নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে হাওয়ায় উড়ে চুল
শহুরে ধূলো জমে
কাল কাল বিকট চুলে
ল্যাম্পোস্টের পাশ ধরে
ঘরেফেরা বিকেলের আলোয়
ঝরে যাওয়া এক কৎবেল হয়ে
বেসামাল শহরের সাইনবোর্ডের নিচে
গড়াগড়ি দিতে থাকি
হাবিব’সের অভিজাত নরসুন্দর ছুটে আসে
কাঁচি হাতে দুঃস্বপ্নের মত
ঘরে ফেরে বৃষ্টির প্রার্থনায় রত সব অদ্ভুত মুখ
গতকাল রাতে বলে গেছে রাজার কাসেদ
ন্যাড়া হয়ে ধর গেরুয়া বসন
বিব্রত মন্ডুতে চরাব শকুন
নতুবা হয়ে যাবে বলির পশু
টুপ করে ঝরে যাবে মাথাটা
পুরনো প্রাচীর থেকে প্লাস্টারের মত
পঁচা আপেল ফেলে দেব নর্দমায়
সাবধান করে দিই ওহে অর্বাচিন
গাছের পাতা ছিঁড়ে হারিয়ো না তোমার আঙুল
©somewhere in net ltd.