নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্

অতনু কুমার সেন

সংক্ষেপে নিজের সম্পর্কে মূল্যায়নঃ ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্জের মত স্বপ্ন দেখে যাই। স্বপ্ন দেখি আকাশ ছুবো, মেঘের ভেলায় উড়ে যাব, নিজের রঙে রাঙ্গিয়ে দিব, সত্য ও সুন্দরের আলো ফোটাবো। জানিনা পারব কি ব্যর্থ হবো। চেষ্টা তবু করেই যাবো।

অতনু কুমার সেন › বিস্তারিত পোস্টঃ

বসত যোগ্য ঢাকা গঠনে \'দশ’ করণীয় :

১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২১

১. জেলা এবং বিভাগীয় শহর গুলোতে মান সম্মত শিক্ষা ও চিকিৎসা এবং পর্যাপ্ত কর্ম সংস্হান সৃষ্টি করা ।
২. সকল গামের্ন্টস ও শিল্প - কারখানা ঢাকার বাহিরে স্হানন্তর করা ।
৩. ঢাকাতে নতুন কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনুমতি না দেয়া ।

ক. যেসব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কেম্পাস নাই সে গুলো ঢাকার বাহিরে স্হানন্তর করা ।
খ. প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোকে নতুন শাখা খোলার অনুমতি না দেয়া ।
৪. ঢাকার চারদিক দিয়ে মেট্রো রেলের ব্যবস্হা কারা এবং বেড়িবাঁধ গুলোতে গাড়ি চলাচলর জন্য চার লেনের ব্যবস্হা করা ।
ক. দূর চলাচলের বাস কাউন্টার গুলোকে সায়েদাবাদ ও গাবতলী থেকে ঢাকার আরো বাহিরে সরিয়ে দেয়া ।
5. ব্যাঙের ছাতার মত ডায়গনেষ্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতাল গড়তে দেয়া যাবেনা ।
ক. ঢাকা মেডিকেলের ন্যায় বৃহৎ একটি মেডিকেলে কলেজ সরকারি উদ্যেগে ঢাকা উওর সিটি কর্পোরেশনেও গড়ে তোলা ।
৬. চিরতরে ফুটপাত বাণিজ্য বন্ধ করা ।
ক. অবৈধ ভাবে গড়ে ওঠা আধা পাকা ও একতলা বিশিষ্ট ভবন গুলো তিন মাসের আলটিমেটামে ভেঙ্গে দেয়া ।
খ. অবৈধ ভাবে গড়ে ওঠা বহুতল ভবন গুলো ৬ মাস থেকে ১ বছরের আলটিমেটামে ভেঙ্গে দেয়া ।
৭. ঢাকার ভেতর ও বাহিরের খাল গুলো দখল মুক্ত ও দুষণ মুক্ত করা ।
ক. ঢাকার ভেতরের খেলার মাঠ ও পার্ক গুলে দখল মুক্ত করা ।
৮. ঢাকার অভ্যন্তরে পরিবহন পারমিটের ক্ষেএে বাস ও অন্যান্য যানবহন বিশেষ করে প্রাইভেট কারের মধ্যে একটা রেশিও থাকতে হবে । ১০ % লোক ৯০ % রাস্তা দখল করে রাখবে তা হতে পারে না ।
৯. ঢাকার উন্নয়ন মূলক কার্যক্রমে - সেটি করর্পোরেশন, ওয়াসা সহ সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্ট এর কাজের সমন্বয় ঘটানো ।
১০. গণতান্রিক আন্দোলন মিছিল ছাড়া অন্য কোন কার্যক্রম বিশেষ করে সভা-সমাবেশ- সংবর্ধনা অনুষ্ঠান রাস্তায় করতে না দেয়া ।
(সম্পূর্ণ ব্যাক্তিগত অভিমত ) ।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৭

জাহিদ হাসান বলেছেন: ঢাকায় নতুন কোন কলকারখানা, কলেজ,বিশ্ববিদ্যালয় করার অনুমতি দেয়া যাবে না। এবং রাস্তাঘাটে ময়লা ফেললে জেল দেওয়ার আইন করতে হবে। এবং ঢাকায় পলিথিন ও প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ ও দন্ডনীয় করতে হবে। তাছাড়া সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা দক্ষিণে সব ভাঙ্গাচুরা রাস্তা সংস্কারে উদ্যেগ নিতে হবে।

২| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:


আরেকটু চেষ্টা করে, আরো ২/১ পয়েন্ট বাড়িয়ে দেয়া যায় না?

৩| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৯

জাহিদ হাসান বলেছেন: ভাই, রাস্তার পাশে প্রতিদিন ময়লার স্তুপ দেখি, পুরান ঢাকায়। এই নিয়ে তো কিছু বললেন না।

৪| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫০

বিজন রয় বলেছেন: কিন্ত করবে কে?

৫| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০২

রাজীব নুর বলেছেন: পজেটিভ ই লিখেছেন।

৬| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

ঢাকার লোক বলেছেন: বিজন রয় বলেছেন, কিন্ত করবে কে? আমারও সেই একই প্রশ্ন !

৭| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

ভ্রমরের ডানা বলেছেন:



ঢাকাতে মাত্র ২ শতাংশ রাস্তা আছে! বিশ্বে ২০ পার্সেন্ট স্টান্ডার্ড!

৮| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০২

ভাইয়ু বলেছেন: এগুলা করলে সরকার টাকা কামাবে কখন?

৯| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কমন বিষয়। আমার কাছে ক্ষমতা দিলে এই অবস্থাতেও লাইনে আনতে পারব...

১০| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৫

রাকু হাসান বলেছেন:


ব্যক্তিগত মতামত গুলো যথেষ্ট ভাল লাগলো ,সুন্দর বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.