নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পূর্ণিমা রাতে
মনে হল
আজো আমি আমি বেঁচে আছি এই পৃথিবিতে
আমি কি বেঁচে আছি এই পৃথিবিতে
বহুদিন ধরে জন্মেছিলাম এই নগরে
এমনি পূর্ণিমা দেখব বলে
প্রতি পূর্ণিমার রাতে ঝাউবনের ধারে
আমার মনে হয় আমি বুঝি বেঁচে আছি এই পৃথিবিতে
শিশিরের গন্ধে
পূর্ণিমার হাতে রেখে হাত
আমি চলি পূর্ণিমার সাথে সাথে
সে কবে দেখেছি তার চাঁদের মত মুখ
তার পর ধীরে ধীরে সেই মুখ
গেছে বুঝি চাঁদের মত ক্ষয়ে
আজো আমি তারে খুঁজি পূর্নিমা রাতে
০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩২
আনু মোল্লাহ বলেছেন: অনেক ধন্যবাদ স্যার। আমি আসলে কবিতা লিখি না। পূর্ণিমা রাতে মনের আবেগ প্রকাশ করলাম মাত্র। ভাল থাকবেন সবসময়)
২| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৩
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা সুন্দর । বানান সতর্কতা জরুরী ।
০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৭
আনু মোল্লাহ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কথাকথিকেথিকথন।
আপনার উপদেশ অবশ্যই আমার কাজে দিবে এবং আমি অনুসরনে সচেষ্ট হবো। ভাল থাকবেন
©somewhere in net ltd.
১| ২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৯
হাসান মাহবুব বলেছেন: মোটামুটি।