নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংক্ষেপে নিজের সম্পর্কে মূল্যায়নঃ ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্জের মত স্বপ্ন দেখে যাই। স্বপ্ন দেখি আকাশ ছুবো, মেঘের ভেলায় উড়ে যাব, নিজের রঙে রাঙ্গিয়ে দিব, সত্য ও সুন্দরের আলো ফোটাবো। জানিনা পারব কি ব্যর্থ হবো। চেষ্টা তবু করেই যাবো।
অনেকেরই হয়তো জানা নেই যে বাইক এ বা গাডীতে থাকা নাম্বার প্লেট এর ক, খ, হ, ল ইত্যাদি অক্ষর কি অর্থে ব্যাবহৃত হয়। এগুলো মূলত যে অর্থে ব্যাবহৃত হয়,,,,,,
ক= ৮০০ সিসি প্রাইভেটকার
খ= ১০০০-১৩০০ সিসি প্রাইভেটকার
গ= ১৫০০-১৮০০ সিসি প্রাইভেটকার
ঘ= জীপগাড়ি
চ= মাইক্রোবাস
ছ= মাইক্রোবাস/ লেগুনা (ভাডায় চালিত)
জ= বাস (মিনি)
ঝ= বাস (কোস্টার)
ট= ট্রাক (বড)
ঠ= ডাবল কেবিন পিকআপ
ড= ট্রাক (মাঝারী)
ন= পিকআপ (ছোট)
প= ট্যাক্সি ক্যাব
ব= বাস (বড)
ভ= ২০০০+ সিসি প্রাইভেটকার
ম= পিকআপ (ডেলিভারী)
দ= সি এন জি (প্রাইভেট)
থ= সি এন জি (ভাডায় চালিত)
হ= ৮০-১২৫ সিসি মোটরবাইক
ল= ১৩৫-২০০ সিসি মোটরবাইক
ই= ট্রাক (ভটভটি)
#সংগৃহীত
২| ২৬ শে জুলাই, ২০১৭ সকাল ৯:১১
সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: ধন্যবাদ অনেক কিছু জানতে পারলাম।
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৬
অতনু কুমার সেন বলেছেন: আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১| ২৬ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৪৫
নাবিক সিনবাদ বলেছেন: ভালো পোস্ট।।