নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংক্ষেপে নিজের সম্পর্কে মূল্যায়নঃ ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্জের মত স্বপ্ন দেখে যাই। স্বপ্ন দেখি আকাশ ছুবো, মেঘের ভেলায় উড়ে যাব, নিজের রঙে রাঙ্গিয়ে দিব, সত্য ও সুন্দরের আলো ফোটাবো। জানিনা পারব কি ব্যর্থ হবো। চেষ্টা তবু করেই যাবো।
সিংহ সিগারেট ধরাইতাছিল............
হঠাৎ শিয়াল আইসা বললো, ভাই কেন খাস? নেশা ছাড় সোনা ভাই। আয় আমার সাথে, দেখ, এই বনটা কি সুন্দর। সিংহ সিগারেট ফালাইয়া শিয়ালের লগে যাওয়া শুরু করলো। কিছুদূর যাওয়ার পর দেখে হাতি "ইয়াবা" খাইতাছে।
শিয়াল আবার কইলো, হারামজাদা, কি দুঃখ তোর? এইসব ছাইড়া আমার লগে চল, দেখ, এই বন কত Nice।
হাতি তার পিছে পিছে যাওয়া ধরলো। আবার কিছুদূর যাওয়ার পর দেখে বাঘ "মদ" খাইয়া টাল। শিয়াল যাইয়া সুন্দর কইরা বুঝাইলো, ছাড় এইসব নেশা। আমার সাথে চল মনা ভাই। দেখ, বনটা কতো Beautiful!
বাঘ উইঠ্যা কশাইয়া একটা থাপ্পড় মারলো। শিয়াল কয়েক গজ দূরে গিয়া পড়লো।
হাতি কইলো, কি হইলো বাঘ ভাই?! শিয়াল তো ভালো কথাই কইছিল, তুমি চেতলা কে?
বাঘ কইলো এই হারামজাদা Daily গাঞ্জা খাইয়া এইভাবে সবাইরে লইয়া রাইত ভর জঙ্গলে ঘুরায়!
১০ ই মে, ২০১৯ ভোর ৪:০৩
অতনু কুমার সেন বলেছেন: ধন্যবাদ!!
২| ১০ ই মে, ২০১৯ সকাল ১১:৩২
রাজীব নুর বলেছেন: হুম।
১১ ই মে, ২০১৯ রাত ১০:১০
অতনু কুমার সেন বলেছেন:
৩| ১০ ই মে, ২০১৯ বিকাল ৫:২২
সাদা মনের মানুষ বলেছেন: হা হা হা, সবাই তাহলে নেশাখোর
১১ ই মে, ২০১৯ রাত ১০:১১
অতনু কুমার সেন বলেছেন: ধন্যবাদ!! সবাই নেশাখোর
৪| ২১ শে মে, ২০১৯ বিকাল ৪:০৩
নজসু বলেছেন:
হা হা হা
©somewhere in net ltd.
১| ১০ ই মে, ২০১৯ রাত ২:০৮
শাহিন-৯৯ বলেছেন:
দুইদিন আগে কোন এক গ্রুপে পড়েছি এই লেখাটা, হুবহু একই লেখা শুধু ইংলিশ ছিল না। আপনার লেখায় তিনখানা ইংরেজ শব্দ শিখলুম।