নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোর আমার প্রেমের কথা জানে ঈশ্বর
এ প্রেমগাথা জমা লাওহে মাহফুজে
হাজার বছর পূর্বে লেখা ছিল, ত্রিপিটক, বাইবেল, বেদে
ইহুদী নাসারাদের হাজার বছরের ঘৃন্য ষড়যন্ত্রে
মুছে গেল সে প্রেম কাহিনী
হারিয়ে গেল ইতিহাসের পাতা হতে
আজ তাকায়ে দেখো,
হাজার প্রেমিক- প্রেমিকা খোজে
সে প্রেম!
এ জগত জুড়ে
সে পিরীতের গাথা লিখে বেড়ায়
নামে- বেনামে, একে অপরের নামে
সকাল ১১.৩০
মঙ্গলবার
১২ চৈত্র ১৪৩০
২৬ মার্চ ২০২৪ খ্রিঃ
দশমিনা, পটুয়াখালী
২৬ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:৫৯
মৌন পাঠক বলেছেন: শুকরিয়া জানবেন, জনাব।
২| ২৬ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৩৬
রাজীব নুর বলেছেন: সুন্দর।
২৭ শে মার্চ, ২০২৪ রাত ১২:০৩
মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ জানবেন, জনাব।
৩| ২৬ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:০৪
শায়মা বলেছেন: সেই প্রেম আর এই প্রেম মানে বর্তমানের প্রেমে কি সত্যিই খুব প্রভেদ?
মনে হয় না। সকল প্রেমই একই থেকে যায় যুগে যুগে।
২৭ শে মার্চ, ২০২৪ রাত ১২:০৪
মৌন পাঠক বলেছেন: প্রেম চিরন্তন।
৪| ২৬ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:২৪
সেলিম আনোয়ার বলেছেন: প্রেম অবিনশ্বর অমোঘ শক্তিধর।
২৭ শে মার্চ, ২০২৪ রাত ১২:০৪
মৌন পাঠক বলেছেন: লাভ
৫| ২৬ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০৪
মোহাম্মদ গোফরান বলেছেন: প্রেমে পড়া বারন।
২৭ শে মার্চ, ২০২৪ রাত ১২:০৪
মৌন পাঠক বলেছেন: ফেরাবে সে কোনজন?
৬| ২৭ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৫১
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
২৭ শে মার্চ, ২০২৪ রাত ১১:১৮
মৌন পাঠক বলেছেন: উত্তম অতীব
©somewhere in net ltd.
১| ২৬ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:২৬
নামস্কাল বলেছেন: চমৎকার!!