নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারে ঘর দিলা সংসার দিলা রে, তারে বৈরাগী মন কেন দিলা রে....
বাংলাদেশ ছাড়া দুনিয়ায় এমন কোন উন্নত দেশ নাই যারা ট্রাফিক আইন মানে না। অবশ্য বাংলাদেশকে উন্নত দেশ বলা যায় কি না তা নিয়ে মতভেদ থাকতে পারে। যদিও বিগত সরকার বাংলাদেশকে বারবার সিঙ্গাপুর মালয়েশিয়ার চেয়েও উন্নত বলতো।
বর্তমানে ঢাকা শহরে ঘন্টার পর ঘন্টা রাস্তায় অপচয় হয়। এটির উন্নতি হতে পারে শুধুমাত্র ৩ টি নিয়ম মানানোর ব্যবস্থা করতে পারলে।
১) যেখানে সেখানে যানবাহন থামানোো যাবে না। যানবাহন বলতে বাস, গাড়ি, রিক্সা, ভ্যান, চলন্ত দোকান অর্থাৎ চাকা আছে এমন যেকোন কিছু বুঝাবে।
২) রং সাইডে মানে উল্টা রাস্তায় কোন যানবাহন চলতে পারবে না।
৩) রাস্তায় কোন ফৌজদারী অপরাধ (যেমনঃ ছিনতাই, চাদাবাজী, মারামারি ইত্যাদি) করা যাবে না।
এই তিনটা বিষয় যদি কনফার্ম করা যায় তাহলে দেশের ট্রাফিক ব্যবস্থার পাশাপাশি আইন শৃঙ্ঘলা পরিস্থিতেও ঠিক হয়ে যাবে। প্রয়োজনে জনবল নিয়োগ করে হলেও এগুলো নিশ্চিৎ করতে হবে।
এবার বলি কি করে এটা সফল করা যায়? যেহেতু আমরা কেউ নিয়ম মানতে অভ্যাস্ত নই তাই এসব নিয়ম মানাতে হলে রাস্তায় রাস্তায় যথেষ্ঠ পুলিশ বা আইন শৃঙ্ঘলা বাহিনী নিয়োজিত করতে হবে। যেহেতু পুলিশ এখনো ঠিকমত কাজ করছে না ও আমাদের পর্যাপ্ত জনবল নাই তাই এই কাজে ছাত্রদেরকে নিয়োজিত করা যেতে পারে। প্রতিটি থানায় আর্মি অফিসারদের নেতৃত্বে ৫০০ জন করে ছাত্র নিয়োজিত করা যেতে পারে। তাহলে দেশে প্রায় ৩ লাখ ছাত্রের প্রয়োজন হবে। এই মুহুর্তে দেশে এরচেয়ে অনেক অনেক বেশী ছাত্রাছাত্রীরা দেশের জন্য কাজ করতে প্রস্তুত রয়েছে।
এভাবে ৩ মাস চালাতে পারলে জনগন একসময়ে বুঝবে যে আইন মানলে জনগনেরই লাভ। তখন কেউ আইন ভাংগলে জনগনই
তাদেরকে ঠেকাবে।
১৯ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪
রাজীব বলেছেন: প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ১৯ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২২
সোনাগাজী বলেছেন:
ছাত্ররা এমনিতে পড়ালেখা করে না, তারা ট্রাফিকের কাজ করলে, পরীক্ষা কে দিবে?
৩| ১৯ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২৪
সোনাগাজী বলেছেন:
দেশ বেকারে ভর্তি, আপনি ছাত্রদের নিয়ে ব্যস্ত কেন?
১৯ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭
রাজীব বলেছেন: বেকারদেরকে নিয়োগ দিতে সময় লাগবে। কারন চাকরীর বিজ্ঞাপন, পরীক্ষা ইত্যাদি সময়সাপেক্ষ। আর ছাত্র অবস্থা থেকে কাজের অভ্যাস হলে ক্ষতি কি?
৪| ১৯ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮
সোনাগাজী বলেছেন:
বেকারদের বাঁচার জন্য, পরিবারের জন্য টাকার দরকার; যদিও কেহ ছাত্রদেরও কাজ দেবে না; তবুও আপনার আইডিয়ার ভুল দিকটার উপর আমি আলোকপাত করছি।
দেশের কাছে সম্পদ আছে, বেকারদের চাকুরী দেয়াই জ্ঞানী প্রশাসকের কাজ।
৫| ১৯ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৪০
জুল ভার্ন বলেছেন: রাজীব, তুমি যেসব আইনের কথা, নিয়ম করার কথা উল্লেখ করেছো- সেইসব নিয়মই আমাদের ট্রাফিক আইনে আছে। সমস্যা দুটো- (এক) আইন আছে, আইনের প্রয়োগ নাই। (২) আমরা আইন মানিনা কিম্বা আইন/নিয়ম সচেতন নাগরিক দায়িত্ব পালন করতে শিখিনি।
তোমার পোস্ট সময়োপযোগী।
ধন্যবাদ।
১৯ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯
রাজীব বলেছেন: জানি এগুলো আইনে আছে, সেজন্যই লিখেছি, "মানানোর ব্যবস্থা করতে হবে"। প্রয়োজনে শক্তি প্রয়োগ করতে হবে। এটি শুধু ট্রাফিক ব্যবস্থা নয়, পুরো আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে দিবে। মানুষ যখন বুঝবে রাস্তায় নামলে আইন মানতে হয় তখন দেশের বেশীরভাগ মানুষ আইন মানতে অভ্যস্ত হবে।
আমাদের দুর্ভাগ্য যে আমারা জাতি হিসেবে আইনের প্রতি শ্রদ্ধাশীল না।
আপনার সাক্ষাৎকারে আমার নাম দেখে নিজেকে সম্মানীত বোধ করছি। ধন্যবাদ।
৬| ১৯ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৭
সোনাগাজী বলেছেন:
এখন যেই সরকার এসেছে, ইহা হওয়ার কথা "সাময়িক সরকার"; ইহা কোন দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানের পক্ষেপ নেয়ার কথা নয়। কিন্তু তারা সেগুলো করার চেষ্টা করছে; সওদাগরের ছেলে ড: ইউনুস রাজনীতি বুঝেন না; ফলে, এনার্খী চালাচ্ছে কোমলমতিরা।
জুল ভার্ণকে নাকি গুম করেছিলো, সেজন্য উনি অনেক রকমের কথা বলছেন।
১৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:০৪
রাজীব বলেছেন: আমরা আসলে রাজতন্ত্রে ঢুকে গেছি। রাজার সন্তান ছাড়া অন্য কেউ রাজা হবে তা মানতে পারি না। হাসিনা বা খালদা দলীয় প্রধান হবার আগে রাজনীতির কোন অভিজ্ঞতা ছিলো কি?
বাংলাদেশে রাজনীতি বুঝে না এমন একজন মানুষ আছে কি না সন্দেহ।
৭| ১৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৬
সোনাগাজী বলেছেন:
খালেদা এনেছিলো মিলিটারী; শেখ হাসিনা আসার সুযোগ পেয়েছিলো শেখকে হত্যার কারণে।
ড: ইউনুসকে আন্দোলনকারীরা আনেনি, উনাকে উপ হার দিয়েছে আমেরিকা।
শেখ হাসিনাকে শেখ সাহেব আনেননি; আপনি রাজার ছেলেদের কোথায় পেলেন?
৮| ১৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৫১
জুল ভার্ন বলেছেন: আপনার সাক্ষাৎকারে আমার নাম দেখে নিজেকে সম্মানীত বোধ করছি। ধন্যবাদ।
তোমার আর সজীবের প্রতি এতটুকু কৃতজ্ঞতা স্বীকার না করলে পাপ হতো।
©somewhere in net ltd.
১| ১৯ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২১
সোনাগাজী বলেছেন:
বাংলাদেশকে "উন্নত দেশ" আপনিই প্রথম লিখলেন; ইহা ৩য় বিশ্বের দেশ।