নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্

অতনু কুমার সেন

সংক্ষেপে নিজের সম্পর্কে মূল্যায়নঃ ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্জের মত স্বপ্ন দেখে যাই। স্বপ্ন দেখি আকাশ ছুবো, মেঘের ভেলায় উড়ে যাব, নিজের রঙে রাঙ্গিয়ে দিব, সত্য ও সুন্দরের আলো ফোটাবো। জানিনা পারব কি ব্যর্থ হবো। চেষ্টা তবু করেই যাবো।

অতনু কুমার সেন › বিস্তারিত পোস্টঃ

ভুলে যান কেন, দুনিয়া ১৪০০ বছরে অনেক পরিবর্তন হয়েছে - এর সাথে তাল মিলিয়ে চিন্তা চেতনায় পরিবর্তন আনুন

০৪ ঠা জুলাই, ২০১৬ ভোর ৬:১২

জঙ্গি দেখতে চান? যে কোন একটা নাস্তিকের আইডিতে চলে যান আর কমেন্ট পড়তে থাকুন! অজস্র বাঙালি জঙ্গি পাবেন সেখানে। যদি কোন নাস্তিক তার প্রানের ভয়ে বাংলাদেশ ছেড়ে বিদেশে চলে গিয়ে থাকে তাহলে খারাপ তো কিছু করেনি, সে তার প্রাণ বাঁচাতে এ কাজ করেছে। তার অপরাধ হচ্ছে সে ইসলামের বিরুদ্ধে লিখেছে! ইসলামের প্রতি ভালবাসায় আপনার শরীরের রক্ত এতো টগবগ করে তো আপনি ইসলামের পক্ষে লিখেন না কেন? সে ইসলামের ১টা খারাপ বিষয় লিখলে আপনি সেই বিষয়ে যুক্তি খন্ডন করুন পারলে আরও ১০ টি ভাল জিনিস লিখুন! সে ইসলামকে গালি দিয়ে থাকলে আপনি এভয়েড করুন, পারলে ইসলামের ১০টি বিষয়ে প্রশংসা করে আর্টিকেল লিখুন। কলমের জবাব কলমে দিন। নাকি চাপাতি হাতে নিতেই বেশি ইচ্ছা করে? তাহলে বিশ্ব মুসলিমদের জঙ্গি বলে খারাপ তো কিছু করছে না!
ইন্টারনেট ওপেন স্পেস, যার যা ইচ্ছা তা লিখবে। কারও ইচ্ছা হলে চটি লিখবে আর কারও ইচ্ছা হলে গজল লিখবে - কীর্তন লিখবে। ছন্দ, কবিতা, গান, গল্প, উপন্যাস, নিন্দা যার যা ইচ্ছা প্রকাশ করবে। দিন শেষে যে ইন্টারনেটকে সমৃদ্ধ করবে সেই জয়ী হবে! বলা হয়ে থাকে একটি জাতির সবচেয়ে বড় প্রাচুর্য্য তার সাহিত্য। ইসলামি সাহিত্য আবার প্রাচুর্যপুর্ণ করে তুলুন। ভুলে যান কেন, দুনিয়া ১৪০০ বছরে অনেক পরিবর্তন হয়েছে, এর সাথে তাল মিলিয়ে চিন্তা চেতনায় পরিবর্তন আনুন। মানুষকে ভালবাসুন সে যেই ধর্মেরই হোক । - Anwar Hussain

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৬ সকাল ৭:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সে ইসলামকে গালি দিয়ে থাকলে আপনি এভয়েড করুন,
না এভয়েড করবোনা,তার টুটি চেপে ধরবো...............এতে জঙ্গি হলে তাই সই।
এত ইসলামের বিরুদ্ধে লিখতে হাত নিশপিশ করে কেনো?
বেশী সুরসুরি লাগলে নিজ ধর্মের বিরুদ্ধে গালি দিয়ে লিখুন।দেখি স্বজাতিরা কেমন ওয়েলকাম করে।
ইসলাম বিদ্বেষ বাদ দিয়ে মানুষকে ভালবাসুন সে যেই ধর্মেরই হোক

২| ০৪ ঠা জুলাই, ২০১৬ সকাল ৮:০৪

নাবিক সিনবাদ বলেছেন: নাস্তিকরা যদি ইসলাম বিদ্বেষী লেখা না লিখে যুক্তিনির্ভর লেখা লিখতো তাহলে তো কোনো সমস্যাই ছিলোনা।

কিন্তু অধিকাংশ নাস্তিকই শুধুমাত্র ইসলাম বিদ্বেষী লেখা লিখে থাকে, এবং মনগড়া ভাবে কোরান হাদিসের অপব্যাখ্যা ও অর্থ বিকৃত করে অশ্লীল পোস্ট লেখে, সমস্যাটা এইখানেই।

মুসলিমরা তাদের ধর্ম, আল্লাহ ও তার রাসূলকে নিজের মা-বাবা চেয়ে বেশি ভালোবাসে, একারণে তাদের নিয়ে অশ্লীল কিছু বললে অনেকেই তা সহ্য করতে পারেনা। ধরুন আপনার মা-বাবাকে নিয়ে কেউ যদি অশ্লীল কথা বলে তখন আপনার কেমন লাগবে?

তবে এইকারণে কারো কল্লা ফেলে দেয়াটা মোটেই উচিত কাজ নয়, নাস্তিক, আস্তিক সবারই সহনশীল হওয়া উচিত।

৩| ০৪ ঠা জুলাই, ২০১৬ সকাল ৮:০৮

সেলিম৮৩ বলেছেন: ইসলাম ভালো না লাগে গার্ল ফ্রেন্ড নিয়ে পড়ে থাকো। ইসলামকে গালি দিও না। এটা মুসলমান বরদাসত করেনা।
তোমাদের উদ্দেশ্য জঙ্গি নয়-ইসলাম নিয়ে খিস্তি-খেউড় করা।
ইসলাম না মানলে কি মানিবে? সেইটার নাম কি?
কলম ধরলে সন্ত্রাসের বিরুদ্ধে ধরো-ইসলামের বিরুদ্ধে নয়।

৪| ০৪ ঠা জুলাই, ২০১৬ সকাল ৮:৫৩

আহলান বলেছেন: অবাক লাগলো আপনার লেখা পড়ে। আচ্ছা আপনি নিশ্চই আপনার পরিবার বাবা মা ভাই বোন সবাইকে খুব ভালোবাসেন। কেউ যদি শখ করে বা কোন কারণেই আপনার বাবা মাকে বিশ্রী ভাষায় গালাগাল করে, আপনি কি এটা বাক স্বাধীনতা বলে এড়িয়ে যেতে পারবেন? এভয়ডে করতে পারবেন? পারবেন না। ঠিক তেমনি ইসলামের অনুসারীদের কাছে আল্লাহ ও তাঁর রাসুল নিজ বাবা মায়ের চেয়েও অধিক শ্রদ্ধাস্পদ। তাদের এই বিশ্বাসে ভালোবাসায় বিশ্রী ভাষায় আঘাত করলে তারা যদি তার প্রত্যুত্তর দেয়, সেটার নাম কি জঙ্গিবাদ?
আর এভাবে চাপাতি দিয়ে কুপিয়ে মানুষ হত্যা কারী কখনোই ইসলামের অনুসারী হতে পারে না। গালবাজ নাস্তিক আর ধর্মের নামে চাপাতিধারী উভয়ই গার্বেজবাসী .... ঘৃণিত .... পরিবেশের জন্য ক্ষতিকারক ... তাই এদেরকে বর্জন করুন। নিজেও এসব থেকে দূরে থাকুন।

৫| ০৪ ঠা জুলাই, ২০১৬ সকাল ৯:০১

অগ্নিবেশ বলেছেন: বিশ্রী ভাষায় আঘাত করলে তারা যদি তার প্রত্যুত্তর দেয়, সেটার নাম কি জঙ্গিবাদ?
প্রত্যুত্তর = চাপাতি।
বুঝলাম, সব শেষ।

বাপ মায়েরে গালি দিলে তার কল্লা ফেলে দিতে হয়।
বুঝলাম, সব শেষ।

৬| ০৪ ঠা জুলাই, ২০১৬ সকাল ৯:৫৩

বিবেক ও সত্য বলেছেন: ধর্মীয় অনুভূতীতে আঘাত:আলেমদের ভূমিকা-ইসলামের দৃষ্টিতে সঠিক না বেঠিক

৭| ০৪ ঠা জুলাই, ২০১৬ সকাল ১০:০২

বিবেক ও সত্য বলেছেন: যা মানবতার জন্য ক্ষতিকর তার সমালোচনা তো করতেই হবে। আপনার কাছে ইসলাম প্রিয় (যদিও যৌক্তিক কারনে নয়, জম্মগতসুত্রে), যার কাছে যেটা সঠিক সে তার পক্ষে কথা বলবে। নাস্তিকতার বিপক্ষে মুসলমানেরা কম গালাগালি করে না।

৮| ০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ১২:২১

হাসান কালবৈশাখী বলেছেন:
জঙ্গিপনা দূর হবে কিভাবে?
ব্লগেই তো অজস্র জঙ্গি। আমাদের আশেপাশেও আছে, আত্নিয়স্বজনদের ভেতরেও আছে। এরা পারিবারিক ভাবেই লালিত হয়েছে হিন্দুবিদ্যেসি মনভাব নিয়ে, বড়হয়ে জঙ্গিপনা সমর্থন, ছেলেমেয়েদের ইংলিশ মিডিয়ামে পড়ালেও বাসায় লালিত হয় হিন্দুবিদ্যেসি আর জঙ্গিসমর্থন।

একজন স্বনামধন্য কবি নামধারি ব্লগারের কমেন্ট দেখুন - বলছে "টুটি চেপে ধরবো....." ডট ডট দিয়ে বোঝাচ্ছে প্রয়জনে টুটি বিচ্ছিন্ন করা হবে, এতে তাকে জঙ্গি আখ্যা দেয়া হলেও কোন ব্যাপার না।
এই কবি জানেও না যে প্রকৃত খেলাফত কায়েম হলে তার শিরোচ্ছেদ হবে কবিতা-ছড়া লেখার অপরাধে।

৯| ০৪ ঠা জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৯

আহলান বলেছেন: ভুল বুঝলে আর কি করার আছে। পোষ্টটা ভালো ভাবে পড়ে তারপর কারোর মন্তব্য বিশ্লেষন করা উচিৎ @অগ্নিবেশ

১০| ০৫ ই জুলাই, ২০১৬ সকাল ৭:০১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: @হাসান কালবৈশাখী

আধাপাঠে সংশয়
পুরোপাঠে হবে ক্ষয়;
থাকো প্লিজ নির্ভয়
এ শর্মা জঙ্গি নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.