নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আন্‌ওয়ার এম হুসাইন। বাংলাদেশী লেখক। দৈনিক আমাদের সময়, দৈনিক বাংলা ও কিশোর বাংলায় গল্প লিখি। প্রকাশিত গল্পের বইঃ প্রত্যুষের গল্প (পেন্সিল)\nউপন্যাসঃ এমনি এসে ভেসে যাই (তাম্রলিপি)।

আনু মোল্লাহ

আন্‌ওয়ার এম হুসাইন এর ব্লগ

আনু মোল্লাহ › বিস্তারিত পোস্টঃ

ব্যবধান

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩

কেবল দূর থেকে সন্ধ্যা তারার মতো

তাকাতো সে আমার দিকে

মাঝখানে লাউয়ের মাচা

বাঁশঝাড় লতাপাতা ঝোপ ধানক্ষেত

রেল লাইনের মত আমরা পাশাপাশি

দূর হতে মনে হয় এক হয়ে মিশে গেছে

কিন্তু কখনই এক হই না।



আমাদের কেবল সমান্তরাল চলা

পাখিদের মত নয়, নদীর দুই তীরের মত

দূর হতে কেবল দূর হতে চেয়ে চেয়ে থাকা

আমরা কখনো এক হই না,

তার বেতফলের মত ম্লান চখের দৃষ্টি আচ্চন্ন করে

অগ্রসর হতে দেয় না

ঝোপের পেছনে ধান ক্ষেতের ওপাশে

কেবল তাকিয়ে থাকা পরস্পরে



তার পর কোন এক বিকেলে ছায়ার আড়ালে তাকানো

অবহেলে দূর হতে দূরে চলে যায় সে

ঝাপসা হয়ে আসে আমার দুচোখ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১০

লাবনী আক্তার বলেছেন: ভালো লাগা রইল।

২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১

স্বপ্নী০০০১ বলেছেন: তার পর কোন এক বিকেলে ছায়ার আড়ালে তাকানো
অবহেলে দূর হতে দূরে চলে যায় সে
ঝাপসা হয়ে আসে আমার দুচোখ।


আহারে দুঃখ।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২০

শাশ্বত স্বপন বলেছেন: কেবল দূর থেকে সন্ধ্যা তারার মতো
তাকাতো সে আমার দিকে
মাঝখানে লাউয়ের মাচা
বাঁশঝাড় লতাপাতা ঝোপ ধানক্ষেত
রেল লাইনের মত আমরা পাশাপাশি
দূর হতে মনে হয় এক হয়ে মিশে গেছে
কিন্তু কখনই এক হই না।

ভাল কবিতা...কবিতার বই আছে কি?


গ্রাম বাংলায় প্রচলিত মিথ আছে যে, ভাদ্র মাসে বিয়ে করতে নেই, ভাদ্র বেলায় দূরে যাত্রা করতে নেই; এ মাসকে অপয়া, অশুভ হিসাবে ধরা হয়। এখানে ভাদ্র শব্দে অশুভ-অপয়া-দুঃখ-কষ্ট-জ্বালা-যন্ত্রণার ছায়াপাত করা হয়েছে। অমানবিকতা, হিংসা, অপ্রাপ্তি-- নানাবিধ কষ্টের বিষয়গুলো এই ভাদ্র শব্দের ভেলায়, ভেলা ভাসানোর মত এবারের বই মেলায় ভাসিয়ে দেওয়া হল।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫

আনু মোল্লাহ বলেছেন: ধন্যবাদ। সংগ্রহ করার ইচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.