নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্

অতনু কুমার সেন

সংক্ষেপে নিজের সম্পর্কে মূল্যায়নঃ ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্জের মত স্বপ্ন দেখে যাই। স্বপ্ন দেখি আকাশ ছুবো, মেঘের ভেলায় উড়ে যাব, নিজের রঙে রাঙ্গিয়ে দিব, সত্য ও সুন্দরের আলো ফোটাবো। জানিনা পারব কি ব্যর্থ হবো। চেষ্টা তবু করেই যাবো।

অতনু কুমার সেন › বিস্তারিত পোস্টঃ

মা মাগো সত্যি তোমার তুলনা হয় না!

২৪ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:৩০

ছবিটি গুলিস্তান ফুটপাত থেকে নেয়া। মা এবং ছেলে দু'জনই ফুটপাতে ঘুমাচ্ছে। ছেলের পা দু'টি রশি দিয়ে বাধা, কারণ মায়ের অাগে ঘুম থেকে উঠে ছেলেটি যাতে শহরের ব্যস্ততম রাস্তায় হারিয়ে না যায় অথবা দুর্ঘটনায় না পড়ে।

#মা মাগো সত্যি তোমার তুলনা হয় না!

এই দৃশ্য থেকে আমরা দু'টি শিক্ষা গ্রহণ করতে পারি। যথা:
(১) মায়ের গভীর ভালোবাসা ও
(২) জীবন কত কঠিন।

আমাদের উপর সৃষ্টিকর্তা অনুগ্রহ অপরিসীম।
আমরা অনেক অনেক ভালো আছি।

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এক জন মা কে এভা‌বে প‌থে শু‌য়ে থাক‌তে দে‌খে আ‌মি খুব কষ্ট আর লজ্জা পা‌চ্ছি ।

২| ২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:২২

বর্ণা বলেছেন: জীবন কন্টকময়।

৩| ২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪১

শাহারিয়ার ইমন বলেছেন: ছবি তোলা ছাড়া আর কোন হেল্প করতে পারলেন না ?

৪| ২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:০৪

সনেট কবি বলেছেন: খুব চমৎকার একটা বিষয় উপস্থাপন করেছেন।

৫| ২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:১৪

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: মায়ের স্নেহের তুলনা হয়না। একমত আপনার সাথে।

৬| ২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: এইসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা আমাদের প্রত্যেকের মানবিক দায়িত্ব। সরকার কি এসব দেখে না!

৭| ২৪ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪১

বনসাই বলেছেন: সরকারের ওপর দায়িত্ব চাপিয়ে পাশ কাটানোর দিন আর নেই; নিজেদেরই এগিয়ে আসতে হবে।

শিশুটির জীবন বদলে দিতে পারি আমরাই। অনুগ্রহ করে মা ও শিশুকে শান্তিনগরস্থ কোয়ান্টাম ফাউন্ডেশনে (২য় তলা)তে নিয়ে যান। ওদের অফিস ইস্টার্ন প্লাস মার্কেটের পাশেই।

৮| ২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০০

বিজন রয় বলেছেন: এই দৃশ্য আমরা যারা একটু ভাল আছি তাদের জন্য লজ্জার!!

৯| ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

রাজীব নুর বলেছেন: দীর্ঘ শ্বাস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.