নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারে ঘর দিলা সংসার দিলা রে, তারে বৈরাগী মন কেন দিলা রে....
লকডাউন! এই লকডাউন করে কয়দিন রাখা যাবে? এক সপ্তাহ? দুই সপ্তাহ? তারপর ? একদিন লকডাউন তুলে নিতে হবে। তারপর কি হবে? করোনা কি আমাদেরকে ছেড়ে যাবে?
ধারনা করা হয় গতবছর ২০২০ সালে করোনা ছড়িয়েছিল ইতালী ফেরত যাত্রীদের মাধ্যমে। করোনার উৎপত্তিস্থল চীন থেকে যারা এসেছিল তারা কোয়ারেন্টাইন মেনেছিল কিন্তু ইতালী থেকে আসা লোকজন কোন কোয়ারেন্টাইন মানেনি। অথচ গত বছর ২৭শে মার্চ থেকে লকডাউন না দিয়ে যদি মার্চএর শুরু থেকেই বিদেশী ফ্লাইট বন্ধ করতো অথবা সকল বিদেশ ফেরত যাত্রিদেরকে কঠিন কোয়ারেন্টাইন মানতে বাধ্য করা যেত তাহলে হয়ত করোনা এত ছড়াতো না।
এবছর করোনার নতুন স্ট্রেইন এসেছে যুক্তরাজ্য ও দক্ষিন আফ্রিকা থেকে। এবছর যখন সব দেশ যুক্তরাজ্য ও দক্ষিন আফ্রিকার সথে ফ্লাইট বন্ধ করেছে তখনো আমরা বসে বসে ভেবেছি: " দেখি না কি হয়?" ফলাফল যা হবার তাই হচ্ছে।
কোয়ারেন্টাইন! এই শব্দটা আমাদের দেশে এসে এক নাটকে পরিনত হয়েছে। কারো কাছে এটি একটি বিভিষিকা, কারো কাছে এটি নতুন ইনকামের উপায়। আমাদের দেশে কোয়ারেন্টাইনে থেকে বিয়ের অনুষ্ঠান হয়, কোয়ারেন্টাইনে থেকে মানুষ ঘুরে বেড়ায়। অথচ চাইলেই কোয়ারেন্টাইনের সুন্দর একটি নীতিমালা করা যেতো।
ধরুন একটা মানুষ বিদেশ থেকে বাংলাদেশে আসবে, সে জানে না তাকে কোয়ারেন্টাইন করতে হবে কি না? করতে হলে কোথায় করতে হবে? বাসায় নাকি হোটেলে? এর জন্য কোন হোটেল নির্দিষ্ট করে দেয়া আছে কি?
জানলে হয়তো সে আগে থেকে পছন্দনীয় হোটেল বুকিং করে আসতে পারতো। সেক্ষেত্রে ইতালী ফেরত যাত্রীদের হজ্বক্যাম্পের মত বিড়ম্বনা হতো না। বিশ্বের বিভিন্ন দেশে হোটেলগুলো সরকার থেকে অনুমোদন নিয়ে কোয়ারন্টাইন প্যাকেজ দিচ্ছে। অথচ আমাদের দেশে চলছে টাকা নিয়ে কোয়ারেন্টাইনে পাঠাবে নাকি ছেড়ে দিবে তার হিসেব। যুক্তরাজ্যের সরকারী ওয়েবসাইটে কোয়ারেন্টাইন সম্পর্কিত হোটলের রেটসহ ডিটেইল দেয়া আছে।
https://www.gov.uk/guidance/booking-and-staying-in-a-quarantine-hotel-when-you-arrive-in-england
আর আমরা বিশ্বের একমাত্র ডিজিটাল দেশ হয়ে সব চালাচ্ছি প্রাগঐতিহাসিক নিয়মে। পর্যটন বন্ধ থাকলেও বিশ্বের বিভিন্ন হোটেল কোরায়েন্টাইন প্যাকেজ চালু করে ব্যবসা চালিয়ে নিচ্ছে।
কোয়ারেন্টাইন প্যাকেজ লিখে গুগলে সার্চ করলেই দেখা যাবে।
অথচ আমাদের পর্যটন ব্যবসা ধ্বংসের মুখে। হোটেল কর্মীরা চাকরী হারাচ্ছে। হোটেল মালিকেরা দেউলিয়া হবার যোগার। অথচ এই হোটেলগুলোয় স্বাস্থবিধি মেনে কোয়ারেন্টাইন প্যাকেজ শুরু করা যেত।
নিম্নলিখিত নিয়ম মেনে হোটেলে কোয়ারেন্টাইন প্যাকেজ চালু করা যেতে পারে:
১। প্রতিটি হোটেলে একজন নার্স বা প্যারামেডিক থাকবে।
২। প্রতি ১০ টি হোটেলের জন্য ২ জন ডাক্তার থাকবে যারা প্রতিদিন সবার খোজ খবর নিবে।
৩। প্রতিটি রুমে বই, টিভি, নেট ইত্যাদি সুবিধা থাকবে।
৪। স্বাস্থবিধি মেনে রুম সার্ভিসের মাধ্যমে খাবার রুমের দরজায় রেখে যাওয়া হবে।
৫। হোটেলের নিজস্ব ব্যবস্থাপনায় যাত্রীদেরকে স্বাস্থবিধি মেনে গাড়িতে করে বিমানবন্দর থেকে হোটেলে নিতে হবে।
৬। কোয়ারেন্টাইন শেষ হবার পর সরকারী ডাক্তার সবাইকে পরীক্ষা করে ছাড়পত্র দিবে।
এই কাজে আমাদের কক্সবাজারের হোটেলগুলো কাজে লাগানো যায়। যাদের টাকা আছে তারা বিদেশ থেকে ফিরে বিমানে করে কক্সবাজার যেয়ে সিভিউ হোটেলে ১০ দিন কোয়ারেন্টাইন করে তারপর বাড়ি ফিরবে।
আমার মনে হয় এই নিয়মগুলো মানলে আমাদের দেশে করোনা নিয়ন্ত্রন করা সম্ভব হবে।
১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৭
রাজীব বলেছেন: দেশের ভিতরেরটা লকডাউন দিয়ে নিয়ন্ত্রণ হয়ে যাবে। কিন্তু সবকিছু চালু হওয়ার পর বিদেশ থেকে ভাইরাস আসা ঠেকাতে হবে।
২| ১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৪
রাজীব নুর বলেছেন: গত ২৪ ঘন্টায় মৃত ১০১,
আক্রান্ত ৩৪৭৩,
নমুনা পরীক্ষা ১৬১৮৫
মোট আক্রান্ত ৭১৫২৫২,
মৃত ১০২৮৩
৩| ১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৬
ইসিয়াক বলেছেন: যেখানে কেউই নিয়ম মানে না সেখানে সরকারের দোষ দিয়ে কি লাভ? করোনায় সবাইকে মরতে হবে শেষ পর্যন্ত হয়তো আগে আর পিছে এই ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। মাস্ক অবশ্যই পরতে হবে প্রয়োজনে ডবল মাস্ক। হাত স্যানিটাইজ করতে হবে। অকারণ ঘোরাঘুরি করা যাবে না।
৪| ১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৯
জুল ভার্ন বলেছেন: জনগণের সাথে রাস্ট্রের কৌতুক।
৫| ০৭ ই মে, ২০২১ ভোর ৪:৪৮
অনল চৌধুরী বলেছেন: রাজীব থেকে নুর বাদ গেলো কেনো?
১৪ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৬
রাজীব বলেছেন: কারন দুটি নাম দুইজন মানুষের
©somewhere in net ltd.
১| ১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৩
চাঁদগাজী বলেছেন:
এখনো কি বিদেশ থেকে নতুন করে ভাইরাস আসছে, নাকি দেশের ভেতরেই যথেষ্ট আছে?