নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারে ঘর দিলা সংসার দিলা রে, তারে বৈরাগী মন কেন দিলা রে....
শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর করেননি। ক্ষমতা ত্যাগ করে পালিয়ে গেছেন। ক্ষমতায় এখনো শেখ হাসিনার মনোনীত রাষ্ট্রপতি, শেখ হাসিনার মনোনীত সেনাপ্রধান। তাহলে ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ এসবের জন্য দায়িত্ব কার? দায়ী কে?
ছাত্রদের মনোনীত লোকদের কাছে তো এখনো ক্ষমতা হস্তান্তর হয়নি।
২| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:২৫
জ্যাক স্মিথ বলেছেন: কেউই দায়ী নয়, এটা একটা স্বাধীন দেশ তাই দেশের জনগণের রাইট আছে ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ করার।
যতদিন জগনগণ চায় ততদিন তারা হত্যা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ চলাবে আপনার কোন অধিকার নেই তাদের বাঁধা দেওয়ার।
৩| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৪১
নজসু বলেছেন:
দায়ী আমরাই।
৪| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৪৬
মোহাম্মদ গোফরান বলেছেন: ভারতীয় মিডিয়া আমাদের দেশের মানুষের নামে মিথ্যচার করছে। জঙ্গিরা বাড়ি পুড়ছে মাশরাফির বলছে লিটন দাস এর।
৫| ০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩৩
নতুন বলেছেন: এখনকার অরাজকতার জন্য দায়ী আয়ামীলীগ. পুলিশকে জনগনের মুখমুখী দাড় করিয়েছিলেন।
তাই এখন পুলিশ নেই, সন্ত্রাসীরা সুযোগ পেয়েছে।
যদি পুলিশকে দিয়ে খুন না করাতেন তবে আন্দোলনকারীরা এখন পুলিশকে আক্রমন করতে যেতো না।
আশা করি সেনাবাহিনী প্রতি জেলায় কর্মকান্ড বাড়াবে, পুলিশ দায়ীত্ব নেয়ার আগ পযন্ত।
৬| ০৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:০৯
মনামী বলেছেন: দায়ী হাসিনা নিজে। দেশকে এরকম অরাজক অবস্থায় রেখে পালিয়ে যাওয়া হাসিনা এবং তার পরিবার কখনোই দেশকে ভালোবাসেনি, যা তার পুত্র জয়ের রিসেন্ট সব ইন্টারভিউতে প্রমাণ হচ্ছে।
৭| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৩২
সাড়ে চুয়াত্তর বলেছেন: এই ধরণের বিপ্লবের সময়ে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে। তবে এখনও পর্যন্ত রেলগাড়ি লাইনেই চলছে।
©somewhere in net ltd.
১| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:১৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: দায়ী আমাদের অসভ্য জাতি।