নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংক্ষেপে নিজের সম্পর্কে মূল্যায়নঃ ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্জের মত স্বপ্ন দেখে যাই। স্বপ্ন দেখি আকাশ ছুবো, মেঘের ভেলায় উড়ে যাব, নিজের রঙে রাঙ্গিয়ে দিব, সত্য ও সুন্দরের আলো ফোটাবো। জানিনা পারব কি ব্যর্থ হবো। চেষ্টা তবু করেই যাবো।
১। বাংলাদেশ পৃথিবীর সবচে বড় ব' দ্বীপ (Delta)
২। সবচে বড় শিল পড়েছিলো ২.২ পাউন্ড ওজনের, গোপালগঞ্জে ১৪ এপ্রিল ১৯৮৬ সালে। এই ঝড়ে ৯২ জন মারা যায়।
৩। সবচে বড় মানব বন্ধন ১১ ডিসেম্বর ২০০৪ সালে। ৫০ লাখ লোক ৬৫২ মাইল লম্বা মানব বন্ধন করেছিলো টেকনাফ থেকে তেঁতুলিয়া (সম্ভবত আওয়ামী লীগ কর্তৃক মানব বন্ধন)।
৪। বগুড়ার মোহাম্মদ রজব আলী, উনার নাতি নাতনীর সংখ্যা ৫ শতাধিক। ১১৫ বছর বয়সে তিনি মারা যান । গিনেস বুকে তার নাম সুপার গ্রান্ড ফাদার হিসেবে উল্লেখ করা আছে।
৫। একই পরিবারের মধ্যে বিয়ে। নরেন্দ্র নাথ এর পাঁচ ছেলে তারাপদ কর্মকার এর পাঁচ মেয়ে কে বিয়ে করেছে ১৯৭৭ থেকে ১৯৯৬ সালের মাঝে।
৬। সবচে কম বয়সী বিবাহিত দম্পতি। ১৯৮৬ সালে আমিনপুর, পাবনাতে দু পরিবারের দ্বন্দ্ব মেটাতে ১১ মাসের এক ছেলের সাথে ৩ মাসের এক মেয়ের বিয়ে দেয়া হয়!
৭। সবচে বেশী মানুষ একসাথে হাত ধোয়া। ১৫ অক্টোবর, ২০০৯ এ বাংলাদেশ সরকার, ব্র্যাক, ইউনিসেফ, ইউনিলিভার, এবং WHO এর ব্যবস্হাপনায় পুরো বাংলাদেশ জুড়ে ৫২,৯৭০ জন একই সময়ে হাত ধোয়া কর্মসূচীতে অংশ নেয়।
৮। জোবেরা রহমান লীনু জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে১৬ বার জিতে সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন হিসেবে নাম লিখিয়েছেন গিনেসবুকে।
৯। সবচে বড় ম্যানগ্রুভ ফরেস্ট, সুন্দরবন।
১০। সবচে বড় প্রাকৃতিক বালুকাময় সৈকত, কক্সবাজার।
১১। সবচে লম্বা স্টেপল পিন চেইন, ৪২২ ফিট ৪ ইন্চি, খন্দকার শিহাব আহমেদ, ৩ নভেম্বর ২০০৭।
১২। প্যারেড গ্রাউন্ডস এ মানব পতাকা তৈরির বিশ্ব রেকর্ড, অংশ নিয়েছিল ২৭ হাজার ১১৭জন। বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকা তৈরি করে গিনেজ বুকে নাম লিখিয়েছিল বাংলাদেশ। কিন্তু পরে পাকিস্থানের কাছে রেকর্ডটি হাতছাড়া হয়ে যায়।
২| ০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৮
নিজাম বলেছেন: ভাল খবর কিন্তু তা সত্ত্বেও আমরা এগিয়ে যেতে পারছি না কেন?
৩| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১২:৫৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
জেনে রাখলাম
©somewhere in net ltd.
১| ০৩ রা জুলাই, ২০১৪ সকাল ১১:০৮
কাজী রায়হান বলেছেন: জাতীয় সংগীত