নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আন্‌ওয়ার এম হুসাইন। বাংলাদেশী লেখক। দৈনিক আমাদের সময়, দৈনিক বাংলা ও কিশোর বাংলায় গল্প লিখি। প্রকাশিত গল্পের বইঃ প্রত্যুষের গল্প (পেন্সিল)\nউপন্যাসঃ এমনি এসে ভেসে যাই (তাম্রলিপি)।

আনু মোল্লাহ

আন্‌ওয়ার এম হুসাইন এর ব্লগ

আনু মোল্লাহ › বিস্তারিত পোস্টঃ

প্রোক্রাস্টেস এর বিছানা

২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৩

প্রোক্রাস্টেস এর একটা সরাইখানা ছিল। সেইটা ছিল এথেন্স এবং ইলিউসিস এর পথের ধারে। প্রোক্রাস্টেস এর অতিথি সৎকার ছিল গতানুগতিক পদ্ধতির বাইরে। সে পথিকদের ধরে নিয়ে আসত আর বেশ খানাপিনা করাত। তারপর তাকে শুতে দিত বেশ আরামদায়ক বিছানায়। শর্ত ছিল যে খাটে শুবে সেই খাটে একদম এঁটে যেতে হবে। যদি কেউ খাট থেকে লম্বা হত প্রোক্রাস্টেস তার পা কেটে নিত। আর কেউ যদি খাট থেকে ছোট হত তবে তাকে অদ্ভুত উপায়ে টেনে লম্বা করত। কোন উপায়েই পথিকদের জীবিত থাকার কোন উপায় ছিল না। প্রোক্রাস্টেস এর খাটে কেউ খাপেখাপ মিলে শুইতে পারছে এই ধরনের রেকর্ডও নাই। এই সবই হল গ্রীক পুরাণের কিচ্ছা।

আমাদের জামানায় আমরাও কিন্তু প্রোক্রাস্টেস এর মত চিন্তা করি। ধইরা নেই যে কোন কিছু আমাদের ধরে নেয়া স্টান্ডার্ডের মতই হবে। এর বাইরে কিছু নাই। থাকলে সেইটা ধইরা বাইন্ধা আমরা আমাদের স্টান্ডার্ডের মাঝে সেট করে নেবই। কিন্তু কখনই আমাদের চিন্তার সীমাবদ্ধতা ভেবে দেখব না। আমরা আমাদের স্কুলে ভর্তি হই বা ভর্তি করাই সবাইকে একই ছাঁচে গড়ে তোলার জন্য। স্কুলে ভর্তি করানো আমার কাছে অনেকটা প্রোক্রাস্টেস এর বেডে শোয়ানো। স্কুলে বাচ্চাদের মেধা ও বুদ্ধি অনুসারে কারিকুলাম তৈরি করা হয় না। বরং বাচ্চাদেরকেই স্কুলের কারিকুলাম মেনে চলতে হয়।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০১

বেনামি মানুষ বলেছেন: প্রোক্রাস্টেস এখন যদি বাংলাদেশে বর্তমান থাকতো তবে তাকে আমার ছাঁচে ফেলে গড়ে নিতাম! :)

০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪০

আনু মোল্লাহ বলেছেন: আশে পাশে তাকালে দেখবেন আমাদের দেশে প্রোক্রাস্টেস এর অভাব নাই।
ধন্যবাদ ও শুভেচ্ছা নিবেন।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২৫

সামিয়া বলেছেন: বেশ ভালো বলেছেন।।

০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৯

আনু মোল্লাহ বলেছেন: আপনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।

৩| ০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪১

এস এম মামুন অর রশীদ বলেছেন: প্রোক্রাস্টেসকে তার নিজের বিছানায় জলাঞ্জলি দিয়ে, বিছানাকে বরং স্থিতিস্থাপক করতে হবে। সুন্দর পোস্ট, বিশদ পর্যালোচনার সুযোগ রয়েছে।

০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৭

আনু মোল্লাহ বলেছেন: সময়াভাবে মূল থিমটাই লিখলাম, বিশদভাবে লিখা হয়ে উঠেনি। তবে এই নিয়ে অবশ্যই বিশদ আলোচনা হতে পারে।
আপনাকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।

৪| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৬

বিজন রয় বলেছেন: কেমন আছেন? নতুন পোস্ট দিন।

২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ২:০৭

আনু মোল্লাহ বলেছেন: আমি ভাল আছি। আপনি কেমন আছেন?
আমার খোঁজ নিয়েছেন এজন্য কৃতজ্ঞতা বোধ করছি।
নানা কারনে ব্লগে আসতে পারিনি তাই পোস্টও দেয়া হয়নি।
আপনার অনুরোধে আজ একটা পোস্ট দিলাম।
অনেক ভাল থাকবেন প্রিয় বিজন রয়।

৫| ২৪ শে মার্চ, ২০১৯ দুপুর ২:০৪

আনু মোল্লাহ বলেছেন: আমি ভাল আছি। আপনি কেমন আছেন?
আমার খোঁজ নিয়েছেন এজন্য কৃতজ্ঞতা বোধ করছি।
নানা কারনে ব্লগে আসতে পারিনি তাই পোস্টও দেয়া হয়নি।
আপনার অনুরোধে আজ একটা পোস্ট দিলাম।
অনেক ভাল থাকবেন প্রিয় বিজন রয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.