নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংক্ষেপে নিজের সম্পর্কে মূল্যায়নঃ ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্জের মত স্বপ্ন দেখে যাই। স্বপ্ন দেখি আকাশ ছুবো, মেঘের ভেলায় উড়ে যাব, নিজের রঙে রাঙ্গিয়ে দিব, সত্য ও সুন্দরের আলো ফোটাবো। জানিনা পারব কি ব্যর্থ হবো। চেষ্টা তবু করেই যাবো।
৮-১০ বছর আগে ক্লাসের সবচেয়ে ‘আগলি’
চেহারার মেয়েটা এখন দুই বাচ্চার মা কিন্তু চেহারা
ছুরোতে এখন যে কোন সুপার মডেলের
চেয়ে কম না!!
.
১০ বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী 'নজর
কাড়া' মেয়েটাও এখন দুই বাচ্চা মা। কিন্তু সেই রূপ
আর নাই।এখন আর আলাদা ভাবে সুন্দরী হিসাবে
কারো 'নজর কাড়ে' না!!
.
সব পরীক্ষায় টিচারের এক হাত পাশে বসেও নকল
করে জাতীয় ভার্সিটি থেকে পাশ করা ছেলেটা
এখন আইবিএ/ডিউ/এনেসইউর এক্স স্টুডেন্টদের
সাথে একি মাল্টিন্যাশনাল কোম্পানীতে “হ্যান্ডসাম”
স্যালারিতে ‘দক্ষতার’ সহিত জব করে!!
.
ক্লাসের সবচেয়ে বেশি পড়াশুনায় সময় ব্যয় করা
ছেলেটা এখনো বেকার ঘুরে।
.
ক্যামেরায়ালার গার্লফ্রেন্ড ভাগায় নিয়ে যাওয়া বাইকয়ালা
ছেলেটার ‘হবু বউ’ এখন আরেক 'স্টাব্লিষ্টড
টাকায়ালার' বিয়ে করা বউ!!
.
৬ বছর আগে ক্লাসের সবচেয়ে লাক্সারিয়াস ভাবে
চলাফেরা করা মেয়েটা এখন লোনের বোঝা
মাথায় নিয়ে কাজ করে!!
.
১৫ বছর আগে ক্লাসের লাস্ট বেঞ্চে বসা
কন্টিনিউয়াস খারাপ রেজাল্ট করা ছেলেটা এখন DU
এর এক্স স্টুডেন্ট!!
.
৭-৮ বছর ধরে নিজের ইচ্ছা মত একের পর এক
প্রেম করা সুন্দরী মেয়েটা এখন নিজের
অনিচ্ছায় অপছন্দের মানুষের সাথে সংসার করে!!
.
৫ বছর আগেও সবচেয়ে বেশি আল্লাদি জুটিটা এখন
একজন আরেক জনের ব্লক লিস্টে!!
.
৬-৭ বছর ধরে বার বার বড়লোক বয়ফ্রেন্ড
চেঞ্জ করা ফর্সাআআআআ সুন্দরী মেয়েটা
এখন পাত্র পক্ষের কাছে বার বার রিজেক্ট হয়!!
.
১৮-২০ বছর আগে ভাড়াটিয়াদের লেবু চিপায় রাখা ঢাকার
বাড়িয়ালা এখন টাকার টানাটানি নিয়ে মফস্বলে থাকে।
আর সেই ভাড়াটিয়া এখন ঢাকায় নিজের 'স্থায়ী' বাসায়
থাকে!!!
.
৩৫-৪০ বছর আগে প্রেম করে বিয়ে করা জুটিটা
এখন নিজের ছেলে মেয়ের প্রেম আছে
শুনে বাকরুদ্ধ হয়ে যায়!!
.
১০ বছর আগে আড্ডা জমানো ছেলেটাকে বন্ধু
সার্কেল থেকে সরিয়ে দেয়া মানুষটা এখন নিজেই
বন্ধুহীনতায় ভুগে!!
.
৪-৫ বছর আগে ক্লাসের সবার আগে তুলনামুলক
সবচেয়ে ভালো জায়গায় জব পেয়ে ‘স্টাব্লিস্টড’
ছেলেটা এখন দুই বছর ধরে কবরে!!
.
.
উপরের এগুলো কোন শুনা কথা না, সবই আমার
নিজের চোখে দেখা। ('৩৫-৪০ বছর আগের
কাপলের প্রেমটা' দেখি নাই, তাঁর ছেলে
মেয়ের টা দেখছি) গড় আয়ুর অর্ধেকও পার করি
নাই এখনো, আল্লাহ বাচাইলে সামনে আরো কি কি
দেখবো উপয়ালাই জানে।
কখন যে কার কপালে কি ঘটে তা আগে থেকে
প্রেডিক্ট করা সম্ভব না। অর্থ বিত্ত রুপ গুনের
কারনে সাময়িক কিছু দিনের জন্য আপনি হয়তো সময়
কে নিজের মত করে চালাতে পারবেন কিন্তু সব
সময় ‘সময়’ আপনার ইচ্ছা আর কর্ম অনুযায়ী চলবে
এমন আশা করলে ভুল করবেন।
.
আসলে টাইম . আসে। কারো হয়তো ৫ মাস
পরে আসে কারো ২৫ বছর পরে আসে।
আজকে আপনি কারো উপর জুলুম করলে, কাউকে
কটাক্ষ করলে, অহংকার করলে সিউর থাকেন এক দিন
আপনিও একি সিচুয়েশনে পড়বেন।
আবার আজকে আপনার উপর কেউ জুলুম করলে,
আন্ডারস্টিমেট করলে, ছেড়ে চলে গেলে
হতাশ হওয়ারো কিছু নাই। সময় নিজেই এর শোধ
নিবে।
.
অল্প কয়দিনের হায়াত, তার চেয়েও অল্প
কয়দিনের টাকা পয়সা রুপ গুণের ঠাটবাট... এরপরো
মানুষের এতো অহংকার কই থেকে আসে বুঝি না।
(collected)
২| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১১
চাঁদগাজী বলেছেন:
আপনি এখন কি করেন, আপনার বাচ্ছা আছে, নাকি ঘরে তেলেপোকা দৌড়াদৌড়ি করছে?
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: গাজি সাহেবের মন্তব্যের জন্য।
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সাত দিনের জীবনে দেড় দিনের যৌবন।
৫| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আসলে টাইম . আসে। কারো হয়তো ৫ মাস
পরে আসে কারো ২৫ বছর পরে আসে।
আজকে আপনি কারো উপর জুলুম করলে, কাউকে
কটাক্ষ করলে, অহংকার করলে সিউর থাকেন এক দিন
আপনিও একি সিচুয়েশনে পড়বেন।
আবার আজকে আপনার উপর কেউ জুলুম করলে,
আন্ডারস্টিমেট করলে, ছেড়ে চলে গেলে
হতাশ হওয়ারো কিছু নাই। সময় নিজেই এর শোধ
নিবে।
বঙ্গবন্ধু মড়ার পর আওয়ামীলীগ কে ২৫ বছর পর ক্ষমতায় আসা,
আর, জামাত, বিম্পি কে এখন ক্ষমতার বাইরে থাকা, একই সিচুয়েশনে পড়া বা সময় নিজেই এর শোধ
নিচ্ছে বলে ধরে নেওয়া যায়।
৬| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর সব কথা। ইহায় জীবন এর বাহিরে কিছুই নাই। ভাল থাকবেন।
৭| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪২
আলগা কপাল বলেছেন: কি আর কমু! যা কওয়ার লেখকই কইয়া দিছে। পইড়্যা কিছুক্ষণ আশ্চর্য অইয়া বইয়া রইলাম। তাই তো! আগে তো এতো গভীরভাবে ভাবি নাই!
©somewhere in net ltd.
১| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার জন্য