নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্

অতনু কুমার সেন

সংক্ষেপে নিজের সম্পর্কে মূল্যায়নঃ ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্জের মত স্বপ্ন দেখে যাই। স্বপ্ন দেখি আকাশ ছুবো, মেঘের ভেলায় উড়ে যাব, নিজের রঙে রাঙ্গিয়ে দিব, সত্য ও সুন্দরের আলো ফোটাবো। জানিনা পারব কি ব্যর্থ হবো। চেষ্টা তবু করেই যাবো।

অতনু কুমার সেন › বিস্তারিত পোস্টঃ

যারা বিবাহিত একটু মনোযোগ দিয়ে পড়বেন। আর যারা এখনো বিয়ে করেন নাই তারাও পড়বেন। আশাকরি উপকারে আসবে.....!!

১৬ ই জুলাই, ২০১৯ রাত ৩:৫২



১."যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে পাঁচ মিনিট জড়িয়ে ধরে রাখে তাঁর কর্মক্ষেত্রে বিপদের আশংকা থাকে কম।
— রবীন্দ্রনাথ ঠাকুর।
২.বৌয়েরা ঘরের লক্ষ্মী হয়। এদেরকে যত বেশি ভালোবাসা দেওয়া হয়, তত বেশি সংসারে শান্তি আসে।
— হুমায়ুন আহমেদ।
৩. স্ত্রীকে যথেষ্ট পরিমাণে সময় দিন, নাহলে যথেষ্ট পরিমাণে বিশ্বাস করুন। সংসার আর যুদ্ধক্ষেত্র মনে হবে না।
— সুনীল গঙ্গপাধ্যায়।
৪. সেই পুরুষই কাপুরুষ যে স্ত্রীর কাছে প্রেমিক হতে পারেনি।
— কাজী নজরুল ইসলাম।
৫.প্রতিদিন একবার স্ত্রীকে '' আমি তোমাকে ভালোবাসি '' বললে মাথার সব দুশ্চিন্তা দূর হয়ে যায়।
— সত্যজিৎ রায়।
৬• স্ত্রীকে সপ্তাহে একদিন ফুচকা খাওয়াতে এবং মাসে একদিন ঘুরতে নিয়ে গেলে স্বামীর শরীর স্বাস্থ্য ভালো থাকে।
— সমরেশ মজুমদার।
৭• অন্য নারীর সাথে পরকীয়া করার চেয়ে স্ত্রীকে একবেলা পেটানো ভালো। তবে পেটানোর পরে তিনগুণ বেশি ভালোবাসা আবশ্যক।
— জহির রায়হান।
৮• মন ভালো রাখতে বৌকে ফেসবুক, ফোনবুক, নোটবুক সহ সব ধরণের একাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিন।
— মার্ক জুকারবার্গ।
৯• মেয়েদের মনে ভালোবাসা এবং অভিমান দুটোই থাকে বেশি। তাই অভিমানটাকে ভালোবাসার চেয়ে বড় করে দেখা যাবে না। তাই স্বামীদের উচিৎ স্ত্রীর সব অভিমান ভালোবেসে ভাঙানো!
— ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১০• একটা শিশুকে দুনিয়ার মুখ দেখাতে মা যে কষ্ট সহ্য করে তা বাবা সারাজীবন ভালোবেসেও শোধ করতে পারে না। তাই প্রত্যেকটা স্বামীর উচিৎ তাঁর সন্তানের মাকে কোনোরকম কষ্ট না দেয়া।
— জীবনানন্দ দাশ।
১১• যুদ্ধে বিজয়ী হলেই বিপ্লবী হওয়া যায় না৷ প্রকৃত বিপ্লবী তো সেই যে স্ত্রীর মনের একমাত্র বীরপুরুষ।
— চে গুয়েভারা।
১২• স্ত্রীর সাথে হাসি ঠাট্টা মজা করা স্বামীর কর্তব্য।
— হযরত মোহাম্মদ (সঃ)

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৯ ভোর ৪:৫৩

অর্থনীতিবিদ বলেছেন: সবগুলো পয়েন্টই সুন্দর। দশ নম্বর পয়েন্টটার গুরুত্ব অনেক বেশি। কারণ সন্তানকে দুনিয়ার মুখ দেখানো থেকে শুরু করে তাকে লালন পালন করে বড় করে তোলা পর্যন্ত মা যে কষ্ট তার তুলনা কোনো কিছুতেই হয় না।

২| ১৬ ই জুলাই, ২০১৯ ভোর ৬:৪১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো সংগ্রহ।

৩| ১৬ ই জুলাই, ২০১৯ সকাল ৮:১৬

নীল আকাশ বলেছেন: ৭ নাম্বার দারুন লেগেছে। তবে সমস্যা হলো উনি নিজে কিন্তু বৌ না পিটিয়ে উলটো কাজ করত বলে জনশ্রুতি আছে!
বিয়ে করেছেন? সাধারন মত অবিবাহিতরাই এই ধরনের পোস্ট দেয়!

৪| ১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৩৪

রাজীব নুর বলেছেন: ভালো লাগলো পোষ্ট টি।

৫| ১৬ ই জুলাই, ২০১৯ রাত ৯:৩২

মাহের ইসলাম বলেছেন: ধন্যবাদ।

আমি তো ভেবেছিলাম, ব্লগের আপা কিংবা ভাবিরা আপনার পোষ্টের অনেক অনেক তারিফ করবে !

৬| ১৭ ই জুলাই, ২০১৯ সকাল ৭:১৮

ইসমত বলেছেন: কথাগুলো পজেটিভ তবে যাদের নামে লিখেছেন তারা বলেছেন বলে মনে হয় না। সব বানানো উক্তি।

৭| ১৭ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৩৭

নূর আলম হিরণ বলেছেন: মার্ক জাকারবার্গ তো বলে সিকিউরিটি সিস্টেম নিয়ে তারা খুবই সচেতন! এদিকে আবার উপদেশ দেয় পাসওয়ার্ড শেয়ারের :)

৮| ১৭ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: আসলেই মায়ের কষ্টের তোলনা নেই।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.