নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংক্ষেপে নিজের সম্পর্কে মূল্যায়নঃ ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্জের মত স্বপ্ন দেখে যাই। স্বপ্ন দেখি আকাশ ছুবো, মেঘের ভেলায় উড়ে যাব, নিজের রঙে রাঙ্গিয়ে দিব, সত্য ও সুন্দরের আলো ফোটাবো। জানিনা পারব কি ব্যর্থ হবো। চেষ্টা তবু করেই যাবো।
স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টু যখন বাংলাদেশে আসেন তখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাকে বললেন, তুই তেজগাঁও এয়ারপোর্টে যাবি আর তোর ক্যামেরায় ১০ মিনিট, ১৫ মিনিট পর পর ছবি তুলবি। কেমন লোক হয়েছে আমাকে জানাবি।
আমি তার কাছে গিয়ে বললাম বহু লোক হয়েছে। তিনি আমাকে বললেন, সকালবেলা তুই ছবি প্রিন্ট করে আমার কাছে নিয়ে আসবি। আমি সকাল আটটার মধ্যে ৩২ নম্বরে ১২টা বড় সাইজের ছবি নিয়ে গেলাম।
তিনি তখন বললেন, তোদের আরেকটা মুক্তিযুদ্ধ করতে হবে। স্বাধীনতা বিরোধী এবং পাকিস্তানি শাসকরা এদেশে তাদের দোসরদের দিয়ে এই দেশকে ধ্বংস করার চেষ্টা করবে।
এই মুক্তিযুদ্ধে কাউকে ছাড় দিবি না।
- আলহাজ্ব জহিরুল হক
হে জাতির পিতা... কথা দিচ্ছি... একজনকেও ছাড় দেব না... যতদিন প্রান আছে এই দেহে ততদিন এদেশীয় পাকি জারজদের বিরুদ্ধে আমাদের এই যুদ্ধ চলবে।
এক পাকি জারজও পার পাবে না... উপড়ে দেব শেকড়সহ...
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
সংগৃহিত - রাসেল রহমান
©somewhere in net ltd.