নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

খাবারের মূল্য

৩০ শে মার্চ, ২০২৪ রাত ১১:১৯

লেদার এক্সপোতে গেছিল ফাহিম, উদ্দেশ্য এক্সপো ঘুরে দেখা, বিজনেসের আইডিয়া নিয়া কাজ করা।

বেকার জীবন আর কত দিন!
কিছু একটা ত করতে হবে, এতদিন চলছে এটা সেটা ধান্দা করে, বৈধ কাজ, একান্ত না পেলে অবৈধ কাজকাম, বেচে থাকতে যা করা দরকার সব!

পকেটে পয়সা ও তেমন নাই, যা আছে, সে বাসভাড়ায় ই শেষ হবে।

সারাদিন ঘুরেফিরে ক্লান্ত, ক্ষুধার্ত, হ্যা এক্সপোতে খাবার এর ব্যবস্থা আছে, সে ফাহিমের মানিব্যাগের রিচের বাইরে।
হ্যা, তার একটা মানিব্যাগ আছে, যদিও উহাতে মানি নাই।

এক্সপো থেকে সেন্টু ভাইরে কল দিল ফাহিম, তার বাস এদিকটায় কিনা
: ভাই
: হ, কবি, কোথায় তুমি?
: ভাই,এক্সপোতে আইছিলাম
: এক্সপো? তুমি কই থাকো, কৈ যাও, বুঝি না কিছু
: বসুন্ধরা কভেনশন সেন্টার এ আছি
: আমার এখান থেকে কাছেই
: কন কি?
: হ, চইলা আহো যমুনা ফিউচারে, আছি আমি
: যান নাই কলেজে?
: ছুটি নিছিরে, আনফিসিয়াল
: আইতাছি ভাই

সেন্টু ফাহামরে কবি কইয়া ডাকে, সে শিক্ষা ক্যাডারে আছে, একটা কলেজের প্রভাষক, ইংরেজিতে দারুণ, লেখায় মোটামুটি ভালো, বাট স্পিকিং এ দারুণ!
এমনকি সে জর্জ ডাব্লিউ বুশ, বারাক ওবামা প্রমুখদের মিমিক্রি করতে পারত।

ভাইর দুর্বলতা ছিল ম্যাথে, সে ম্যাথ এর গাইড দেইখা খাতায় কপি করত;
ম্যাথটা কিভাবে করতে হয়, এইটা তারে ফাহামই দেখাইছিল, এখন সে ম্যাথ ভালোই পারে।

যমুনা ফিউচার পার্কে তার দুইটা রেস্টুরেন্ট আছে, ২য় রেস্টুরেন্ট উদ্বোধনের সময় সেন্টু, ফাহিমরে দাওয়াত দিছিল।

সেন্টুর রেস্টুরেন্টে আসল ফাহিম।
: কি অবস্থা কবি, কেমন আছো?
: এইত, ভালো ভাই, আপনি কেমন আছেন?
: বসো, কি খাবা?
: চা...
: চা ত খাবাই, আর কি খাবা?
: আর কিছুই না
: ভাই আপনার রেস্টুরেন্টটা কিন্তু দারুণ!
: হ, চেষ্টা করছি সুন্দর করতে
: কবি, ৩ টা বাজে, দুপুরে তো খাও নাই?
: না ভাই
: তাইলে খাবার খাও, এই কে আছো এইখানে খাবার দাও

: কবি, রাশেদ কি লাইব্রেরিতে আসে?
: এখন একটু কম আসে
: শাহেদ, রনি ওরা ....
: তারা আসে
: আমার ও আবার নিয়মিত হইতে হইব, বুঝছ ফাহিম?
: হ, ভাই

: কবি, খাবার কেমন হইছে?
: দারুণ! ভাই
: এই মেনুটার দাম জানো?
ফাহিমের মুখে খাবার, হাতে এক লোকমা, পেটে ক্ষুধা...
: এইটার দাম ৮৫০/-

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৪৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: বেশ

৩১ শে মার্চ, ২০২৪ দুপুর ১:৫১

মৌন পাঠক বলেছেন: বেশ

২| ৩১ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:৪০

আমি মিয়াবাড়ির ছেলে বলেছেন: এক টুকরো জীবনকথা।

৩১ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:২২

মৌন পাঠক বলেছেন: সবি গল্প

৩| ৩১ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:০১

রাজীব নুর বলেছেন: জীবনের গল্প।

৩১ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:২৩

মৌন পাঠক বলেছেন: সবই কাল্পনিক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.