নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

বিনীত নিবেদক - বাংলা একাডেমির মহাপরিচালক!

০৫ ই জুন, ২০২৪ রাত ৯:৫২



বাংলা একাডেমির মহাপরিচালক নিয়োগ দেয়া হবে, যেহেতু পূর্বতনের মেয়াদ শেষ, সবাই ই জানেন, যারা জানেন না, তাদের অবগতির জন্য কইলাম।

বাংলা সাহিত্যের জন্য মহাগুরুত্বপূর্ণ এই পদে অনেকেই অনেকের নাম প্রস্তাব করছেন, দুই তিনখান নাম শুনছি, কারো কারো পোস্ট পড়ে, এদের কাউরেই চিনি না, এই সুবাদে, নিজেরে একেবারে খাটি কুয়োর ব্যাঙই লাগছে, মাশাল্লাহ!

ভাবেন, আমি একজন ব্যক্তি, যে কিনা কবি হইতে চায়, আসলে কবি ই, কেউ পড়ে না লেখা, তাই প্রোফাইলে অ-কবি টাঙায়া রাখছি।

ও! জিগাইতেই পারেন, "অ-কবি" কেন?
হুনেন, দুই দিন পরপর যে হারে ছোট কবি, বড় কবির বিতর্ক শুরু হয়, উহার কবল থেকেই বাচার জন্য!

বড় কবি/ ছোট কবি হওয়ার থেকে কবি না হওয়াই ভালো।

সে যাক, এই যে মহাপরিচালক নিয়া নাতিদীর্ঘ লেখা লিখতাছি, নিজের খায়া, এইটারে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মত লাগতাছে না?!

এইখানটায় ই বিষয়!

মূলত, এই পদের জন্য আমি আমার থেকে যোগ্য কাউরেই দেখতাছি না।

আগেই চেইতেন না, থাক, থাক, ডিমের ম্যালা দাম...
ঐ মিয়া, জুতা যে মারবা, আরেক জোড়া কিননের পয়সা আছে ত!
বই লিখা যা দুই পয়সা পাও, হেহে

গনতান্ত্রিক দেশ, অধিকার না খাটাইবার দেন, কইতে ত দিবেন, দুর্ঘটনাক্রমে যেহেতু মঞ্চে আইসা ই পরছি

না বিরোধিতা করুম না কিছুর, ঐ সাহস আপনার ও নাই, আমার ত নাই ই, চামে নিজের ঢোল নিজেই পিটায়া যাই

১ নং কারণ, একমাত্র আমিই সাহস কইরা দিলের কথা খুইলা কইছি; মানে খাড়াচ্ছে, ঐসব মেকি ভদ্রতার মুখোশ আমার নাই

২নং কারণ, আমারে কেউ চিনে না, আমি কাউরে ই না, ব্যাপারটা খাড়াচ্ছে, পুরস্কার প্রদানে আমি থাকুম আন-বায়াসড, কেননা কোনো কোরামে নাই, দলে নাই

৩নং কারণ, যেহেতু আমি অ-কবি, সাহিত্য বুঝি, বা না বুঝি, খারাপ সাহিত্য ঠিকই বুইঝা লমু, এইটা আমার কাজে আগায়া রাখব

৪নং কারণ, যেহেতু অ-কবি, দুষ্ট কবি ও সাহিত্যিকগন তাদের প্রভাব খাটাইতে পারত না

৫নং কারণ, মমতা দিদিরে একখান বাংলা একাডেমি পুরস্কার দেয়ার জন্য

৬নং কারণ, অনুরোধ থাকা মানে, আপনি নন-ফিট, এইটা আমার নীতি

৭নং কারণ, স্রেফ ভুইলা গেছি, চাপ নিয়েন না, আপনারে ও ভুইলা যামু

৮ নং কারণ, তেলবাজি আর কে করত, আমিই বড় তেলবাজ

৯নং কারণ, সাদা লুংগি ও পাঞ্জাবি পড়ি, খাটি বাঙাল!

১০ নং কারণ, এই লেখায় যত ভুল করছি, উহা নিয়া কবি আখতারুজ্জামান আজাদ দুইখানা পোস্ট দিলে তার দুই পয়সা আয় হবে, এ সুযোগ দেবার জন্যও আমার ই মহাপরিচালক হওয়া উচিৎ

প্রিয়, ভাই বন্ধু ও প্রেমিকাগন, দোয়ামে ইয়াদ রাখবেন

আপনাদেরই ভবিষ্যৎ অপ্রিয়, ট্রলের পাত্র, বিনোদনদাতা
মহাপরিচালক
বাংলা একাডেমি

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৩১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এই পোষ্টটা হতে পারত আরও অনেক তথ্য বহুল ।
............................................................................
এই পদে সত্যিকার অর্থে কতজন যোগ্য লোক স্হান পেয়েছে ???
যোগ্য ও অভিজ্ঞ লোকের অভাবে বাংলা সাহিত্যর বিকাশ
অশানুরুপ হয় নাই ।

০৮ ই জুন, ২০২৪ দুপুর ১:১৩

মৌন পাঠক বলেছেন: আমি অলস, প্রচন্ড!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.