নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্

অতনু কুমার সেন

সংক্ষেপে নিজের সম্পর্কে মূল্যায়নঃ ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্জের মত স্বপ্ন দেখে যাই। স্বপ্ন দেখি আকাশ ছুবো, মেঘের ভেলায় উড়ে যাব, নিজের রঙে রাঙ্গিয়ে দিব, সত্য ও সুন্দরের আলো ফোটাবো। জানিনা পারব কি ব্যর্থ হবো। চেষ্টা তবু করেই যাবো।

অতনু কুমার সেন › বিস্তারিত পোস্টঃ

হটাৎ ভর দুপুরে দেখি বউ স্কাইপে কল দিসে

২৯ শে মে, ২০১৬ ভোর ৫:২৫

হটাৎ ভর দুপুরে দেখি বউ স্কাইপে কল দিসে , রিসিব করার পর বলে গান শুনবা !! কইলাম তুমি এখোনো ঘুমাও নাই । বাংলাদেশেতো এখন অনেক রাত । ও আবার বললো গান শুনবা!! আমি বললাম শুনাও, অমনি দুই লাইন গান শুনাইলো হারমোনি বাজাইয়া

"তুমি বেশ বদলে গেছো পুরনো সৈকতে আর পানশি বেড়াও না " তার পর লাইন কাইটা দিল, ফোন দিলাম ধরে না

I am Totally strange , কি দরোদ, কত সুরেলা, টানে অনেক জোর ছিল .........!! কত মিষ্টি হতে পারে তা ভাষায় প্রকাশ করার মত নয় । খুব স্মৃতিকাতর হলাম। তারপর ইউটিউব দিয়ে গান টি বের করে সারাদিন শুনলাম । কিন্তু মন ভরে না । বুঝতে পারলাম ও অনেক আবেগ আর অনেক দরোদ দিয়ে গানটি গেয়েছিল আমার জন্য ও।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৬ সকাল ১০:২৪

অ্যাজুরিল বলেছেন: ভাবী মনে হয় অভিমান করে আছেন। মানিয়ে নেবেন।

শুভকামনা।

০৯ ই জুন, ২০১৬ রাত ২:১৫

অতনু কুমার সেন বলেছেন: শুভকামনা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.