নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংক্ষেপে নিজের সম্পর্কে মূল্যায়নঃ ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্জের মত স্বপ্ন দেখে যাই। স্বপ্ন দেখি আকাশ ছুবো, মেঘের ভেলায় উড়ে যাব, নিজের রঙে রাঙ্গিয়ে দিব, সত্য ও সুন্দরের আলো ফোটাবো। জানিনা পারব কি ব্যর্থ হবো। চেষ্টা তবু করেই যাবো।
আমি তখন ক্যারিয়ারের তুঙ্গে। একদিন প্লেনে করে যাচ্ছিলাম । খুব সাধারণ শার্ট আর প্যান্ট পরিহিত একজন ভদ্রলোক আমার পাশে বসেই যাচ্ছিলেন৷ দেখে উনাকে একজন শিক্ষিত এবং মার্জিত মধ্যবিত্ত মানুষ মনে হয়েছিলো । অন্য সহযাত্রীরা আমায় চিনতে পেরে খুব উৎসাহিত হয়ে অটোগ্রাফ নিচ্ছে। কিন্তু পাশে বসা ভদ্রলোককে লক্ষ্য করলাম উনার কোন ভ্রুক্ষেপ নেই ।
উনি একমনে একটা খবরের কাগজ পড়ছিলেন আর মাঝে মাঝে জানালার বাইরে তাকিয়ে কি যেন ভাবছিলেন । চা পরিবেশন করা হলো, ঠোঁটের আগেই থ্যাঙ্কস লেগেই আছে। আমাকে পাত্তাই দিচ্ছে না।
আমার উনার প্রতি কৌতুহল বেড়েই চলছিলো । তাই উনার সাথে কথা বলার জন্য উনার দিকে তাকিয়ে হাসলাম । উনিও একটা সৌজন্যমূলক হাসি ফিরিয়ে দিয়ে বললেন ......'হ্যালো' ....... কিছু সৌজন্যমূলক কথোপকথন শুরু হলো ।
আমিই নিজে থেকে সিনেমা প্রসঙ্গ উত্থাপন করলাম।
জিজ্ঞাসা করলাম :' আপনি সিনেমা দেখেন ?'
উনি বললেন 'কখনো-সখনো ।
শেষ যে সিনেমাটা দেখেছি .....
হ্যাঁ...তাও প্রায় এক বছরের বেশী হয়ে গেছে ।'
বললাম ' আমি ঐ ফিল্ম ইন্ডাস্ট্রিতেই আছি ।'
উনি উৎসাহিত হয়ে বললেন ' দারুণ ব্যাপার!
তা আপনি কি করেন ?'
বললাম, ' আমি একজন অভিনেতা ।'
প্রত্যুত্তরে বললেন 'দারুণ! '
ব্যাস! ওই পর্যন্তই .......
প্লেন ল্যান্ড করার পর আমি ভদ্রলোকের দিকে করমর্দনের জন্য হাতটা বাড়িয়ে দিয়ে বললামঃ
'আমার নাম অমিতাভ বচ্চন'
উনি মাথা নত করে আমার হাতটা ঝাঁকিয়ে দিয়ে বললেনঃ 'আপনার সাথে পরিচয় হয়ে দারুণ লাগলো !
আমার নাম জে.আর.ডি. টাটা .. (Jehangir Ratanji Dadabhoy Tata, chairman of TATA Group)...
চমকে উঠলাম আমি !
ঐ দিনের ঘটনা থেকে একটা বিষয় শিখলাম:
"যত বড়ই হই না কেনো, আমার থেকেও বড় কেউ আছে কিন্ত তাঁর দৃষ্টিটা সর্বদাই মাটির দিকে !"
শিক্ষনীয়ঃ গাছ যতই বড় হয় ততটাই মাটির দিকে ঝুঁকে যায়।
১০ ই মে, ২০১৯ রাত ৩:৫৮
অতনু কুমার সেন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ১০ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৩৪
করুণাধারা বলেছেন: চমৎকার একটা শিক্ষামূলক গল্প শোনালেন। অনেক ধন্যবাদ।
১০ ই মে, ২০১৯ রাত ৩:৫৮
অতনু কুমার সেন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩| ১০ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:১২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: গল্পটি আগে একটা অনুষ্ঠানে অমিতাভ বচ্চনের মুখে শুনেছি (টিভি প্রোগ্রামে)।
১০ ই মে, ২০১৯ রাত ৩:৫৮
অতনু কুমার সেন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৪| ১০ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:৪৪
তারেক_মাহমুদ বলেছেন: ভাল লাগলো শিক্ষামূলক গল্প।
১০ ই মে, ২০১৯ রাত ৩:৫৯
অতনু কুমার সেন বলেছেন: ধন্যবাদ!!
৫| ১০ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:৪৯
পদাতিক চৌধুরি বলেছেন: দারুণ ইন্টারেস্টিং। বিষয়টি জেনে ভীষণ ভালো লাগলো ।শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
শুভকামনা জানবেন।
১০ ই মে, ২০১৯ রাত ৩:৫৯
অতনু কুমার সেন বলেছেন: ধন্যবাদ!!
৬| ১০ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:৩৮
ব্লগার_প্রান্ত বলেছেন: বাহ ভালো লাগলো
১০ ই মে, ২০১৯ রাত ৩:৫৯
অতনু কুমার সেন বলেছেন: ধন্যবাদ!!
৭| ১০ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:২৯
আনু মোল্লাহ বলেছেন: দারুন ব্যপার!
১০ ই মে, ২০১৯ ভোর ৪:০১
অতনু কুমার সেন বলেছেন: ধন্যবাদ!!
৮| ১০ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৪৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কিন্তু এই ঘটনাটা থেকে শিক্ষা নেয়ার মত লোক খুব কমই পাওয়া যাবে।
১০ ই মে, ২০১৯ ভোর ৪:০১
অতনু কুমার সেন বলেছেন: ধন্যবাদ!!
৯| ১০ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৩
ইসমত বলেছেন: গল্পের শিক্ষা যেন নিজের জীবনে ধারণ করতে পারি।
১০ ই মে, ২০১৯ ভোর ৪:০১
অতনু কুমার সেন বলেছেন: ধন্যবাদ!!
১০| ১০ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪৬
অজ্ঞ বালক বলেছেন: আমি অন্যভাবে দেখি। আপনে লাইফে একটা কাজ ঠিকঠাক করতে পারবেন, পুরা মনযোগ দিয়া। দুইটা না। সে একজন তুখোড় ব্যবসায়ী, বড়লোক মানুষ এমনে এমনে হয় নাই। সে যদি মাসে একটা মুভিও দেখত, অত্ত টাকা কামাইতে পারতো না, ঐ জায়গায় যাইতে পারতো না। এইটাই স্বাভাবিক। না চিনাটা। অমিতাভও কিন্তু চিনে নাই। তবে হ্যা, যে আসলেই কষ্ট কইরা জায়গামতন উঠছে, সে বিনয়ী হয় এইটা সইত্য। অমিতাভও বিনয়ী।
১০ ই মে, ২০১৯ ভোর ৪:০০
অতনু কুমার সেন বলেছেন: ধন্যবাদ!!
১১| ১০ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১৩
অন্তরা রহমান বলেছেন: আমাদের দেশে তো বিনয়কে দূর্বলতা হিসেবে দেখা হয়। অদ্ভুত এক ব্যাপার।
১০ ই মে, ২০১৯ ভোর ৪:০০
অতনু কুমার সেন বলেছেন: ধন্যবাদ!!
১২| ১০ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৩১
পদাতিক চৌধুরি বলেছেন: আপনি অত্যন্ত গুণীজন। প্রতিমন্তব্য দেওয়াটা দেখলাম আপনার সংস্কৃতি বিরোধী। আমরা অবশ্য ভুল পথে চলে প্রতিমন্তব্য দিয়ে থাকি এবং অন্যের কাছ থেকে প্রতি মন্তব্য পেতে আশা করি। কিন্তু যেহেতু আপনি প্রতি উত্তর দেওয়ার সংস্কৃতি মানেন না কাজেই আপনার পোস্টে কমেন্ট করাটা ব্যক্তিগতভাবে আমার ভীষণ ভুল হয়েছে বলে মনে করছি। প্রতি মন্তব্য নাই বা দিতে পারেন পারলে কমেন্টটি ডিলিট করলেই খুশি হব।
১০ ই মে, ২০১৯ ভোর ৪:০০
অতনু কুমার সেন বলেছেন: ধন্যবাদ!!
১৩| ১১ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:১১
রাজীব নুর বলেছেন: পোষ্ট আরেকবার পড়লাম। ভালো লাগলো।
১০ ই মে, ২০১৯ ভোর ৪:০০
অতনু কুমার সেন বলেছেন: ধন্যবাদ!!
©somewhere in net ltd.
১| ১০ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:৫১
রাজীব নুর বলেছেন: সুন্দর।