নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংক্ষেপে নিজের সম্পর্কে মূল্যায়নঃ ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্জের মত স্বপ্ন দেখে যাই। স্বপ্ন দেখি আকাশ ছুবো, মেঘের ভেলায় উড়ে যাব, নিজের রঙে রাঙ্গিয়ে দিব, সত্য ও সুন্দরের আলো ফোটাবো। জানিনা পারব কি ব্যর্থ হবো। চেষ্টা তবু করেই যাবো।
বাংলাদেশে এক হিন্দু পুরোহিতকে জবাই করে সন্ত্রাসীরা তাদের রমজান শুরু করেছে। শুধু হিন্দু নয়, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বীদেরও খুন করা হচ্ছে। সেদিন বোরখা পরা এক হিজাবি মেয়েকে খুন করা হলো, কারণ তার স্বামী মৌলবাদ-বিরোধী। কারও নিরাপত্তা আজ বাংলাদেশে নেই।
ইসলাম যদি আরও উদার না হয়, তবে সবচেয়ে বেশি ক্ষতি মুসলিমদের। আজ বিশ্বের অগুনতি মানুষ মুসলিমদের নিন্দে করছে। অনেকে তাদের আর বিশ্বাস করছে না। মুসলিম নাম শুনেই ছিটকে সরে যাচ্ছে, ভয় পাচ্ছে। মুসলিমরা দুনিয়া জুড়ে কিছু সন্ত্রাসী গোষ্ঠীর কারণে অসহিষ্ণু, ঘাতক, বর্বর বলে চিহ্নিত হচ্ছে। ইসলামকে উদার করার দায়িত্ব নিতে হবে মুসলিমকেই। বিশ্বের কাছে মুসলিমদের প্রমাণ করতে হবে যে তারা সন্ত্রাসী আর অসহিষ্ণু নয়, তারা জঙ্গিদের সমর্থন করে না, তারা ক্ষমায়, উদারতায়, স্বাধীনতায় এবং মানবাধিকারে বিশ্বাস করে, তারা মানুষের মত প্রকাশের অধিকারে বিশ্বাস করে। মানবাধিকার আর গণতন্ত্রকে সম্মান না করলে বিশ্বের বিবেকবান মানুষের কাছ থেকে সম্মান পাওয়ার কোনও পথ খোলা নেই।
১১ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২০
অতনু কুমার সেন বলেছেন: ভাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন সব বুজতে পারবেন আস্তে আস্তে । আমি কোন ধর্ম কে ছোট করে দেখছি না
২| ০৯ ই জুন, ২০১৬ রাত ৩:১৩
মোস্তফা ভাই বলেছেন: সময় হয়েছে নিজেদের সুধরে নেবার, পরিবর্তন করার, না হলে শান্তিপ্রিয় সভ্যসমাজ জোর করে পরিবর্তন করতে বাধ্য করবে। আমেরিকার বোমা খেয়ে অসভ্য আফগানিস্তান থেকে তালিবানরা বিতারিত হয়েছে, আমেরিকার-ইসরায়েলের ভয়ে পাকিস্তানও এখন জংগী দমন করছে। মায়ানমারে রোহিংগারা বৌদ্ধ মেয়ে দের ধর্ষন করে রেহাই পায় নাই, মায়ানমার সরকার তাদের দেশ ছাড়া করেছে। তাই বলছি, পরিবর্তন আসবে, শুধু জোর খাটাতে হবে। যেমন কুকুর তেমনি মুগুর।
১১ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২১
অতনু কুমার সেন বলেছেন: জি ভাই সময় হয়েছে নিজেদের সুধরে নেবার, পরিবর্তন করার, না হলে শান্তিপ্রিয় সভ্যসমাজ জোর করে পরিবর্তন করতে বাধ্য করবে। সহমত
৩| ০৯ ই জুন, ২০১৬ রাত ৩:৪৯
মহা সমন্বয় বলেছেন: ইসলাম যদি আরও উদার না হয়, তবে সবচেয়ে বেশি ক্ষতি মুসলিমদের
১১ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২২
অতনু কুমার সেন বলেছেন: সহমত । ধন্যবাদ আপনাকে
৪| ০৯ ই জুন, ২০১৬ ভোর ৫:০৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এখানে ইসলামের দোষটা কোথায়???
দুদিন আগে আমেরিকায় ১৭জন মারা গেলো...............এটাকি খ্রীস্টানদের দোষ???
ইসলাম বাই ডিফল্ট উদার।এর চেয়ে উদার কোন ধর্ম নাই।তার দৃষ্টান্ত আপনি নিজে।বুঝে নিয়েন।
ইসলাম বিদ্বেষ কাহাকে বলে আমরা ভালোই বুঝি।এতে ইসলামের কিছুই যায় আসেনা।
ইসলাম নিয়ে ভাববার জন্য ধন্যবাদ।
১১ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৩
অতনু কুমার সেন বলেছেন: ভাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন সব বুজতে পারবেন আস্তে আস্তে । আমি কোন ধর্ম কে ছোট করে দেখছি না
৫| ০৯ ই জুন, ২০১৬ ভোর ৫:৩৭
সরওয়ার ফারুকী বলেছেন: বুকো হারামের খ্রিস্টান সদস্যরাও তাহলে মুসলিম!
©somewhere in net ltd.
১| ০৯ ই জুন, ২০১৬ রাত ২:৫৬
কামালপা বলেছেন: হিন্দুরা গরু খাওয়ার কারনে মুসলমানদের খুন করছে, খ্রীস্টানরা মিথ্যা কথা বলে ইরাক দখল করেছে, গৃহযুদ্ধ বাধাচ্ছে নানা দেশে, ইহুদীরা অত্যাচার চালাচ্ছে ফিলিস্তিনে, বার্মার বৌদ্ধরা হত্যা করছে মুসলমানদের। আমি তো দেখছি চতুর্দিক থেকে আপনারা হামলে পড়েছেন মুসলমানদের উপর। আগে নিজে ভাল হন তারপর আমাদের শেখাবেন।