নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আন্‌ওয়ার এম হুসাইন। বাংলাদেশী লেখক। দৈনিক আমাদের সময়, দৈনিক বাংলা ও কিশোর বাংলায় গল্প লিখি। প্রকাশিত গল্পের বইঃ প্রত্যুষের গল্প (পেন্সিল)\nউপন্যাসঃ এমনি এসে ভেসে যাই (তাম্রলিপি)।

আনু মোল্লাহ

আন্‌ওয়ার এম হুসাইন এর ব্লগ

আনু মোল্লাহ › বিস্তারিত পোস্টঃ

শেষ সংলাপ

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫৬

:তুমি যে আজ আমাকে ফোন করতে এটা আমি জানতাম!
:কিভাবে?
:আমি সব জানি
:কি জান
:ঠিক সব না, তোমার সম্পর্কে আগে থেকে বলতে পারি।
:আর কিছু?
:তুমি আজ শাড়ি পরেছো।
:তাই?
:নীল শাড়ী। শুধু শাড়ি না, শাড়ি ছাড়া আর যা যা পরেছে তাদের কালারও আমি বলতে পারি। শুনতে চাও?
:না, থাক বলতে হবে না।
:আজ সকাল থেকে আমি তোমার ফোনের জন্য অপেক্ষা করছিলাম। ফোম করবে জানতাম, কিন্তু টাইম টা ধরতে পারছিলাম না। শেষে মনে হল দশটায় করবে।
:ঠিক দশটায় করিনি, ২০ মিনিট পরে করেছি।
:সামান্য এদিক সেদিক তো হতেই পারে।
:শাড়ি পরিনি-----
:কেন?
:আমার কি শাড়ি পরার কথা ছিল?
:না। তবে আমার মনে হয়েছিল পরবে। আমাকে ফোন করার আগে শাড়ি পরবে। অনেক্ষণ ধরে সাজবে। তারপর ফোন দেবে।
:এটা তোমার মনে হলেই যে আমি পরব এমন কথা তো নেই। যা পরেছি তা শুনলে তোমার পিলে চমকে যাবে।
:মানে?
:আমি প্যান্ট শার্ট পরে আছি।
:ক্কেন?
:কিন্তু এইটা ঠিক সত্যি সত্যি আজ তোমাকে আমি শাড়ি পরে ফোন দিতে চেয়েছিলাম।
:তাহলে দিলে না কেন?
:শেষে তোমাকে ফোন দেয়ার পরিকল্পনাই বাদ দিয়েছি। ভেবেছি আর কোন দিন ফোন দেব না----
:আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না।
:আর কিছুক্ষণ পরে আমার ফ্লাইট। আমি আমেরিকা চলে যাচ্ছি--- আমাদের হয়ত আর দেখা হবে না। তুমি------ হ্যালো ------- হ্যালো-------- শুনছো---------- হ্যালো------------

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.