নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংক্ষেপে নিজের সম্পর্কে মূল্যায়নঃ ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্জের মত স্বপ্ন দেখে যাই। স্বপ্ন দেখি আকাশ ছুবো, মেঘের ভেলায় উড়ে যাব, নিজের রঙে রাঙ্গিয়ে দিব, সত্য ও সুন্দরের আলো ফোটাবো। জানিনা পারব কি ব্যর্থ হবো। চেষ্টা তবু করেই যাবো।
চাকর হবেন নাকি উদ্যোক্তা, ভাবুন আরও একবার...
চাকুরী মানেই আমাদের কাছে নিরপত্তার এক গাছ। মাস গেলেই নির্দিষ্ট অংকের বেতন। বছর ঘুরতেই প্রমোশন আর ইনক্রিমেন্ট। সেই সাথে নয়টা পাঁচটা অফিস। বেশ তো কেটে যাচ্ছে। আর সরকারি চাকুরী মানে নিরাপত্তার বিশাল বটগাছ। যার ছায়াতলে মৃত্যুর আগ পর্যন্ত নিরাপত্তা। আর তাই লেখাপড়া শেষ করেই চাকুরীর জন্য হন্যে হয়ে সোনার হাতি খোঁজা। যদিও এ দৌড়ে সবাই এগিয়ে থাকতে পারছে না। তবে কারও কিন্তু চেষ্টার ত্রুটি নাই।
চাকুরী আপনাকে যা দিয়েছে তার দিকে একটু তাকাই। মাস গেলে নির্দিষ্ট অংকের বেতন আর নিরাপত্তা। অফিসে বসের চোখ রাঙ্গানো বকা। অফিস শেষেও কাজ শেষ না হওয়ায় ওভার টাইম ডিউটি। কাজের ভুল ত্রুটির জন্য কখনও বা আর্থিক জরিমানা কিংবা আনুষঙ্গিক সুবিধা থেকে বঞ্চনা। সেই সাথে পেয়েছেন বাড়তি কাজের চাপ আর অফিসের মধ্যে বিরাজমান অসুস্থ পলিটিক্স। দিন শেষে বাড়ি ফিরেও টেনশন আর ফোনের বাড়তি ঝামেলা। ঘরের কাছের মানুষটির বকা, চাকুরীতো আরও মানুষ করে তুমি তো অফিস বাসায় নিয়ে আসছো।
চাকুরী আপনাকে যা থেকে বঞ্চিত করেছে তা শুনলে আতকে উঠতে পারেন। চাকুরী আপনার সৃজনশীল সৃষ্টির ক্ষমতাকে গলাটিপে হত্যা করেছে। আপনার মধ্যকার উদ্যোক্তা হওয়ার সম্ভাবনাকে নয়টা পাচ টার যাতাকলে ফেলে বড় হওয়ার স্বপ্নভঙ্গ করেছে। যেখানে আপনি নিজেই নিজের বস হতে পারতেন সেখানে আপনাকে অন্যের চাকর করেছে। আপনার ভেতরের জেগে ওঠার ক্ষমতাকে দাসত্বে পরিণত করেছে।
কি করবেন...সিদ্ধান্ত এখন আপনার...।
০৪ ঠা জুলাই, ২০১৬ ভোর ৬:১৫
অতনু কুমার সেন বলেছেন: হুম। ধন্যবাদ
২| ২৭ শে জুন, ২০১৬ সকাল ৯:০৮
আহলান বলেছেন: আপনার কথা শত ভাগ তো সবার জন্য এপ্লিকেবল না বলে মনে হয়। তবে অনেকের জন্য এপ্লিকেবল। চাকরী মনেই চাকর। সে যতো মোটা মাইনেই বেতন পাক না কেন। আর যার মধ্যে প্রতিভা বিদ্যমান, সে কোন না কোন ভাবেই তার বিকাশ ঘটাবেই ... ধন্যবাদ।
০৪ ঠা জুলাই, ২০১৬ ভোর ৬:১৫
অতনু কুমার সেন বলেছেন: ধন্যবাদ
৩| ২৭ শে জুন, ২০১৬ সকাল ৯:০৮
জুন বলেছেন: যেখানে আপনি নিজেই নিজের বস হতে পারতেন সেখানে আপনাকে অন্যের চাকর করেছে। [/sb।
তবে সব ক্ষেত্রেই হয়তো আপনার কথাটি ১০০% ভাগ সত্য নয়। নিজস্ব ক্রিয়েটিভিটি, সুযোগ সুবিধা আর ভাগ্য সহায়তা না করলে হাজার পরিশ্রম করলেও উদ্যোক্তা হওয়া কি সম্ভব?
০৪ ঠা জুলাই, ২০১৬ ভোর ৬:১৮
অতনু কুমার সেন বলেছেন: সহমত
৪| ২৭ শে জুন, ২০১৬ সকাল ৯:১২
ডঃ এম এ আলী বলেছেন: অনেক চাকুরীইতো সৃজনশীল কাজের জন্য যেমন ডিজাইনার , আর্কিটেকচার , এই সমস্ত চাকুরীকে কি বলবেন । তবে চিন্তটা ভাল অনেক কে চিন্তিত করবে তিনি কি চাকুরী করবেন না উদ্যোক্তা হবেন । তবে যার মধ্যে সৃজনশীলতা আছে তিনি তার সৃজনশীল ক্রিয়াকর্ম চালিয়ে যাবেন যখন যে অবস্থাতেই থাকুন না কেন । চাকুরীতে থেকেই বেশীরভাগ লোক সৃজনশীল হয়েছেন আর উদ্যোক্তারা বেশীরভাগই টাকার পিছে ঘুরেছেন । সালমান এফ রহমান , অাওয়ালখান , জহিরূল ইসলাম , মন্নুজান , এসসমস্ত বড় বড় উদ্যোক্তাদের সৃজনশীল শিল্পকর্মের কোন বিশেষ পরিচিতি তো চোখে পড়েনা । তাদের বড় বড় নান্দনিক ভবন সমুহের নয়নাবিরাম ডিজাইনতো তাদের অধীনে চাকুরী জীবিরাই করেছেন । যাহোক আপনার পোস্টের লিখায় অনেক বিষয় ভাল লেগেছে ।
ভাল থাকার শুভ কামনা থ্কল ।
০৪ ঠা জুলাই, ২০১৬ ভোর ৬:১৮
অতনু কুমার সেন বলেছেন: হুম ভাই লাক একটা বিষয় । ধন্যবাদ আপনাকে
৫| ২৭ শে জুন, ২০১৬ সকাল ৯:৫৪
মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: সহমত পোষণ করছি এবং নিন্মলিখিত পোষ্টগুলোর সাথে সম্পৃক্ততা থাকায় শেয়ার করছি অধিক বোধগম্যতার আশায়।
http://www.somewhereinblog.net/blog/mrahim04/30090105
http://www.somewhereinblog.net/blog/mrahim04/30101173
০৪ ঠা জুলাই, ২০১৬ ভোর ৬:২৫
অতনু কুমার সেন বলেছেন: ধন্যবাদ আপনাকে
৬| ২৭ শে জুন, ২০১৬ সকাল ১১:০৬
সুমন কর বলেছেন: সবাই কি ভাল উদ্যোক্তা হতে পারে এবং সব সময় কি ভাগ্য ভালো হয় !!!
০৪ ঠা জুলাই, ২০১৬ ভোর ৬:২০
অতনু কুমার সেন বলেছেন: চেষ্টা করতে সমস্যা কই ?
৭| ২৭ শে জুন, ২০১৬ দুপুর ২:২৯
বিল্রাল বলেছেন: আমি আপনার সাথেই আছি' আল্লাহর তিরিশটা দিনই এই সমস্যায় থাকি....।
০৪ ঠা জুলাই, ২০১৬ ভোর ৬:২৪
অতনু কুমার সেন বলেছেন: ধন্যবাদ আপনাকে
৮| ২৭ শে জুন, ২০১৬ বিকাল ৫:৪৮
জাগরিত নিদ্রা বলেছেন: আপনার কথা গুলো যেন আমার কথা।
" ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্ "------- এ কথা গুলো যেন আমার।
০৪ ঠা জুলাই, ২০১৬ ভোর ৬:২৩
অতনু কুমার সেন বলেছেন: ধন্যবাদ আপনাকে
৯| ০৪ ঠা জুলাই, ২০১৬ ভোর ৬:২৬
ডঃ এম এ আলী বলেছেন: ভাইয়া " হুম ভাই লাক একটা বিষয়' ঠিক অনুধাবন করতে পারলামনা অনেক উচ্চমার্গের সৃজনশীল রচনা মনে হচ্ছে ।
যাহোক, প্রতি উত্তরের জন্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ২৭ শে জুন, ২০১৬ সকাল ৮:৪১
শায়মা বলেছেন: আমার চাকুরী আমাকে সৃজনশীলতায় অনেক অনেক বেশি হেল্প করেছে ভাইয়া।