নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংক্ষেপে নিজের সম্পর্কে মূল্যায়নঃ ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্জের মত স্বপ্ন দেখে যাই। স্বপ্ন দেখি আকাশ ছুবো, মেঘের ভেলায় উড়ে যাব, নিজের রঙে রাঙ্গিয়ে দিব, সত্য ও সুন্দরের আলো ফোটাবো। জানিনা পারব কি ব্যর্থ হবো। চেষ্টা তবু করেই যাবো।
ভালো থাকা ব্যাপারটা খুব অদ্ভুত। কাউকে ভাল থাকতে বলার অর্থ সে জীবন থেকে চলে যাচ্ছে। কিছু স্মৃতি রেখে যাচ্ছে। রাত শেষে সেই স্মৃতিগুলো ঘুম কেড়ে নিবে।
'ভালো থেকো' এই ছোট্ট কথায় অনেক বড় সত্য লুকিয়ে আছে। ওপাশের মানুষটা আর কখনো খোজ নিবে না। রাতে বাসার বাইরে থাকলে অস্থির হবে না। সে একটা কথার মাধ্যমেই অনেক দূরে চলে গেছে, অনেকটাই দূরে।
©somewhere in net ltd.
১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৩
রাজীব নুর বলেছেন: ঠিক।