নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংক্ষেপে নিজের সম্পর্কে মূল্যায়নঃ ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্জের মত স্বপ্ন দেখে যাই। স্বপ্ন দেখি আকাশ ছুবো, মেঘের ভেলায় উড়ে যাব, নিজের রঙে রাঙ্গিয়ে দিব, সত্য ও সুন্দরের আলো ফোটাবো। জানিনা পারব কি ব্যর্থ হবো। চেষ্টা তবু করেই যাবো।
আমার বউ কারো উপর রাগ করিয়া হয়তো মনের দু:খে আমার কাছে তাহার খোব প্রকাশ করিল এমন করিয়া -যে তিনি বিদেশে আমার কাছে আসিলে আর কোনদিন ও দেশে ফিরিয়া যাইবেন না । অমিও তাহার সাথে একমত পোশন করিয়া হু বলিলাম ।
আর মনে মনে কহিলাম তোমার মতো আমি আর আমার বন্ধু রইক্কা কতো বার ইহা বলিয়াছি যে দেশে ফিরে যাব না যদি কোনদিন বিদেশ আসিতে পারি । বাংলাদেশের মানুষ বড় খারাপ (আমি সহ ), চার দিকে জামেলা আর জামেলা। লোকাল বাসে উঠলে বঘলের গন্ধে বমি আসিয়া যায় । বজ্জাত দেশ একপটা । কিন্তিু বিদেশ আসিয়া বুজিলাম , যে নিজের দেশেন মায়া ত্যগ করা কি এতই সোজা। আমার দেশ আমার প্রান । প্রতিদিন মনে মনে কটি বার বলি যদি বাড়ি যাইতে পারিতাম , আমার বডবোডি মোটর বাইক খানা নিয়া একটা চক্কর দিতে পারিতাম । তাহাহইলে কতোয়ীনা মজা হইতো । - আফসোস
©somewhere in net ltd.