নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্

অতনু কুমার সেন

সংক্ষেপে নিজের সম্পর্কে মূল্যায়নঃ ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্জের মত স্বপ্ন দেখে যাই। স্বপ্ন দেখি আকাশ ছুবো, মেঘের ভেলায় উড়ে যাব, নিজের রঙে রাঙ্গিয়ে দিব, সত্য ও সুন্দরের আলো ফোটাবো। জানিনা পারব কি ব্যর্থ হবো। চেষ্টা তবু করেই যাবো।

অতনু কুমার সেন › বিস্তারিত পোস্টঃ

আমরা মধ্যবিত্তরা সব পারি! আমাদের সাথে তোমাদের তুলনা কখনো হয় না! কখনোই হয় না!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১৭

আজকে ডাকবাংলা মোড়ের রাস্তা থেকে বেল্ট কিনতেছিলাম! ১৪০ টাকা দিয়ে কিনলাম! খারাপ না! কম টাকায় সুন্দর একটা বেল্ট কিনলাম! কিনার সময় আমার এক বড়লোক বান্ধবী আমাকে দেখলো! আমি অবশ্যই উনাকে দেখি নাই! তো উনি আমাকে একটা টেক্সট দিলেন! টেক্সট টা ছিল- "ছিঃ! তুই ফুটপাত থেকে জিনিস কিনোস!? কেমনে পারোস?" (অপমান বা বাঁশমূলক কিছু বুঝাতে চেয়েছিলেন আর কি)
.
অপমান বোধ করা তো দূরে থাক,আমি কতক্ষণ হাসলাম তার কথা শুনে!
.
আমরা মধ্যবিত্ত রা সব পারি! আমরা বড় রেস্টুরেন্টের খাবার ও খেতে পারি আবার ফুটপাতের ছয় টাকার বুট আর ২ টাকার ৩/৪ টা পেঁয়াজু অনায়াসে মজা করে খেতে পারি! আমরা কাটা চামচ দিয়ে ও মাংস ছিলে খেতে পারি আবার হাত দিয়েও খেতে পারি!
.
আমরা ২০০০ টাকার শার্ট ও পরতে পারি আবার রাস্তার ঠেলা থেকে কিনা ১০০ টাকার গেঞ্জিও পরতে পারি আরামসে!
.
আমরা এলাকার সেলুনে ৩৫/৪০ টাকা দিয়ে চুল কাটাইতে পারি আবার এসি সেলুনে যায় ২০০/২৫০ দিয়েও চুল কাটাইতে পারি!
.
আমরা বাসে-টেম্পুতে লটকে লটকে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে ও যেতে কম্ফোটেবল ফিল করি আবার প্লেনে ও কম্ফোটেবল ফিল করি!
.
নিউমার্কেট ফুটপাত থেকা কিনা ১৫০/২০০ টাকার নকল ফাস্টট্রেকের ঘড়ি যেমন আমাদেরকে মানাই তেমনি ৪০০০/৫০০০ দিয়ে কিনা অরজিনাল ফার্স্টটেকের ঘড়িও আমাদেরকে খুব সুন্দর মানাই!
.
আমরা জাভা ফোন ব্যবহারে যতটা পারদর্শী তেমনি এন্ড্রোয়েড কিংবা আইফোন ইউজ করতেও পারদর্শী!
.
আমরা আমাদের আব্বু-আম্মুকে বললেই ৫০০/১০০০ টাকার কচকচে নোট সহজে বের করে দেয় না! আমাদের হাত খরচের মাধ্যম হচ্ছে, ২০ টাকার জিনিস ৩০ টাকা বলে, ১০ টাকা নিজের পকেটে ঢুকানো! কিংবা কোচিং এর কোর্স ফি ২০০০ এর জায়গায় ২৫০০ বলে ৫০০ টাকা লাভ করা!
.
মা মাছ-মাংস রান্না করলে আমরা যেরকম মজা করে খেতে পারি তেমনে শুধু আলু ভর্তা আর ডাল রান্না করলেও চেটেপুটে মজা করে খেতে পারি!
.
আরও কত কিছু আছে যা বললে শেষ হবে না!
.
তোমরা কি পারো রেস্টুরেন্টে গিয়ে হাত দিয়ে খাবার খেতে!? পারো কি রাস্তার ধারের ছয় টাকার বুট ভাজি খেতে!? ১০০ টাকার গেঞ্জি পরতে পারো!? ৩৫/৪০ টাকা দিয়ে এসিহীন সেলুনে চুল কিংবা শেভ করাইতে পারো!? টেম্পুতে লটকে লটকে যেতে পারো!? ১৫০/২০০ টাকার নকল ফাস্টট্রেকের ঘড়ি পরতে পারো!? কোচিং এর টাকা বেশী নেওয়ার মাধ্যমে পৈশাচিক আনন্দ পাও?! জাভা মোবাইল ইউজ করতে পারো!? আলু ভর্তা ডাল দিয়ে চেটেপুটে খেতে পারো!?
.
কিছুই পারো না গো! আমরা সব পারি! আমরা মধ্যবিত্তরা সব পারি! আমাদের সাথে তোমাদের তুলনা কখনো হয় না! কখনোই হয় না!

মন্তব্য ১৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২২

নীল আকাশ বলেছেন: অসাধারন লিখেছেন । একেবারে মনে কথা গুলি তুলে ধরেছেন । আমাদের মধ্যবিত্ত দের জীবন যেমন চ্যালেজিং তেমনি ইন্টারেসটিং।
আমরাই জীবন কে সবচেয়ে কাছ থেকে দেখতে পাই, সবচেয়ে সুন্দর করে কাটাতে পারি।
নিন +++++++ আমার মনে কথা বলার জন্য।
আমার ব্লগে আমন্ত্রন দিয়ে গেলাম।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩১

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: ইয়েস।
আমরা পারি।

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৪

আহমেদ জী এস বলেছেন: অতনু কুমার সেন ,





নীলআকা৩৯র মতোই বলি - আমাদের মধ্যবিত্তরা জীবন কে সবচেয়ে কাছ থেকে দেখতে পাই, সবচেয়ে সুন্দর করে কাটাতে পারি।
কারন সৎ পথে থেকে আমাদের তথাকথিত বড়লোক হবার কোনও সুযোগ নেই ।
আর আপনার বড়লোক বান্ধবীকে জিজ্ঞেস করবেন , কোন পথে তার বাবা বড়লোক (?) হয়েছেন ।

ভালো লেগেছে এমন করে ভাবতে পেরেছেন দেখে ।

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমি মনে হয় নিন্মবিত্ত... :)

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫০

প্রথমকথা বলেছেন: আমিও নিম্ম মধ্যবিত্ত।

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৬

শাহাদাত নিরব বলেছেন: আমিও নিম্ম বিত্ত
প্রতিদিন এসব দরজা দিয়ে আমার চলাফেরা ।

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৪

জুন বলেছেন: আমরা ভর্তা ভাজি দিয়ে যেমন ভাত খেতে পারি আবার পোলাও মাংস দেখে চমকে উঠি না, বলি না এ কেমন খানা :-*
রিকশা বা বাসেও যেমন অনায়াসে চলাচল করতে পারি তেমন প্লেনে উঠে বলি না এইটা কি জিনিস B:-)
মধ্যবিত্ত সব কিছুর সাথেই তাল মিলিয়ে চলতে পারে ।
সুন্দর লেখায় প্লাস
+

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪২

বাকপ্রবাস বলেছেন: খুব ভাল এবং প্রাসঙ্গিক।

১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

সোনালী ঈগল২৭৪ বলেছেন: সুন্দর হয়েছে

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪২

সুমন কর বলেছেন: আমরা মধ্যবিত্তরা'ই জানি জীবন কাকে বলে !! সব কিছুর দাম বাড়ে, সরকারী চাকুরীওয়ালাদের বেতন বাড়ে....কিন্তু আমরা মধ্যবিত্তরা'ই কষ্ট করে সব করে যাই.........
দারুণ লিখেছেন। +।

১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩২

প্রশ্নবোধক (?) বলেছেন: আপনার বক্তব্য অনুসারে আমি শ্রেষ্ঠ মধ্যবিত্ত।

১৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: Amio nimnobitto.But iphone,mac calai

১৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৫

সাজ্জাদ সংগ্রহ বলেছেন: সব পারার মতো অভিযোজন কেবল বোধহয় মধ্যবিত্তদেরই শক্তি। অামরা সব পারি, টিকে থাকি। লেখা ভাল লাগলো।

১৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ফুটপাতের জিনিস কিনতে গেলে আমি আশপাশ ভালোভাবে দেখে নেই পরিচিত কেউ আছে কী না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.