নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্

অতনু কুমার সেন

সংক্ষেপে নিজের সম্পর্কে মূল্যায়নঃ ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্জের মত স্বপ্ন দেখে যাই। স্বপ্ন দেখি আকাশ ছুবো, মেঘের ভেলায় উড়ে যাব, নিজের রঙে রাঙ্গিয়ে দিব, সত্য ও সুন্দরের আলো ফোটাবো। জানিনা পারব কি ব্যর্থ হবো। চেষ্টা তবু করেই যাবো।

অতনু কুমার সেন › বিস্তারিত পোস্টঃ

Run প্রোগ্রামের সঙ্গে খুলুন Windows button - ভাবই আলাদা

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৫

Run প্রোগ্রামের সঙ্গে খুলুন Windows button এবং R একসঙ্গে চেপে ধরে রান চালু করুন তারপর কমাণ্ড লিখুন।



সিস্টেম ইউটিলিটি কমান্ড তালিকা



Msconfig = সিস্টেম কনফিগারেশন টুল চালু করতে।



Diskmgmt.msc = ডিস্ক ম্যানেজমেন্ট চালু করতে।



Devmgmt.msc = ডিভাইস ম্যানেজার ওপেন করতে।



Compmgmt.msc = কম্পিউটার ম্যানেজমেন্ট ওপেন করতে।



Control = কন্ট্রোল প্যানেল চালু করতে।



Sysdm.cpl = সিস্টেম প্রোপারটিজ দেখতে।



Regedt32 or regedit = রেজিস্ট্রি এডিটর ওপেন করতে।



dfrgui.exe = ডিস্ক ডিফ্রাগমেন্ট করতে।



cleanmgr.exe = ডিস্ক পরিস্কার করতে।



মাইক্রোসফট এর ডস কমান্ড তালিকা:



রান থেকে Cmd লিখে মাইক্রোসফট এর কমান্ড প্রম্পট খুলে ডস কমাণ্ডগুলো প্রয়োগ করা হয়।



Dir = ফাইল এবং ফোল্ডার তালিকা দেখতে।



Cd = এক ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে যেতে।



Mkdir / md = নতুন ফোল্ডার তৈরী করতে।



Copy = ফাইল কপি করতে।



Xcopy = ফোল্ডার সহ ফাইল কপি করতে।



Del = কোন ফাইল মুছে ফেলতে।



Rmdir = ফাইল সহ ফোল্ডার মুছে ফেলতে।



Edit = টেকস্ট ফাইল তৈরী ও এডিট করতে।



Type = ফাইল ওপেন না করে ফাইলের বিষয়বস্তু দেখতে।



Move = ফাইল অন্য কোথাও মুভ করতে।



Rename / ren = ফাইল এবং ফোল্ডার রিনেম করতে।



Chkdsk = ডিস্ক এরর চেক এবং রিপেয়ার করতে।



Format = ডিস্ক পার্টিশন ফরমেট করতে।



Convert = FAT32 ফাইল সিস্টেম থেকে NTFS Files system এ কনভার্ট করতে।



Attrib = ফাইলের attributes ম্যানেজমেন্ট এর জন্য।



Shutdown = কম্পিউটার শাটডাউন করতে।



লেখায় কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো বা মন্দ অবশ্যই মন্তব্য করবেন যাতে ভুলগুলো শুধরে নিতে পারি।



ভালো থাকবেন সবাই।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৯

শিক কাবাব বলেছেন: মাউসের এক ক্লিকে ঐ সব কমান্ড না দিয়ে, এভাবে শর্টকাট দিতে গেলেতো মহা ঝামেলার কাজ। মানে ভাত খাবো ডাইরেক্ট না, হাত ঘুরায়া ইনডাইরেক্ট। কি দরকার? X( X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.