নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্

অতনু কুমার সেন

সংক্ষেপে নিজের সম্পর্কে মূল্যায়নঃ ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্জের মত স্বপ্ন দেখে যাই। স্বপ্ন দেখি আকাশ ছুবো, মেঘের ভেলায় উড়ে যাব, নিজের রঙে রাঙ্গিয়ে দিব, সত্য ও সুন্দরের আলো ফোটাবো। জানিনা পারব কি ব্যর্থ হবো। চেষ্টা তবু করেই যাবো।

অতনু কুমার সেন › বিস্তারিত পোস্টঃ

একটি অসাধারন সুন্দর ঘটনাঃ তুমি বড় হলে এমনিতেই সে ছোট হয়ে যাবে

২৬ শে জুন, ২০১৬ ভোর ৬:৪৯



শিক্ষক ক্লাসে ঢুকে ব্লাকবোর্ডে একটা লম্বা
দাগ টানলেন;
এবার সবাইকে উদ্দেশ্য করে জানতে
চাইলেন:
-আচ্ছা তোমাদের মধ্যে কে আছো?
যে এই দাগটিকে ছোট করতে পারবে?
কিন্তু শর্ত হচ্ছে তোমরা একে মুছতে
পারবে না!!
না মুছেই ছোট করতে হবে!!
-তারপর, ছাত্ররা সবাই অপারগতা প্রকাশ করলো।
কারণ,
মোছা ছাড়া দাগটিকে ছোট করার আর
কোনো পদ্ধতি তাদের মাথায় আসছে না!!
-এবার শিক্ষক দাগটির নীচে আরেকটি দাগ
টানলেন,
যা আগেরটির চেয়ে একটু বড়।
ব্যস,
আগের দাগটি মোছা ছাড়াই ছোট হয়ে
গেলো!
শিক্ষক:
-বুঝতে পারলে তোমরা???
কাউকে ছোট করতে বা হারাতে হলে
তাকে স্পর্শ না করেও পারা যায়!!
নিজেকে বড় করো, গড়ে তুলো,
তাহলে অন্যের সমালোচনা/দুর্নাম করে
তাকে ছোট করতে হবে না,
"
তুমি বড় হলে এমনিতেই সে ছোট হয়ে
যাবে!!".. :)

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৬ সকাল ৭:২২

তাদ্রিহান বলেছেন: সুন্দর

২৭ শে জুন, ২০১৬ সকাল ৮:০১

অতনু কুমার সেন বলেছেন: ধন্যবাদ

২| ২৬ শে জুন, ২০১৬ সকাল ৮:১৮

দ্বীন মুহাম্মদ সুমন বলেছেন: Thanks for this nice story. It worked like a charm for me in these bad days. May Allah bless u vai

২৭ শে জুন, ২০১৬ সকাল ৮:০২

অতনু কুমার সেন বলেছেন: God bless You Too Bro

৩| ২৬ শে জুন, ২০১৬ সকাল ৮:৩৪

ডঃ এম এ আলী বলেছেন: খুব সুন্দর উপমা দিয়েছেন ধন্যবাদ

২৭ শে জুন, ২০১৬ সকাল ৮:০৪

অতনু কুমার সেন বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই

৪| ২৬ শে জুন, ২০১৬ সকাল ৮:৩৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: অনেক সুন্দর উপমা।

২৭ শে জুন, ২০১৬ সকাল ৮:০৫

অতনু কুমার সেন বলেছেন: Thank you bro.

৫| ২৬ শে জুন, ২০১৬ সকাল ৯:২৪

অতৃপ্তচোখ বলেছেন: সহজ জিনিসটি সেই ছাত্রদের মতো অনেকেই বুঝে উঠতে পারে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ

২৭ শে জুন, ২০১৬ সকাল ৮:০৭

অতনু কুমার সেন বলেছেন: ধন্যবাদ ভাই

৬| ২৬ শে জুন, ২০১৬ সকাল ৯:২৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তুমি বড় হলে এমনিতেই সে ছোট হয়ে
যাবে!!".. :)

সত্য কথা। ধন্যবাদ ভাই অতনু কুমার সেন।

২৭ শে জুন, ২০১৬ সকাল ৮:০০

অতনু কুমার সেন বলেছেন: ধন্যবাদ দাদা

৭| ২৬ শে জুন, ২০১৬ সকাল ১০:৫৫

দ্যা প্রোক্রাস্টিনেটর বলেছেন: অনুপ্রাণিত হলাম,........ ভাল লেগেছে, ধন্যবাদ সুন্দর লেখার জন্য .........

২৭ শে জুন, ২০১৬ সকাল ৮:০০

অতনু কুমার সেন বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকেও

৮| ২৭ শে জুন, ২০১৬ সকাল ৮:৪২

শায়মা বলেছেন: গুড গুড !!!!!!!

অনেক ভালো লাগা!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:২৬

অতনু কুমার সেন বলেছেন: ধন্যবাদ ভাই

৯| ২৭ শে জুন, ২০১৬ সকাল ৮:৫৫

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতিউত্তরের জন্য ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:২৭

অতনু কুমার সেন বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.