নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্

অতনু কুমার সেন

সংক্ষেপে নিজের সম্পর্কে মূল্যায়নঃ ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্জের মত স্বপ্ন দেখে যাই। স্বপ্ন দেখি আকাশ ছুবো, মেঘের ভেলায় উড়ে যাব, নিজের রঙে রাঙ্গিয়ে দিব, সত্য ও সুন্দরের আলো ফোটাবো। জানিনা পারব কি ব্যর্থ হবো। চেষ্টা তবু করেই যাবো।

অতনু কুমার সেন › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর সবচেয়ে ভালো দেশ হিসেবে শীর্ষে ‘সুইডেন’

১১ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

সবদিক থেকে বিশ্বের সবচেয়ে ভালো দেশের মর্যাদা পেল সুইডেন। গুড কান্ট্রি ইনডেক্সে ১৬৩টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১২১তম। ‘ভালো দেশে’র তকমা পাওয়া সুইডেন কেন ভালো? রিপোর্ট বলছে, সুইডেন অন্যান্য দেশের তুলনায় আর্থিক দিক থেকে বেশ সচ্ছ্বল। এছাড়া অন্যান্য দেশের তুলনায় অনেক কম ক্ষতিকারক ও মানবিক ।

বিজ্ঞান, সংস্কৃতি, নিরাপত্তা ও শান্তি, জলবায়ুর পরিবর্তন, স্বাস্থ্য ও সমতা বজায়ের দিক থেকে বিচার বিবেচনা করে মোট ১৬৩টি দেশকে তালিকাভুক্ত করা হয়েছে। সেরা ১০টি দেশের মধ্যে প্রথমেই রয়েছে সুইডেনের নাম। দ্বিতীয় স্থানে রয়েছে ডেনমার্ক। তৃতীয়তে নেদারল্যান্ড। এরপর ইউকে, জার্মানি, ফিনল্যান্ড, কানাডা, ফ্রান্স, অস্ট্রিয়া ও নিউজিল্যান্ড। লিবিয়াও রয়েছে ভালো স্থানেই। সব মিলিয়ে ভারতের স্থান ৭০ এ। বিশ্বের অন্যতম বড় অর্থনীতির দেশ চীনের অবস্থান ৬৭তম। পাকিস্তানের অবস্থান ১১৭তম। বাংলাদেশের অবস্থান ১২১তম। তথ্য ও প্রযুক্তিতে ১১৯ তম, সংস্কৃতিতে ১৪৭তম, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সূচকে ৫৯ তম, জলবায়ু পরিবর্তনে ১৩২তম, উন্নয়ন এবং সমতা সূচকে ১২৩ তম এবং স্বাস্থ্য খাতে ৯৪তম অবস্থানে বাংলাদেশ।

গুড কান্ট্রি ইনডেস্ক তৈরি করেন, ব্রিটিশ গবেষক সিমন আনহোল্‌থ। বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করার ক্ষেত্রে স্বতন্ত্র পরামর্শক হিসেবে তিনি কাজ করেন।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

চাঁদগাজী বলেছেন:




আমরা ১ নং এ যেতে কত সময় লাগতে পারে?

২| ১১ ই জুন, ২০১৬ রাত ৯:৪৭

ঢাকাবাসী বলেছেন: ওরা বলছে বাং.. ১৬৩ টা দেশের মধ্যে ১২১ তম? অসম্ভব! ওরা রিপোর্ট নেয় বিবিএস এর কাছ থেকে আর বিবিএস মানেই ১০০% মিথ্যের ভান্ডার! বাস্তবে বাং.. সবটাতেই সর্ব নিম্নে। খালি করাপশনে সবার আগে, চ্যাম্পিয়ন। দৃনিয়ার সব জায়গাতে প্রতি কিলোমিটার রাস্তা বানাতে লাগে ৯ কোটি থেকে ৩০ কোটি টাকা আর আমাদের ঠিকাদাররা টাকা নেন প্রতি কিলোমিটারে ৯৫ কোটি টাকা! সোনা দিয়ে বানালেও এর চাইতে কম লাগবে মনে হয়!

৩| ১২ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪৯

মিথুন আহমেদ বলেছেন: এই সিমন আনহোল্‌থ নির্ঘাত জামাত বিম্পির টাকা খাইয়্যা এই রিপোর্ট বানাইছে। এত এত উন্নয়ন ওদের চোখে পড়ে না নাকি। দাড়া নোবেল প্রাইজটা কোনমতে পাইয়া লই , তারপর দেখবি ।

৪| ১৩ ই জুন, ২০১৬ রাত ১২:৪৫

বিপরীত বাক বলেছেন: ঢাকাবাসী বলেছেন: ওরা বলছে বাং.. ১৬৩ টা দেশের মধ্যে ১২১ তম? অসম্ভব! ওরা রিপোর্ট নেয় বিবিএস এর কাছ থেকে আর বিবিএস মানেই ১০০% মিথ্যের ভান্ডার! বাস্তবে বাং.. সবটাতেই সর্ব নিম্নে। খালি করাপশনে সবার আগে, চ্যাম্পিয়ন। দৃনিয়ার সব জায়গাতে প্রতি কিলোমিটার রাস্তা বানাতে লাগে ৯ কোটি থেকে ৩০ কোটি টাকা আর আমাদের ঠিকাদাররা টাকা নেন প্রতি কিলোমিটারে ৯৫ কোটি টাকা! সোনা দিয়ে বানালেও এর চাইতে কম লাগবে মনে হয়!

৫| ১৪ ই জুন, ২০১৬ রাত ৯:২০

তামান্না তাবাসসুম বলেছেন: নতুন কিছু জানলাম। ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.