নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংক্ষেপে নিজের সম্পর্কে মূল্যায়নঃ ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্জের মত স্বপ্ন দেখে যাই। স্বপ্ন দেখি আকাশ ছুবো, মেঘের ভেলায় উড়ে যাব, নিজের রঙে রাঙ্গিয়ে দিব, সত্য ও সুন্দরের আলো ফোটাবো। জানিনা পারব কি ব্যর্থ হবো। চেষ্টা তবু করেই যাবো।
যেমন আপনি পিৎজা কিনতে চাইলে যা হবে---
: হ্যালো ! এটা কি পিৎজা হাট?
- না স্যার, এটা গুগল'স পিৎজা।
: আমি কি তাহলে ভুল নাম্বারে ফোন করেছি?
- না স্যার, গুগল দোকানটা কিনে নিয়েছে।
: ওকে, আমি কি পিজার অর্ডার দিতে পারি?
- স্যার, আপনি সাধারণত যে পিজার অর্ডার দেন আজকেও কি ওটাই দিবেন?
: আমি সাধারণত যে পিজার অর্ডার দেই সেটা আপনি কিভাবে জানেন?
- আপনার ফোন নাম্বার অনুযায়ী , আপনি শেষ ১৫ বার ডাবল চিজ বারো স্লাইস সসেজ পিজা অর্ডার
করেছেন।
: আমি এবারও ওটাই চাই।
- কিন্তু স্যার আপনার কলেস্টেরল যেহেতু হাই তাই আমি ৮ স্লাইজ ভেজিটেবল পিজা অর্ডার করতে পরামর্শ দিচ্ছি।
: আমার কলেস্টেরল হাই এটা আপনি কিভাবে জানেন?
-সাবস্ক্রাইবার গাইড থেকে। আমাদের কাছে আপনার গত ৭ বছরের ব্লাড টেস্টের রিপোর্ট আছে।
: আমি ভেজিটেবল পছন্দ করি না, যেটা চাইছি ঐটাই দেন । কলেস্টেরল এর জন্য আমি ঔষধ খাই।
- কিন্তু আপনিতো নিয়মিত ঔষধ খান না। ৪ মাস আগে লাজ ফার্মা থেকে ৩০টা ট্যাবলেটের একটা বক্স কিনেছিলেন।
: আমি অন্য আরেকটা দোকান থেকে বাকিগুলা নিয়েছি।
- কিন্তু আপনার ক্রেডিট কার্ড তো তা বলছে না!
: আমি নগদ ক্যাশ দিয়ে কিনেছি।
- আপনার ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী সে পরিমান টাকা আপনি উঠাননি।
: আমার অন্য আয়ের উৎস আছে।
- আপনার ট্যাক্স ফর্মে সে তথ্য নাই।
: ধুর মিয়া, আপনার পিজার গুষ্টি কিলাই। পিজাই খামু না। গুগল, ফেসবুক, হোয়াটস অ্যাপ, সেলফোন, ইন্টারনেট ছাড়া দ্বীপে চলে যামু যেখানে আমার উপর কেউ এত নজরদারি করতে পারবে না।
- জি স্যার বুঝতে পেরেছি, তার আগে আপনার পাসপোর্ট রিনিউ করতে হবে , ৫ সপ্তাহ আগে মেয়াদ শেষ হয়ে গেছে।
২| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২৯
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: কপি মনে হচ্ছে।
৩| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:০৬
চাঙ্কু বলেছেন:
৪| ২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৬
রাজীব নুর বলেছেন: খুব অস্বাভাবিক বলেন নি। এমনটা হতেই পারে।
৫| ২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৫
জ্ঞান পাগল বলেছেন: হওয়াটাই স্বাভাবিক। মানুষও অনেক যান্ত্রিক হয়ে গেছে
৬| ২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৮
জেকলেট বলেছেন: পিৎজা খাইতে গেলে তখন চুলের বদলা কিছু নাট বল্টু পাওয়া যাবে। কারন বাবূর্চী ঠাকবে রবট... কম্পলেইন করলে কি হবে???
©somewhere in net ltd.
১| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: হ ভাই। ভবিষ্যৎ খুব বিপদ আসতাছে। আমাদের দখল করে নিবে এই এন্ড্রয়েড আর গুগল