় ভারত যখন চন্দ্রযান বানিয়ে মহাশূন্যে উড়ায় বাংলাদেশ তখন ছয় হাজার টাকা দিয়ে বালিশ কিনে।
অর্থাৎ বাংলাদেশের প্রায় ষোল লক্ষ বালিশের টাকায় ভারত চাঁদে পা রাখছে।
এক দেশ ঘুমায়, পাশের দেশ মহাশূন্য জয় করে। ভারতের নারীরা যখন চন্দ্র অভিযানের সফল প্রজেক্ট ডিরেক্টর, বাংলাদেশের নুসরাতকে তখন আগুনে পুরিয়ে মারা হয়, সাত বছরের শিশুকে ধর্ষন করে হত্যা করা হয়, সাকিবের বউকে পর্দা না করার জন্য গালিগালাজ করে ঈমান শক্ত করা হয়।
ক্রিকেট মাঠে আবেগ পুজি করে শ্রেষ্ঠত্বের লড়াই হয় না
শ্রেষ্ঠত্ব প্রমান হয় জাতিগত কর্মগুণে, মানসিকতায়, মানবিকতায়
#WakeUpBangladesh
#Collected
২| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ৩:১৬
মানতাশা বলেছেন: @বাংগালীরা ভারতে মুত/পায়খানা নিয়ে পইরা আছে।ব্লগ লেখা চুরি.কপি করাদের স্থান ব্লগ নয়।@
**************************************************************************************
৩| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ৩:৪১
কলাবাগান১ বলেছেন: দাদারা হাফ ডিম খায় ..এটা বলেই আমরা বাংলাদেশীরা খুশী...আমরা ফুল ডিম খাই।
রকেট বানাবো কি ভাবে রকেট স্পেলিং ই তো শিখার কোন আগ্রহ না...স্যাটেলাইট নিয়ে কত টিটকারী এই ব্লগে....।
৪| ২৩ শে জুলাই, ২০১৯ ভোর ৪:০৯
চাঁদগাজী বলেছেন:
@কলাবাগান,
স্যাটেলাইট নিয়ে টিটকারী হয়েছে, কারণ উহা আসলে আধুনিক স্যাটেলাইট নয়; উহার সাথে আপনার মতো লোকেরা জড়িত ছিল; তারা জাতির সাথে ব্যবসা করেছে; উহার জন্য যেই পরিমাণ টাকা গেছে, সেটা দিয়ে ১০ হাজার মেয়েকে ডাক্তার/ইন্জিয়ার বানানো যেতো। আপনি তো আমেরিকায় আছেন, চলে যাচ্ছে; সেজন্য মগজ খাটাতে হয় না।
৫| ২৩ শে জুলাই, ২০১৯ ভোর ৪:৪৬
কলাবাগান১ বলেছেন: স্যাটেলাইট পাঠালে কি ১০ হাজার মেয়েকে ডাক্তার-ইন্জিনিয়ার বানানো বন্ধ হয়ে যাবে..দুটাই করা যায় একসাথে... একটা করলে আরেকটা হবে না সেটা পিগমি মাথা থেকেই আসে.....
দাদা দের অনেকেই এখনও রাস্তায় পায়খানা করে...তাই বলে লেট্রিন বানান হবে বলে রকেট বানানো যাবে না তা তো হয় না
৬| ২৩ শে জুলাই, ২০১৯ ভোর ৫:৪৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর পোস্ট।
২৫ শে জুলাই, ২০১৯ রাত ১১:০০
অতনু কুমার সেন বলেছেন: ধন্যবাদ!
৭| ২৩ শে জুলাই, ২০১৯ ভোর ৬:১৫
চাঁদগাজী বলেছেন:
কলাবাগান১ বলেছেন, " স্যাটেলাইট পাঠালে কি ১০ হাজার মেয়েকে ডাক্তার-ইন্জিনিয়ার বানানো বন্ধ হয়ে যাবে..দুটাই করা যায় একসাথে... একটা করলে আরেকটা হবে না সেটা পিগমি মাথা থেকেই "
-সেটা আপনি বলছেন সম্ভব; কিন্তু করা হয়নি। যেই ধরণের পুরাতন টেকনোলোৈি ওখনাে দেয়া হয়েছে, সেটা ব্যব হারের অযোগ্য, বা বাংলাদেশের সেই ধরণের ইনফ্রাষ্টাকচার নেই।
ঐ খাতে টাকা খরচ করার সময় এখনো আসেনি।
৮| ২৩ শে জুলাই, ২০১৯ সকাল ৮:২৫
কালো যাদুকর বলেছেন: টেকনিক্যালি স্পিকিং, চাঁদে রোবট যাবে, মানুষ না। ভাল এচিভমন্ট।
২৫ শে জুলাই, ২০১৯ রাত ১১:০১
অতনু কুমার সেন বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ!
৯| ২৩ শে জুলাই, ২০১৯ সকাল ৮:৫৯
নূর আলম হিরণ বলেছেন: প্রশ্নফাঁস করে একটা প্রজন্ম গঠন করেছে নাহিদ সাব, এই প্রজন্ম চাঁদের নিজস্ব আলো নেই এটা বুঝতে বুজতে ১ যুগ পার করে ফেলবে!
২৫ শে জুলাই, ২০১৯ রাত ১০:৫৯
অতনু কুমার সেন বলেছেন: খুব ভালো বলেছেন মন্তব্য করার জন্য ধন্যবাদ!
১০| ২৩ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৩২
ইসিয়াক বলেছেন: ভালো লাগেনি। কেন সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন।
মা যতই ভালো হোক, চাই মন্দ ।মা তো মা ই ।
২৫ শে জুলাই, ২০১৯ রাত ১০:৫৯
অতনু কুমার সেন বলেছেন: ধন্যবাদ!
১১| ২৩ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৩৯
রাজীব নুর বলেছেন: এর আগেও ভারত একবার চেষ্টা করেছিল। আশা করি এবার সফল হবে।
২৫ শে জুলাই, ২০১৯ রাত ১১:০০
অতনু কুমার সেন বলেছেন: ধন্যবাদ!
১২| ২৩ শে জুলাই, ২০১৯ দুপুর ২:০৫
হাসান কালবৈশাখী বলেছেন:
ভারতীয় চন্দ্রাভিযান সফল হোক।
@ চাঁদ্গাজী
উহা আসলেই সর্বাধুনিক স্যাটেলাইট। আকামের কোন জিনিস না।
শুরুতে ৮ টি চ্যানেল চালু হলেও বর্তমানে সরকারি বেসরকারি ৩৮ টি টিভি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে ১১ মে ২০১৯ থেকে সমপ্রচার কার্যক্রম শুরু করেছে। টিভি চ্যানেলগুলো আগে যে দামে ব্যান্ডউইথ কিনত এখন সেই দামই বাংলাদেশী টাকায় দেবে।
এতে রাষ্ট্রের দুভাবে লাভ হবে একদিকে ট্রান্সপন্ডার ভাড়া পাচ্ছে, অপরদিকে রাষ্ট্রের দরিদ্র আদমদের রেমিট্যান্সের কষ্টার্জিত ডলার যা টিভিচ্যানেল গুলো বিদেশি স্যাটেলাইটকে ভাড়া হিসেবে দিয়ে দিত, মিলিয়ন মিলিয়ন ডলার যেটা প্রতি বছর দেশের বাইরে চলে যেত। সেটা দেশেই থাকলো।
আর বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রযেক্টে কোন দুর্নিতি হয় নি। নিশ্চিত থাকেন।
স্যাটেলাটটি তৈরি করা হয়েছে ফ্রান্সের ঠিকাদার মারফত, রকেট মারফত অরবিটে পাঠানো হয়েছে আমেরিকার সবচেয়ে বিশাল নাসার প্রধান লাঞ্চিং কম্পানী স্পেসএক্স এর মাধ্যমে। যারা মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর বাহন লাঞ্চ করার ব্যাবস্থা করছে
তাই এতে টাকা মারা বা দুর্নিতীর সম্ভাবনা শুন্য।
২৫ শে জুলাই, ২০১৯ রাত ১১:০২
অতনু কুমার সেন বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ!
১৩| ২৩ শে জুলাই, ২০১৯ দুপুর ২:১৭
নতুন বলেছেন: @ স্যাটেলাইট দরকারী কিন্তু কিছুদিন পরে হলেও চলতো। এটা ব্যবহারের মতন লোকবল বা সরকারী ইচ্ছাও কম।
দেশের অনেক কাজই বাকি, আগে ঐগুলি নিয়ে অগ্রগতি হউক তারপরে সেটেলাইট নিয়ে কাজ করা যাবে।
সরকার চাইলে মঙ্গলে মানুষ পাঠানোর প্রকল্প শুরু করতে পারে, যুক্তি হবে ঐখানে দেশের ৩ কোটি মানুষ পাঠিয়ে দিলে এবং মঙ্গল আমেরিকার থেকে আগে পৌছালে ঐখানে বেশি জমি দখল করতে পারবে বাংলাদেশ. বেশি খনিজ পদাথ` দেশে এনে দেশের উন্নতি হবে ট্রিলিওন ডলার। ব্লা ব্লা ব্ল..... অনেক যুক্তি দেওয়া যাবে মঙ্গলে যাবার প্রযেক্টের পক্ষে....
কিন্তু আমাদের দেশের এখন মঙ্গলে যাবার চাইতে আরো অন্য কাজ করা দরকার।
তেমনি স্যাটেলাইট দরকার কিন্তু তারচেয়েও অনেক কিছু দেশে বাকি আছে। সেটা করার সাথে সাথে এই রকমের বড় প্রকল্পে কাজ করলে জনগন বিরোধীতা করবেনা।
১৪| ২৩ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:০৬
সেলিম আনোয়ার বলেছেন: ভারত প্রযুক্তি গত ভাবে এগিয়ে যাওয়াটাই স্বাভাবিক। তারা স্বাধীনতা লাভ করেছে অনেক আগে। অর্থনৈতিক বৈষম্য ভারতে আমাদের থেকে বেশি। বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলো ভারতেও ঘটে ।ভারতে রেপ হয় বাংলাদেশের চেয়ে বেশি।
আমাদের দেশে জাতি গত দ্বন্দ্ব নেই। চেষ্টা চলছে বোধ হয় ।
১৫| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ৯:২৪
কলাবাগান১ বলেছেন: আমি ক্রিকেটার হরভজন সিং এর রেসিস্ট টুইট কে নিন্দা করি...। তার উচিত ছিল পৃথিবীর আরো অনেক দেশের পতাকায় চাদ/তারা আছে তাদের কে তার টুইটে ইনক্লুড করা তা না করে সে শুধু মুসলিম দেশ গুলিকে ঢালাও ভাবে ইংগিত দিয়ে টুইট করা টা কে তার রেসিন্ট মনোভাব কে শুধু ফুটিয়ে তুলে
উনি লিখেছেন: (দেশের নাম আমার লিখা)
Some countries have moon on their flags (Nepal, Singapore, Laos, Pakistan, Malaysia....), While some countries having their flags on moon (USA, USSR, China, India)
©somewhere in net ltd.
১| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ২:৫৮
নতুন বলেছেন: জাতী মানুষিক ভাবে পঙ্গু হয়ে যাচ্ছে, নতুবা এমন হবার কথা না।
চাদে পা রাখতে যাচ্ছে না, এটাতে মানুষ যাচ্ছে না। একটা লুনার মডিউল একটা রোভার। যিনি লিখেছেন তিনি খেয়াল করেন নাই।